Kareena Kapoor Khan: সইফ-করিনার সুখের সংসারে ভাঙন? 'শান্তি খুঁজি', বললেন করিনা, তাল কি তবে কেটেই গেল

Last Updated:
Kareena Kapoor Khan: করিনা কাপুর খান। বলিউডের এমন এক অভিনেত্রী, যিনি শুধু অভিনয়ই নয়, আরও অন্যান্য ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০৮ সালে একটি ছবির জন্য জিরো ফিগার বানিয়ে সাড়া ফেলেছিলেন বলিউডে। করিনার সেই সিদ্ধান্ত নিয়ে আজও চর্চা হয়।
1/5
করিনা কাপুর খান। বলিউডের এমন এক অভিনেত্রী, যিনি শুধু অভিনয়ই নয়, আরও অন্যান্য ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০৮ সালে একটি ছবির জন্য জিরো ফিগার বানিয়ে সাড়া ফেলেছিলেন বলিউডে। করিনার সেই সিদ্ধান্ত নিয়ে আজও চর্চা হয়।
করিনা কাপুর খান। বলিউডের এমন এক অভিনেত্রী, যিনি শুধু অভিনয়ই নয়, আরও অন্যান্য ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০৮ সালে একটি ছবির জন্য জিরো ফিগার বানিয়ে সাড়া ফেলেছিলেন বলিউডে। করিনার সেই সিদ্ধান্ত নিয়ে আজও চর্চা হয়।
advertisement
2/5
তার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কাজ এবং সংসার একই সঙ্গে সামলেছেন অভিনেত্রী। এখন তিনি দুই সন্তানের মা। জীবনের এই অধ্যায়ে দাঁড়িয়ে কী চান করিনা?
তার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কাজ এবং সংসার একই সঙ্গে সামলেছেন অভিনেত্রী। এখন তিনি দুই সন্তানের মা। জীবনের এই অধ্যায়ে দাঁড়িয়ে কী চান করিনা?
advertisement
3/5
করিনা জানান, যখন তাঁর বয়স ২০-র ঘরে, তখন কাজ নিয়ে তাঁর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল। সেই সময় বারবার নিজেকে প্রমাণ করতে চেয়েছেন। কেরিয়ারে ২৫ বছর পরেও তাঁর মধ্যে সাফল্যের খিদে আছে। তবে তা কিছুটা অন্য রকম।
করিনা জানান, যখন তাঁর বয়স ২০-র ঘরে, তখন কাজ নিয়ে তাঁর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল। সেই সময় বারবার নিজেকে প্রমাণ করতে চেয়েছেন। কেরিয়ারে ২৫ বছর পরেও তাঁর মধ্যে সাফল্যের খিদে আছে। তবে তা কিছুটা অন্য রকম।
advertisement
4/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, এখন তিনি জীবনে সবচেয়ে বেশি শান্তিকেই গুরুত্ব দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, এখন তিনি জীবনে সবচেয়ে বেশি শান্তিকেই গুরুত্ব দেন।
advertisement
5/5
করিনার কথায়, "আমি এখন যে চরিত্রগুলি করি, সেগুলিতেও শান্তি এবং গভীরতা খুঁজি।  কারণ মানুষ হিসাবেও আমি পরিণত হয়েছি। আমি মনে করি, একজন মানুষ যদি ২০ থেকে ৪৩ বছরের মধ্যে পরিণত না  হন, তাহলে অভিনেতা হিসাবেও তিনি পরিণত হতে পারেন না।
করিনার কথায়, "আমি এখন যে চরিত্রগুলি করি, সেগুলিতেও শান্তি এবং গভীরতা খুঁজি। কারণ মানুষ হিসাবেও আমি পরিণত হয়েছি। আমি মনে করি, একজন মানুষ যদি ২০ থেকে ৪৩ বছরের মধ্যে পরিণত না হন, তাহলে অভিনেতা হিসাবেও তিনি পরিণত হতে পারেন না।
advertisement
advertisement
advertisement