Ankita Lokhande: ‘আমি প্রেগন্যান্ট!’ চিৎকার করে বললেন অঙ্কিতা, কবে বাবা হচ্ছেন ভিকি? গোপনীয়তা ফাঁস করলেন বলি নায়িকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande: বলিউড ফের সুখবর৷ মা হতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ৷ সম্প্রতি, লাফটার শেফ সিজন ২-এ মা হওয়ার সুখবর ঘোষণা করেছেন বলি নায়িকা৷
advertisement
advertisement
প্রোমোতে দেখা যাচ্ছে,কৃষ্ণা অভিষেক যখন অভিনেত্রীর কাছ থেকে রান্নার একটি উপকরণ ছিনিয়ে নিয়ে পালায়। অঙ্কিতা কৃষ্ণার পিছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎই থেমে যায়, তিনি তাকে অনুরোধ করেন এবং বলেন তিনি আর দৌড়াতে পারবেন না । তারপরই বলে ওঠেন, 'আমি প্রেগন্যান্ট'৷ এই কথা বলে মুহূর্তের মধ্যে সবাইকে হতবাক করে দেন নায়িকা৷
advertisement
advertisement
প্রোমোটি শেয়ার হওয়ার পরপরই, বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ অভিনেত্রীকে অভিনন্দন জানালেও, আবার কেউ কেউ ভাবছেন এটি কি কেবল একটি রসিকতা। 'যদি সত্যিই হয়, তোমাদের দুজনকেই আন্তরিকভাবে অভিনন্দন৷ ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, কিন্তু মিথ্যা বলো না৷' অন্য একজন লিখেছেন। 'সত্যিই? সে এখন গর্ভবতী?'
advertisement
অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন ২০২১ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অঙ্কিতা লোখান্ডে বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি পবিত্র রিশতা এবং মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছেপরিচিত৷ এবং ভিকি জৈন একজন ব্যবসায়ী। উল্লেখ্য, বর্তমানে অঙ্কিতা এবং ভিকিকে লাফটার শেফ ২-তে দেখা যাচ্ছে।