ঝোরা, ঝিলিক! অরিজিৎ সিংয়ের গিটারে কেন লেখা থাকে এমন নাম? বড় রহস্য ফাঁস

Last Updated:
arijit singh guitar names: কোনও গিটারে লেখা ঝিলিক, কোনওটায় ঝোরা। কেন এমন লেখা অরিজিৎ সিংয়ের গিটারে?
1/6
গোটা একটা প্রজন্মের হার্টথ্রব তিনি। তাঁর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে ৮ থেকে আশি, সবাই। সেই অরিজিৎ সিংয়ের জীবনে গুরুত্বপূর্ণ তাঁর প্রতিটি গিটার। এটা হয়তো অনেকেই জানেন না।
গোটা একটা প্রজন্মের হার্টথ্রব তিনি। তাঁর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে ৮ থেকে আশি, সবাই। সেই অরিজিৎ সিংয়ের জীবনে গুরুত্বপূর্ণ তাঁর প্রতিটি গিটার। এটা হয়তো অনেকেই জানেন না।
advertisement
2/6
প্রতিটি গিটার তাঁর খুবই প্রিয়। একজন মিউজিশিয়ান অনেক বাছাই করে নিজের বাদ্যযন্ত্রটি কেনেন। অরিজিৎ সিংও তাই করেছেন। তাই তাঁর কাছে প্রতিটি গিটার খুবই প্রিয়।
প্রতিটি গিটার তাঁর খুবই প্রিয়। একজন মিউজিশিয়ান অনেক বাছাই করে নিজের বাদ্যযন্ত্রটি কেনেন। অরিজিৎ সিংও তাই করেছেন। তাই তাঁর কাছে প্রতিটি গিটার খুবই প্রিয়।
advertisement
3/6
ঝোরা, ঝিলিক, মিঠি- অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, অরিজিৎ সিংয়ের গিটারগুলিতে এমন সব নাম লেখা থাকে। তবে তার কারণ হয়তো অনেকেই জানেন না।
ঝোরা, ঝিলিক, মিঠি- অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, অরিজিৎ সিংয়ের গিটারগুলিতে এমন সব নাম লেখা থাকে। তবে তার কারণ হয়তো অনেকেই জানেন না।
advertisement
4/6
জানা যায়, অরিজিৎ সিং নিজেই ভালবেসে তাঁর প্রতিটা গিটারের একটা করে নাম রেখেছেন। তিনি সেগুলোকে নিজের সন্তানের মতোই মনে করেন।
জানা যায়, অরিজিৎ সিং নিজেই ভালবেসে তাঁর প্রতিটা গিটারের একটা করে নাম রেখেছেন। তিনি সেগুলোকে নিজের সন্তানের মতোই মনে করেন।
advertisement
5/6
কোনও গিটারের নাম ঝোরা, কোনওটা ঝিলিক, কোনওটা আবার মিঠি। একের পর এক মিষ্টি নাম রেখেছেন নিজের গিটারগুলির।
কোনও গিটারের নাম ঝোরা, কোনওটা ঝিলিক, কোনওটা আবার মিঠি। একের পর এক মিষ্টি নাম রেখেছেন নিজের গিটারগুলির।
advertisement
6/6
অরিজিৎ সিং অবশ্য নিজে মুখে এই নিয়ে কখনও কিছুই বলেননি। যতটুকু শোনা বা সূত্র মারফত জানা যায়, সেই ভিত্তিতেই এই লেখা।
অরিজিৎ সিং অবশ্য নিজে মুখে এই নিয়ে কখনও কিছুই বলেননি। যতটুকু শোনা বা সূত্র মারফত জানা যায়, সেই ভিত্তিতেই এই লেখা।
advertisement
advertisement
advertisement