KGF 2 Star Yash Lifestyle: ক্রিকেটার, বলিউড তারকারা লজ্জা পাবেন! KGF-এর ইয়াশের যা এলাহি জীবন...

Last Updated:
KGF Chapter 2: কেজিএফ-এর জন্য তিনি কত টাকা পেয়েছেন, জানেন? এখন তো তাঁর রাজার জীবন।
1/5
এমন এলাহি জীবন তাঁর যে অনেক তারকা জেনে লজ্জা পাবেন! তিনি কেজিএফ তারকা ইযাশ। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৩ কোটি টাকা। মাসে তাঁর উপার্জন এক কোটি টাকারও বেশি।
এমন এলাহি জীবন তাঁর যে অনেক তারকা জেনে লজ্জা পাবেন! তিনি কেজিএফ তারকা ইযাশ। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৩ কোটি টাকা। মাসে তাঁর উপার্জন এক কোটি টাকারও বেশি।
advertisement
2/5
আঞ্চলিক ডেইলি সোপ-এ কাজ শুরু করেছিলেন ইয়াশ। সেখানে থেকে কন্নড় ফিল্ম ইনডাস্ট্রিতে। তার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। তবে তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে কেজিএফ।
আঞ্চলিক ডেইলি সোপ-এ কাজ শুরু করেছিলেন ইয়াশ। সেখানে থেকে কন্নড় ফিল্ম ইনডাস্ট্রিতে। তার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। তবে তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে কেজিএফ।
advertisement
3/5
একটা সিনেমার জন্য ইয়াশ নিতেন ৩-৪ কোটি টাকা। তবে কেজিএফ-এর জন্য নিয়েছেন ৩০ কোটি টাকা। কন্নড় অভিনেতাদের মধ্যে তিনি সব থেকে বেশি পারিশ্রমিক পান।
একটা সিনেমার জন্য ইয়াশ নিতেন ৩-৪ কোটি টাকা। তবে কেজিএফ-এর জন্য নিয়েছেন ৩০ কোটি টাকা। কন্নড় অভিনেতাদের মধ্যে তিনি সব থেকে বেশি পারিশ্রমিক পান।
advertisement
4/5
Mercedes Benz GLS, Mercedes GLC 250D, ফাইভ সিটার সেডান, অডি কিউ সেভেন. বিএমডব্লিউ ৫২০ ডির মতো গাড়ি রয়েছে ইয়াশের গ্যারাজে। ৪০ লাখের প্যাজেরো গাড়িও রয়েছে তাঁর কালেকশনে।
Mercedes Benz GLS, Mercedes GLC 250D, ফাইভ সিটার সেডান, অডি কিউ সেভেন. বিএমডব্লিউ ৫২০ ডির মতো গাড়ি রয়েছে ইয়াশের গ্যারাজে। ৪০ লাখের প্যাজেরো গাড়িও রয়েছে তাঁর কালেকশনে।
advertisement
5/5
Gucci Rush Perfume এবং Beardo-র মতো ব্র্যান্ডের এনডোর্সার হিসেবে কাজ করেন ইয়াস। জানা গিয়েছে, এই সব ব্র্যান্ডের থেকেও ৬০ লাখ টাকা উপার্জন করেন তিনি।
Gucci Rush Perfume এবং Beardo-র মতো ব্র্যান্ডের এনডোর্সার হিসেবে কাজ করেন ইয়াস। জানা গিয়েছে, এই সব ব্র্যান্ডের থেকেও ৬০ লাখ টাকা উপার্জন করেন তিনি।
advertisement
advertisement
advertisement