IAS Aspirant: স্বপ্ন দেখতেন IAS হবেন...ভাগ্যের ফেরে পা রাখতে হয়েছিল বলিউডে, চেনেন এঁকে?

Last Updated:
বাস্তবের মনোজের লড়াই রুপোলি পর্দায় অনবদ্য ভাবে তুলে ধরেছেন বিক্রান্ত ম্যাসি৷ সংসারের আর্থিক কষ্ট, অভাব অনটনকে সঙ্গে নিয়েই শুধুমাত্র ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে যে জয়ী হওয়া যায়, তেমনই এক জলজ্যান্ত গল্প বলেছেন সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া৷
1/9
12th Fail সিনেমা দেখে এখন ভারতের বহু তরুণ-তরুণীই IAS, IPS হওয়ার স্বপ্ন দেখছেন। যাঁরা যাঁরা ইতিমধ্যোই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন, তাঁরা ফের জপছেন ‘রিস্টার্টে’র মন্ত্র৷
12th Fail সিনেমা দেখে এখন ভারতের বহু তরুণ-তরুণীই IAS, IPS হওয়ার স্বপ্ন দেখছেন। যাঁরা যাঁরা ইতিমধ্যোই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন, তাঁরা ফের জপছেন ‘রিস্টার্টে’র মন্ত্র৷
advertisement
2/9
বাস্তবের মনোজের লড়াই রুপোলি পর্দায় অনবদ্য ভাবে তুলে ধরেছেন বিক্রান্ত ম্যাসি৷ সংসারের আর্থিক কষ্ট, অভাব অনটনকে সঙ্গে নিয়েই শুধুমাত্র ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে যে জয়ী হওয়া যায়, তেমনই এক জলজ্যান্ত গল্প বলেছেন সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া৷
বাস্তবের মনোজের লড়াই রুপোলি পর্দায় অনবদ্য ভাবে তুলে ধরেছেন বিক্রান্ত ম্যাসি৷ সংসারের আর্থিক কষ্ট, অভাব অনটনকে সঙ্গে নিয়েই শুধুমাত্র ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে যে জয়ী হওয়া যায়, তেমনই এক জলজ্যান্ত গল্প বলেছেন সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া৷
advertisement
3/9
কিন্তু, রুপোলি পর্দাদেই এমন একজনও ছিল, যিনি ছোট থেকেই চেয়েছিলেন দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ক্র্যাক করে কেন্দ্রীয় সরকারি আমলা হতে৷ কে তিনি? জানেন?
কিন্তু, রুপোলি পর্দাদেই এমন একজনও ছিল, যিনি ছোট থেকেই চেয়েছিলেন দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ক্র্যাক করে কেন্দ্রীয় সরকারি আমলা হতে৷ কে তিনি? জানেন?
advertisement
4/9
হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম। বড় হয়ে ওঠা চণ্ডীগড়ে। বাবা মুকেশ ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক। কিন্তু, তা সত্ত্বেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। পড়াশোনায় ছোট থেকেই ভাল ছিলেন। ইচ্ছে ছিল IAS হবেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম। বড় হয়ে ওঠা চণ্ডীগড়ে। বাবা মুকেশ ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক। কিন্তু, তা সত্ত্বেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। পড়াশোনায় ছোট থেকেই ভাল ছিলেন। ইচ্ছে ছিল IAS হবেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
advertisement
5/9
 স্কুলের পড়াশোনা শেষ করে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (আইএএস) যোগ দিতে চেয়েছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
স্কুলের পড়াশোনা শেষ করে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (আইএএস) যোগ দিতে চেয়েছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
advertisement
6/9
কিন্তু, কলেজের পড়াশোনা শুরুর প্রথম বছরেই পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে৷ তারপরেই ধীরে ধীরে স্বপ্নের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব৷
কিন্তু, কলেজের পড়াশোনা শুরুর প্রথম বছরেই পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে৷ তারপরেই ধীরে ধীরে স্বপ্নের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব৷
advertisement
7/9
২০ বছর বয়সে হঠাৎই বদল আনতে হয় সিদ্ধান্তে। ঠিক করেন, বাবারই পদাঙ্ক অনুসরণ করবেন তিনি। তারপরেই অভিনয়েপ দুনিয়ায় পা বাড়ানো৷ পরে কাজ করতে করতেই ডিস্টেন্সে পড়াশোনা শেষ করেন৷
২০ বছর বয়সে হঠাৎই বদল আনতে হয় সিদ্ধান্তে। ঠিক করেন, বাবারই পদাঙ্ক অনুসরণ করবেন তিনি। তারপরেই অভিনয়েপ দুনিয়ায় পা বাড়ানো৷ পরে কাজ করতে করতেই ডিস্টেন্সে পড়াশোনা শেষ করেন৷
advertisement
8/9
 টিভি সিরিয়াল 'চাঁদ কে পার চলো সে' দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ। এরপর বহু ছবিতে কাজ করে পরিচিতি তৈরি করেন। তার মধ্যে কয়েকটি হল- কাবিল, অ্যাকশন জ্যাকসন, সানাম রে, বালা, বৃহস্পতিবার এবং দশমী। ২০২১ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করেন। কাবিল সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন, উড়ি: সার্জিকাল স্ট্রাইকেও।
টিভি সিরিয়াল 'চাঁদ কে পার চলো সে' দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ। এরপর বহু ছবিতে কাজ করে পরিচিতি তৈরি করেন। তার মধ্যে কয়েকটি হল- কাবিল, অ্যাকশন জ্যাকসন, সানাম রে, বালা, বৃহস্পতিবার এবং দশমী। ২০২১ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করেন। কাবিল সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন, উড়ি: সার্জিকাল স্ট্রাইকেও।
advertisement
9/9
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ইয়ামি গৌতমকে নিয়ে৷ একাধিক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, যখনই জেনে ছিলেন কী ভাবে আমলা হতে হয়, তবে থেকেই তাঁর ইচ্ছে ছিল এইএএস হওয়ার৷ কিন্তু, ভাগ্যের ফেরে সেই রুপোলি দনিয়াতেই পা বাড়াতে হয় তাঁকে৷
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ইয়ামি গৌতমকে নিয়ে৷ একাধিক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, যখনই জেনে ছিলেন কী ভাবে আমলা হতে হয়, তবে থেকেই তাঁর ইচ্ছে ছিল এইএএস হওয়ার৷ কিন্তু, ভাগ্যের ফেরে সেই রুপোলি দনিয়াতেই পা বাড়াতে হয় তাঁকে৷
advertisement
advertisement
advertisement