Lauren Bell : পরম সুন্দরী...! মেয়েদের আইপিএলের 'আকর্ষণ' তিনি, এই ক্রিকেটারের সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা, এবার খেলবেন আরসিবিতে
- Published by:Suman Majumder
Last Updated:
Lauren Bell RCB WPL Auction 2026: লরেন বেলকে দলে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা হয়েছিল মুম্বই ইন্ডিয়ন্সের সঙ্গে। ৩০ লাখ টাকার বেস প্রাইসে লরেন বেলের জন্য বিডিং শুরু করেছিল আরসিবি।
স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৪ জন খেলোয়াড়কে রিটেন করেছিল। নিলামে আরসিবি মোট ১২ জন খেলোয়াড়কে দলে নিয়েছে, যার ফলে ১৬ জনের একটি শক্তিশালী দল গড়ে উঠেছে। এই দল নিয়ে তারা আগামী মরসুমে ট্রফি ডিফেন্ড করতে নামবে। নিলামে তারা সবচেয়ে বেশি অর্থ লরেন বেলকে দিয়েছে, এবং এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন।
advertisement
লরেন বেলকে দলে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা হয়েছিল মুম্বই ইন্ডিয়ন্সের সঙ্গে। ৩০ লাখ টাকার বেস প্রাইসে লরেন বেলের জন্য বিডিং শুরু করেছিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ন্সও তাঁর প্রতি প্রবল আগ্রহ দেখিয়ে ক্রমাগত বিড বাড়াতে থাকে। দীর্ঘ নিলাম-লড়াইয়ের পর আরসিবি ৯০ লাখ টাকায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করে। এই নিলামে তিনি আরসিবির সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন। আরসিবিতে যোগ দেওয়ার পর তিনি এক পোস্টে লিখেছেন, ‘আমি খুবই খুশি। আরসিবির জার্সিতে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
advertisement
advertisement
আরসিবিতে যোগ দেওয়ার পর থেকেই লরেন বেলের সৌন্দর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তাঁর স্টাইল ও গ্ল্যামারাস লুক দেখে ভক্তরা মুগ্ধ। নিলামে আরসিবি তাঁকে কিনতেই তিনি মুহূর্তে ইন্টারনেট ক্রাশে পরিণত হন। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তো তাঁকে ‘ডব্লিউপিএল ২০২৬ দেখার কারণ’ বলেও উল্লেখ করেছেন।
advertisement
সুইন্ডনে জন্ম নেওয়া লরেন ১৬ বছর বয়সে ক্রিকেটের জগতে প্রবেশ করার আগে রিডিং এফসি অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। তাঁর বাবা তাঁকে ক্রিকেটের জন্য উৎসাহিত করেন। লরেন ২০২২ সালে টেস্ট, ওয়ানডে এবং টি–২০ আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন। তাঁর ন্যাচারাল সুইং, বাউন্স এবং গতি তাঁকে মহিলা ক্রিকেটের সবচেয়ে কার্যকরী পেসারদের মধ্যে একজন করে তুলেছে।
advertisement
