Aishwarya-Amitabh Gossip: 'আমরা কখনই মানিয়ে নিতে পারিনি...', ঐশ্বর্য-শ্বেতাকে নিয়ে কী বলেছিলেন জয়া? ফের ভাইরাল মন্তব্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Aishwarya Rai Jaya Bachchan: ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের। দম্পতির মেয়ে আরাধ্যার বয়স ১৪ বছর। তবে বেশ কয়েকমাস ধরে দম্পতিকে নিয়ে চর্চা চলছে। ১৭ বছরের দাম্পত্য নাকি চিড় ধরেছে।
advertisement
advertisement
*করণ জোহরের টক শো 'কফি উইথ করণ'-এ অতিথি হিসেবে যোগ দেন জয়া বচ্চন। ১৭ বছর আগে সেই শো-এ জয়া পরিবারের সকলের সঙ্গে কেমন সম্পর্ক কার, তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুত্রবধূ ঐশ্বর্যর সঙ্গে পরিবারের বাকিদের সম্পর্ক কেমন, তা নিয়েও খোলামেলা কথা বলেন। পাশাপাশি অমিতাভ ও অ্যাশের সম্পর্কের অনেক গোপন কথাও ফাঁস জানিয়েছিলেন।
advertisement
*'কফি উইথ করণ'-এ জয়া তাঁর জীবনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেন। জয়া বচ্চন বলেন, মেয়ে শ্বেতা বচ্চনের বিয়ে হয়ে যাওয়ার পরে অমিতাভ বচ্চনের জীবনে শূন্যতা ছিল। সেই শূন্যতা পূরণ হয়েছিল যখন ঐশ্বর্য পুত্রবধূ হিসাবে তাঁর বাড়িতে আসেন। অ্যাশকে কখনও পুত্রবধূ হিসেবে দেখেননি অমিতাভ, বরাবরই মেয়ে হিসেবেই দেখতেন।
advertisement
advertisement
*একবার স্টারডাস্ট ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় পুত্রবধূ অ্যাশের প্রশংসা করে তাকে চমৎকার মা বলে অভিহিত করেন জয়া। সূত্রের খবর, তিনি বলেছিলেন, 'তিনি নিজে ইন্ডাস্ট্রির বড় তারকা, তবুও পরিবারকে সব দিন থেকে গুরুত্ব দেন। তিনি একজন শক্তিশালী নারী। অ্যাশ একজন ভাল মা এবং তিনি নিজেই মেয়ের পুরো যত্ন নেন এবং সমস্ত কাজ নিজেই করেন।'
advertisement
*জয়া বচ্চনের মেয়ে শ্বেতা যখন ভাই অভিষেককে নিয়ে 'কফি উইথ করণ'-এ হাজির হন, তখন তিনিও ঐশ্বর্য সম্পর্কে ইতিবাচক কথা বলেছিলেন। তিনি অ্যাশকে দুর্দান্ত মা বলেও অভিহিত করেছিলেন। শ্বেতা জানান, যেভাবে তিনি আরাধ্যার যত্ন নেন। আমরাও অবাক হই। ও আমার সন্তান আর আরাধ্যার মধ্যে কোনও তফাৎ অনুভব করে না। এটাই তার শ্রেষ্ঠ গুণ।