Pawandeep Rajan: সঙ্কটমুক্ত পবনদীপ রাজান, ICU থেকে বাইরে আনা হল ইন্ডিয়ান আইডল ১২ জয়ী গায়ককে

Last Updated:
৫ মে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়নে ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন৷ শিল্পীর বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছিল। আইসিইউ-তে ছিলেন তিনি৷ তাঁর সারা শরীরের অসংখ্য চোট-আঘাত লাগে৷ মাল্টিপল ফ্র্যাকচার হয় তাঁর৷
1/5
আইসিইউ থেকে ছাড়া পেলেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন৷ তাঁর কাছে বন্ধু গোবিন্দ দিগারি হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন৷ সেখানে হাসি মুখে দেখা যায় পবনদীপকে৷
আইসিইউ থেকে ছাড়া পেলেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন৷ তাঁর কাছে বন্ধু গোবিন্দ দিগারি হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন৷ সেখানে হাসি মুখে দেখা যায় পবনদীপকে৷
advertisement
2/5
৫ মে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়নে ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন৷ শিল্পীর বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছিল। আইসিইউ-তে ছিলেন তিনি৷ তাঁর সারা শরীরের অসংখ্য চোট-আঘাত লাগে৷ মাল্টিপল ফ্র্যাকচার হয় তাঁর৷
৫ মে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়নে ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন৷ শিল্পীর বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছিল। আইসিইউ-তে ছিলেন তিনি৷ তাঁর সারা শরীরের অসংখ্য চোট-আঘাত লাগে৷ মাল্টিপল ফ্র্যাকচার হয় তাঁর৷
advertisement
3/5
সোমবার ভোররাতেই আহমেদাবাদে দুর্ঘটনার শিকার পবনদীপ রাজনের গাড়ি। হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক।
সোমবার ভোররাতেই আহমেদাবাদে দুর্ঘটনার শিকার পবনদীপ রাজনের গাড়ি। হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক।
advertisement
4/5
রিপোর্ট অনুযায়ী, গুজরাতের আহমেদাবাদের রাস্তায় ভোররাত ২ টো নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা ঘটেছিল। ভেঙেচুরে গিয়েছিল গায়কের গাড়িও।
রিপোর্ট অনুযায়ী, গুজরাতের আহমেদাবাদের রাস্তায় ভোররাত ২ টো নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা ঘটেছিল। ভেঙেচুরে গিয়েছিল গায়কের গাড়িও।
advertisement
5/5
দেশের অন‍্যতম খ‍্যাতনামা গানের রিয‍়‍্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১২-এর বিজেতা ছিলেন পবনদীপ। এই সিজনেরই আরও এক প্রতিযোগী বাঙালি গায়িকা অরুণিমা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তাদের অনুরাগীর সংখ‍্যাও প্রচুর।
দেশের অন‍্যতম খ‍্যাতনামা গানের রিয‍়‍্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১২-এর বিজেতা ছিলেন পবনদীপ। এই সিজনেরই আরও এক প্রতিযোগী বাঙালি গায়িকা অরুণিমা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তাদের অনুরাগীর সংখ‍্যাও প্রচুর।
advertisement
advertisement
advertisement