Toilet Problem In Rampurhat: তারাপীঠে মায়ের দর্শনে আসেন লাখো ভক্ত, এদিকে রামপুরহাট রেল স্টেশনে চত্বরে নেই কোনও টয়লেট, চরম অসুবিধা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Indian Railways: Toilet Problem In Rampurhat: রামপুরহাট স্টেশনের বাইরে নেই শৌচাগার,বিপাকে রেল যাত্রীরা
বীরভূম: বীরভূম জেলার মধ্যে অন্যতম জনপ্রিয় স্টেশন রামপুরহাট জংশন। মূলত এই রামপুরহাট স্টেশন থেকে কিছু দূরেই তারাপীঠ মন্দির হওয়ার কারণে প্রতিদিন কয়েক হাজার যাত্রীর যাতায়াত লেগেই থাকে। এর পাশাপাশি বেশিরভাগ এক্সপ্রেস ও লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে। সেই সঙ্গে রামপুরহাট স্টেশন এ যাত্রী পরিষেবাও বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ নামেই স্বচ্ছ রেল। স্টেশন এর বাইরে নেই কোনও শৌচালয়। ফলে স্টেশন লাগোয়া চত্বরে শৌচকর্ম সারতে হচ্ছে। সব থেকে সমস্যায় পড়ছেন মহিলারা।
এই রামপুরহাট জংশনে নেমে তারাপীঠ মন্দিরে যাওয়া আসা করেন দেশের নানা প্রান্তের পর্যটকেরা। এর পাশাপাশি মহকুমা শহর হওয়ায় আশাপাশের বহু গ্রামের মানুষ এই স্টেশনের ওপর ভরসা করে যাতায়াত করেন। এই স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড, দেওঘর, দুমকা, বিহারের নানা প্রান্তে যাতায়াত করেন বহু যাত্রী। শুধুই কী সেটা! বন্দেভারত সহ একাধিক দূরপাল্লার প্রথম সারির ট্রেনের স্টপেজ রয়েছে এই জংশনে।
advertisement
আরও পড়ুন – Crime Against Minor Girl: নাবালিকাকে ধ*র্ষ*ণ, ২৯বছর পর সাজা পেল ধ*র্ষ*ক, যাবজ্জীবনের সাজা কোর্টের
advertisement
আগের থেকে স্টেশনের ভিতরে ‘স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত’ অভিযানের অধীনে স্টেশনের ভিতরের পরিচ্ছন্নতার মান উন্নয়ন হয়েছে। যাত্রী সচেনতা বাড়িয়ে রেল স্টেশন চত্বরকে পরিষ্কার রাখতে উদ্যোগ নিয়েছে। গোটা স্টেশন চত্বর জুড়ে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু প্ল্যাটফর্মের বাইরে যাত্রীদের জন্য নেই কোনও শৌচাগার। বহুবার বিভিন্ন সংস্থার তরফে ডেপুটেশনের দেওয়া হয়েছিল শৌচাগার তৈরির জন্য। কিন্তু রেল কোনও কর্ণপাত করেনি। ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা। বাধ্য হয়ে প্ল্যাটফর্মের বাইরে যাত্রীদের যত্রতত্র টয়লেট করতে হয়। অনেক সময় এলাকার স্থানীয় বাসিন্দারা যত্রতত্র শৌচাগার করতে বাধা দিলে রেল যাত্রীদের সঙ্গে বচসার সৃষ্টি হচ্ছে।
advertisement
এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানান, স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারতের মূল কার্যক্রম হল, স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, এবং ট্রেনের ভেতরের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা। কিন্তু যেখানে স্টেশন চত্বরে কোনও টয়লেট বা শৌচাগার নেই, সেখানে কী করে স্বচ্ছ রেল হতে পারে। পাশাপাশি অন্য এক স্থানীয় বাসিন্দা মহম্মদ রবিউল ইসলাম বলেন, অনেকে তাঁদের প্রিয়জনকে স্টেশনের বাইরে ছাড়তে আসেন। অনেকে আবার বহু দূর থেকে ট্রেন ধরার জন্য এই স্টেশন এ আসেন। তাঁদের অনেকেই টয়লেট খুঁজে বেড়ান। আবার যাত্রীদের অনেকের শৌচাগার খুঁজতে গিয়ে ট্রেনও মিস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
advertisement
যদিও স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে পাঁচমাথা মোড়ের কাছে রামপুরহাট পৌরসভার তরফ সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। সেটা স্টেশন থেকে অনেকটাই দূরে। তাই সকলেই চাইছেন স্টেশনের বাইরে নির্দিষ্ট জায়গায় একটি শৌচালয় এর ব্যবস্থা করা হোক।
Souvik Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 11:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toilet Problem In Rampurhat: তারাপীঠে মায়ের দর্শনে আসেন লাখো ভক্ত, এদিকে রামপুরহাট রেল স্টেশনে চত্বরে নেই কোনও টয়লেট, চরম অসুবিধা

