Success Story: শারীরিক বাধাকে তুড়িতে উড়িয়েছেন! ১৫০ টাকায় শুরু ব্যবসাই বদলে দিয়েছে জীবন! অনুপ্রেরণার অপর নাম বেলদার বাসুদেব

Last Updated:
Success Story: ছোট থেকে পায়ের সমস্যা। চলাফেরা করতে বেশ অসুবিধা হত। স্কুল জীবনে পড়াশোনাও বেশি দূর করতে পারেননি নানা কারণে, রোজগারের জন্য বেরতে হয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে ধরতে হয়েছিল সংসারের হাল। আজ সেই ছেলেই অনুপ্রেরণার অপর নাম...
1/6
*ছোট থেকে পায়ের সমস্যা। চলাফেরা করতে বেশ অসুবিধা হত। স্কুল জীবনে পড়াশোনাও বেশি দূর করতে পারেননি নানা কারণে, রোজগারের জন্য বেরতে হয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে ধরতে হয়েছিল সংসারের হাল। পায়ের সমস্যা থাকলেও প্রথম জীবনে গাড়ি চালাতেন। ছোট-বড় বিভিন্ন গাড়ি চালালেও মেলেনি গাড়ি চালানোর সরকারি অনুমতি। এরপরে তিনি ছোট্ট চা-পানের দোকান শুরু করেন। সংসারে আর্থিক সহযোগিতা করতে বেশ কিছুদিন চালিয়েছেন টোটো। প্রতীকী ছবি। 
*ছোট থেকে পায়ের সমস্যা। চলাফেরা করতে বেশ অসুবিধা হত। স্কুল জীবনে পড়াশোনাও বেশি দূর করতে পারেননি নানা কারণে, রোজগারের জন্য বেরতে হয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে ধরতে হয়েছিল সংসারের হাল। পায়ের সমস্যা থাকলেও প্রথম জীবনে গাড়ি চালাতেন। ছোট-বড় বিভিন্ন গাড়ি চালালেও মেলেনি গাড়ি চালানোর সরকারি অনুমতি। এরপরে তিনি ছোট্ট চা-পানের দোকান শুরু করেন। সংসারে আর্থিক সহযোগিতা করতে বেশ কিছুদিন চালিয়েছেন টোটো। প্রতীকী ছবি।
advertisement
2/6
*তবে বাজারে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাও বেশিদিন চলেনি। এরপর তিনি রাস্তার ধারে শুরু করেন এই ব্যবসা। প্রথমে মাত্র দেড়শ টাকা দিয়ে শুরু। এখন প্রতিমাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছেন শারীরিকভাবে বিশেষ সক্ষম এক ব্যক্তি। পায়ের সমস্যা থাকলেও তার প্রতিদিনের রুটি-রুজির কাহিনী অবাক করবে আপনাকে। প্রতীকী ছবি। 
*তবে বাজারে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাও বেশিদিন চলেনি। এরপর তিনি রাস্তার ধারে শুরু করেন এই ব্যবসা। প্রথমে মাত্র দেড়শ টাকা দিয়ে শুরু। এখন প্রতিমাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছেন শারীরিকভাবে বিশেষ সক্ষম এক ব্যক্তি। পায়ের সমস্যা থাকলেও তার প্রতিদিনের রুটি-রুজির কাহিনী অবাক করবে আপনাকে। প্রতীকী ছবি।
advertisement
3/6
*বাড়িতে রয়েছে মা-বাবা দুই সন্তান এবং স্ত্রী। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় বাড়ি শারীরিকভাবে বিশেষ সক্ষম বাসুদেব মিশ্রের। ছোটবেলা থেকেই বাম পায়ের সমস্যা। চলাফেরা করতে বেশ অসুবিধা হয় তার। তবুও তিনি হার মানেননি। লড়ে চলেছেন জীবন যুদ্ধে। ড্রাইভারি, টোটো চালানোর পর এখন তিনি শুরু করেছেন বিভিন্ন ফল মাখার দোকান। প্রতীকী ছবি। 
