Jab We Met Shahid Kapoor Kareena Kapoor: 'জব উই মেট'-এ শাহিদ নয়, করিনার বিপরীতে কোন হিরোকে প্রথমে চেয়েছিলেন পরিচালক জানেন? নামটা শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
Jab We Met Shahid Kapoor Kareena Kapoor: আপনি কি জানেন, 'জব উই মেট' ছবির জন্য পরিচালক ইমতিয়াজ আলির প্রথম পছন্দ শাহিদ ও করিনা ছিলেন না। তবে কারা? নাম শুনলে হা হয়ে যাবেন...
1/11
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট'। ছবির শ্যুটিং চলাকালীনই শাহিদ কাপুর ও করিনা কাপুরের ব্রেক আপ হয়। তবে তাঁদের বিচ্ছেদ যন্ত্রণা ক্যামেরার সামনে ফুটে উঠতে দেননি তাঁরা।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট'। ছবির শ্যুটিং চলাকালীনই শাহিদ কাপুর ও করিনা কাপুরের ব্রেক আপ হয়। তবে তাঁদের বিচ্ছেদ যন্ত্রণা ক্যামেরার সামনে ফুটে উঠতে দেননি তাঁরা।
advertisement
2/11
পরবর্তীতে সেই সিনেমাই ব্লকবাস্টার ইতিহাস তৈরি করে বলিউডে। রোম্যান্টিক সিনেমার তালিকায় আজও জ্বলজ্বল করে 'জব উই মেট'-এর নাম।
পরবর্তীতে সেই সিনেমাই ব্লকবাস্টার ইতিহাস তৈরি করে বলিউডে। রোম্যান্টিক সিনেমার তালিকায় আজও জ্বলজ্বল করে 'জব উই মেট'-এর নাম।
advertisement
3/11
তবে আপনি কি জানেন, 'জব উই মেট' ছবির জন্য পরিচালক ইমতিয়াজ আলির প্রথম পছন্দ শাহিদ ও করিনা ছিলেন না।
তবে আপনি কি জানেন, 'জব উই মেট' ছবির জন্য পরিচালক ইমতিয়াজ আলির প্রথম পছন্দ শাহিদ ও করিনা ছিলেন না।
advertisement
4/11
যে ছবি এই জুটির অন্যতম সেরা মাইলস্টোন অভিনয় হিসেবে জনপ্রিয়, সেই ছবিতে তাঁদের অভিনয় করার কথাই ছিল না।
যে ছবি এই জুটির অন্যতম সেরা মাইলস্টোন অভিনয় হিসেবে জনপ্রিয়, সেই ছবিতে তাঁদের অভিনয় করার কথাই ছিল না।
advertisement
5/11
এই ছবি নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছিল অন্য এক অভিনেতার সঙ্গে। তিনি নাকি এই ছবির পরিচালকের সঙ্গে অনেক প্রথম থেকেই ছিলেন। কথাবার্তাও নাকি তাঁকে নিয়েই এগিয়েছিল।
এই ছবি নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছিল অন্য এক অভিনেতার সঙ্গে। তিনি নাকি এই ছবির পরিচালকের সঙ্গে অনেক প্রথম থেকেই ছিলেন। কথাবার্তাও নাকি তাঁকে নিয়েই এগিয়েছিল।
advertisement
6/11
কথা হয়েছিল, এই ছবিতে আদিত্য-র চরিত্রে অভিনয় করবেন তিনিই। কিন্তু পরে বদলে যায় সব কিছু।
কথা হয়েছিল, এই ছবিতে আদিত্য-র চরিত্রে অভিনয় করবেন তিনিই। কিন্তু পরে বদলে যায় সব কিছু।
advertisement
7/11
এই অভিনেতা হলেন ববি দেওল। সদ্যই তিনি মুখ খুলেছেন, কীভাবে তিনি 'জব উই মেট' থেকে বাদ গিয়েছিলেন। এই ছবি নিয়ে নাকি ইমতিয়াজ আলির সঙ্গে একেবারে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছিল ববির।
এই অভিনেতা হলেন ববি দেওল। সদ্যই তিনি মুখ খুলেছেন, কীভাবে তিনি 'জব উই মেট' থেকে বাদ গিয়েছিলেন। এই ছবি নিয়ে নাকি ইমতিয়াজ আলির সঙ্গে একেবারে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছিল ববির।
advertisement
8/11
সেই সময়ে ইমতিয়াজ আলি তথাকথিতভাবে নতুন ছিলেন। যাতে ইমতেয়াজ এই সিনেমাটা করতে পারেন, সেই কারণে তিনি প্রযোজকের সঙ্গেও কথা বলেছিলেন।
সেই সময়ে ইমতিয়াজ আলি তথাকথিতভাবে নতুন ছিলেন। যাতে ইমতেয়াজ এই সিনেমাটা করতে পারেন, সেই কারণে তিনি প্রযোজকের সঙ্গেও কথা বলেছিলেন।
advertisement
9/11
তিনি করিনা কাপুরকেও এই সিনেমার জন্য রাজি করাতে গিয়েছিলেন। তবে সেই সময়ে করিনা এই ছবিটি করতে রাজি হননি।
তিনি করিনা কাপুরকেও এই সিনেমার জন্য রাজি করাতে গিয়েছিলেন। তবে সেই সময়ে করিনা এই ছবিটি করতে রাজি হননি।
advertisement
10/11
চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে ছবিটি গিয়েছিল প্রীতি জিন্টার কাছে। তিনিও এই ছবিটি ফিরিয়ে দেন। তবে পরে মত বদলান করিনা। ছবিটি করতে রাজি হয়ে যান।
চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে ছবিটি গিয়েছিল প্রীতি জিন্টার কাছে। তিনিও এই ছবিটি ফিরিয়ে দেন। তবে পরে মত বদলান করিনা। ছবিটি করতে রাজি হয়ে যান।
advertisement
11/11
তখনই ববি জানতে পারেন, এই ছবিতে তাঁর আকাঙ্খিত চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। তবে ববি জানিয়েছিলেন, ইমতিয়াজের উপর তাঁর কোনও রাগ নেই। তবে তিনি ভীষণ চেষ্টা করেছিলেন এই ছবিটি যাতে হয়।
তখনই ববি জানতে পারেন, এই ছবিতে তাঁর আকাঙ্খিত চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। তবে ববি জানিয়েছিলেন, ইমতিয়াজের উপর তাঁর কোনও রাগ নেই। তবে তিনি ভীষণ চেষ্টা করেছিলেন এই ছবিটি যাতে হয়।
advertisement
advertisement
advertisement