বিয়ে হয়ে গেল ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের (Vicky Kaushal-Katrina Kaif Wedding)! বৃহস্পতিবার বিকেলেই সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। বিয়ের আসর বসেছিল রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য়! বিয়ের পরের দিনই জয়পুর ছেড়ে মুম্বই চলে আসেন ভি-ক্যাট! মুম্বই ফিরে নিজেদের নতুন বাড়িতেই 'গৃহপ্রবেশ' করেছেন কপোত-কপোতি (Katrina Kaif and Vicky Kaushal move into their new house)। জয়পুর থেকে ফিরে, শুক্রবার রাতেই সোজা জুহুতে নিজেদের নতুন বাড়িতে আসেন ভিকি-ক্যাটরিনা! কেমন দেখতে সেই ফ্ল্যাটের অন্দর? দেখুন
জুহুতে সমুদ্রের দিকে মুখ করা স্বপ্নের বাড়ি ভিকি-ক্যাটের। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহুর রাজমহল-এ ৬০ মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি। ফ্ল্যাট-টি ৮ তলায়, সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। প্রথম ৩৬ মাসের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা। রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ সিং জানান, '' পরের ১২ মাসের ভাড়া ৮.৪০ লাখ এবং তার পরের ১২ মাসের ভাড়া ৮.৮২ লাখ টাকা।''