*বাড়িতে রয়েছে মা-বাবা দুই সন্তান এবং স্ত্রী। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় বাড়ি শারীরিকভাবে বিশেষ সক্ষম বাসুদেব মিশ্রের। ছোটবেলা থেকেই বাম পায়ের সমস্যা। চলাফেরা করতে বেশ অসুবিধা হয় তার। তবুও তিনি হার মানেননি। লড়ে চলেছেন জীবন যুদ্ধে। ড্রাইভারি, টোটো চালানোর পর এখন তিনি শুরু করেছেন বিভিন্ন ফল মাখার দোকান। প্রতীকী ছবি।
advertisement
4/6
*আপেল থেকে পেয়ারা, কয়েত বেল থেকে আমলকি গ্রাহকদের পছন্দ মত বানিয়ে দেন তিনি। দাম কুড়ি টাকা থেকে শুরু। প্রতিদিন বিক্রি হয় বেশ। ধীরে ধীরে টোটো থেকে রোজগার কম হওয়ার কারণে শুধুমাত্র দেড়শ টাকা দিয়ে কিনে আনেন পাঁচ কেজি শসা। নুন, লঙ্কা মাখিয়ে প্রথম দিন বিক্রি করেন। এরপর তিনি শুরু করেন পেয়ারা মাখা থেকে আপেল, কমলালেবু, আমলকী মাখা। প্রতীকী ছবি। 
*আপেল থেকে পেয়ারা, কয়েত বেল থেকে আমলকি গ্রাহকদের পছন্দ মত বানিয়ে দেন তিনি। দাম কুড়ি টাকা থেকে শুরু। প্রতিদিন বিক্রি হয় বেশ। ধীরে ধীরে টোটো থেকে রোজগার কম হওয়ার কারণে শুধুমাত্র দেড়শ টাকা দিয়ে কিনে আনেন পাঁচ কেজি শসা। নুন, লঙ্কা মাখিয়ে প্রথম দিন বিক্রি করেন। এরপর তিনি শুরু করেন পেয়ারা মাখা থেকে আপেল, কমলালেবু, আমলকী মাখা। প্রতীকী ছবি।
advertisement
5/6
*প্রতিদিন ফল চাট বিক্রি প্রায় ২০-২৫ কেজি মত। মাত্র দেড়শ টাকায় শুরু করা এই ব্যবসা থেকে প্রতিমাসে রোজগার হচ্ছে বেশ কয়েক হাজার টাকা। আর এতেই চলছে সংসারের খরচ। শুধু তাই নয়, পাশাপাশি বিক্রি করেন ফলও। প্রতীকী ছবি। 
*প্রতিদিন ফল চাট বিক্রি প্রায় ২০-২৫ কেজি মত। মাত্র দেড়শ টাকায় শুরু করা এই ব্যবসা থেকে প্রতিমাসে রোজগার হচ্ছে বেশ কয়েক হাজার টাকা। আর এতেই চলছে সংসারের খরচ। শুধু তাই নয়, পাশাপাশি বিক্রি করেন ফলও। প্রতীকী ছবি।
advertisement
6/6
*সকাল থেকে দোকান নিয়ে বসেন রাস্তার ধারে। প্রয়োজন মতো নুন, ঝাল, স্পেশ্যাল মসলা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেন বিভিন্ন ফল মাখা। প্রতিদিন বিক্রি ভালই। রাস্তা দিয়ে যাতায়াত করা বহু মানুষ খান নিত্যদিন। ফ্রেশ ফল তাও টক-ঝাল-মিষ্টি স্বাদের। লুফে নেন গ্রাহকেরা, এতেই লক্ষ্মীলাভ তার। প্রতীকী ছবি।
*সকাল থেকে দোকান নিয়ে বসেন রাস্তার ধারে। প্রয়োজন মতো নুন, ঝাল, স্পেশ্যাল মসলা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেন বিভিন্ন ফল মাখা। প্রতিদিন বিক্রি ভালই। রাস্তা দিয়ে যাতায়াত করা বহু মানুষ খান নিত্যদিন। ফ্রেশ ফল তাও টক-ঝাল-মিষ্টি স্বাদের। লুফে নেন গ্রাহকেরা, এতেই লক্ষ্মীলাভ তার। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement