তারকাদের বেড়াতে যাওয়ার প্রধান ডেস্টিনেশন হল মলদ্বীপ। এবার মলদ্বীপ ঘুরে এলেন টেলি অভিনেত্রী জেসমিন ভাসিন। ছবি গুলি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। লাল রঙের কো অর্ড সেটে জেসমিন। স্পষ্ট অভিনেত্রীর নির্মেদ অ্যাবস। মলদ্বীপ গিয়ে ফ্লোটিং ব্রেকফাস্ট হবে না তা কী হয়! স্যুইমিং পুলে ডুবেই ব্রেকফাস্ট। সমুদ্রের ধারে লাল রঙের ড্রেসে পারদ চড়িয়েছেন জেসমিন। ছুটি কাটানো একেই বলে। সাগর বেলায় অলস দুপুর। একেবারে মেক আপ হীন। তবুও সুন্দর জেসমিন। টেলিভিশন ও বিগবসের অতি জনপ্রিয় মুখ জেসমিন। তাঁর সৌন্দর্যের ভক্ত অনেক। এমন এলাহি খাবারের সম্ভার দেকে চোখ চড়কগাছ জেসমিনের। মলদ্বীপে ছুটি কাটালেই যেন মন ভাল। প্রমাণ দিচ্ছে জেসমিনের প্রাণ খোলা হাসি। সিবিচে জেসমিনের ক্যাজুয়াল সাজ। কালো ট্যাঙ্ক টপ পরেছেন অভিনেত্রী। লাল কো অর্ড সেটে উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী। তাঁর ও আলি গোনির লাভ স্টোরি প্রায়ই খবরের শিরোনামে আসে।