Katrina Kaif and Vicky Kaushal's new house: শুরু নতুন সংসার...ভিকি-ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের অন্দর ঠিক কেমন দেখতে? দেখুন ছবি --

Last Updated:
জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়
1/5
বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের আসর বসেছিল রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য়! বিয়ের পরের দিনই জয়পুর ছেড়ে মুম্বই চলে আসেন ভি-ক্যাট! মুম্বই ফিরে নিজেদের নতুন বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেছেন কপোত-কপোতি (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)। জয়পুর থেকে ফিরে, শুক্রবার রাতেই সোজা জুহুতে নিজেদের নতুন বাড়িতে আসেন ভিকি-ক্যাটরিনা! কেমন দেখতে সেই ফ্ল্যাটের অন্দর? দেখুন
বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের আসর বসেছিল রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য়! বিয়ের পরের দিনই জয়পুর ছেড়ে মুম্বই চলে আসেন ভি-ক্যাট! মুম্বই ফিরে নিজেদের নতুন বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেছেন কপোত-কপোতি (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)। জয়পুর থেকে ফিরে, শুক্রবার রাতেই সোজা জুহুতে নিজেদের নতুন বাড়িতে আসেন ভিকি-ক্যাটরিনা! কেমন দেখতে সেই ফ্ল্যাটের অন্দর? দেখুন
advertisement
2/5
 এটি-ই ভিকি-ক্যাটরিনার মাস্টার বেডরুম, এ'ঘরেই থাকবেন মিঞা-বিবি। এছাড়া অ্যাপার্টমেন্টে আরও ৩টি বেডরুম রয়েছে।
এটি-ই ভিকি-ক্যাটরিনার মাস্টার বেডরুম, এ'ঘরেই থাকবেন মিঞা-বিবি। এছাড়া অ্যাপার্টমেন্টে আরও ৩টি বেডরুম রয়েছে।
advertisement
3/5
এটি অ্যাপার্টমেন্টের বারান্দা। সামনে সমুদ্র
এটি অ্যাপার্টমেন্টের বারান্দা। সামনে সমুদ্র
advertisement
4/5
জুহুতে সমুদ্রের দিকে মুখ করা স্বপ্নের বাড়ি ভিকি-ক্যাটের। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়, সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। প্রথম ৩৬ মাসের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা। রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ সিং জানান, '' পরের ১২ মাসের ভাড়া ৮.৪০ লাখ এবং তার পরের ১২ মাসের ভাড়া ৮.৮২ লাখ টাকা।''
জুহুতে সমুদ্রের দিকে মুখ করা স্বপ্নের বাড়ি ভিকি-ক্যাটের। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়, সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। প্রথম ৩৬ মাসের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা। রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ সিং জানান, '' পরের ১২ মাসের ভাড়া ৮.৪০ লাখ এবং তার পরের ১২ মাসের ভাড়া ৮.৮২ লাখ টাকা।''
advertisement
5/5
জানেন কি, ভি-ক্যাটের প্রতিবেশী অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। অনুষ্কা ইনস্টাগ্রামে পোস্ট করেন, সদ্য বিবাহিত ভিকি-ক্যাটরিনা এবার থেকে তাঁদের প্রতিবেশী! অনুষ্কা ঠাট্টা করে লেখেন, '' অবশেষে তোমরা বিবাহিত, এবার নতুন বাড়িতে চলে আসবে, আমরা বাঁচব, আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।''
জানেন কি, ভি-ক্যাটের প্রতিবেশী অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। অনুষ্কা ইনস্টাগ্রামে পোস্ট করেন, সদ্য বিবাহিত ভিকি-ক্যাটরিনা এবার থেকে তাঁদের প্রতিবেশী! অনুষ্কা ঠাট্টা করে লেখেন, '' অবশেষে তোমরা বিবাহিত, এবার নতুন বাড়িতে চলে আসবে, আমরা বাঁচব, আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।''
advertisement
advertisement
advertisement