অনুরাগ-কল্কির দাম্পত্য ভেঙে যাওয়ায় আঙুল উঠেছিল তাঁর দিকেই, সেই হুমাই মাতালেন লাল-এ

Last Updated:
অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের পাশাপাশি শোনা যেতে থাকে তাঁদের সম্পর্কের গুঞ্জনও
1/8
লাল কাট-আউট ড্রেসে আগুন জ্বালালেন হুমা কুরেশি
লাল কাট-আউট ড্রেসে আগুন জ্বালালেন হুমা কুরেশি
advertisement
2/8
হুমার পরিবারে অভিনয়ের ধারা ছিল না। তাঁর বাবা দিল্লিতে গত ৩০ বছর ধরে নামী কাবাবের দোকান চালান। দিল্লি শহরে ৮৮ টিরও বেশি আউটলেট আছে তাঁদের।
হুমার পরিবারে অভিনয়ের ধারা ছিল না। তাঁর বাবা দিল্লিতে গত ৩০ বছর ধরে নামী কাবাবের দোকান চালান। দিল্লি শহরে ৮৮ টিরও বেশি আউটলেট আছে তাঁদের।
advertisement
3/8
১৯৮৬ সালের ২৮ জুলাই দিল্লিতে জন্ম হুমার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তিনি। এই সময়েই তিনি থিয়েটারের সংস্পর্শে আসেন।
১৯৮৬ সালের ২৮ জুলাই দিল্লিতে জন্ম হুমার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তিনি। এই সময়েই তিনি থিয়েটারের সংস্পর্শে আসেন।
advertisement
4/8
মুম্বইয়ে কিছু দিন থাকার পরে মডেলিংয়ের অফার পেতে শুরু করেন হুমা।
মুম্বইয়ে কিছু দিন থাকার পরে মডেলিংয়ের অফার পেতে শুরু করেন হুমা।
advertisement
5/8
পঞ্চগনিতে একটি বিজ্ঞাপনী ছবিতে তিনি অভিনয় করছিলেন আমির খানের সঙ্গে। ছবির পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। তিনি হুমার কাজে এতটাই মুগ্ধ হন, কথা দেন পরের ছবিতে তিনি হুমাকে কাস্ট করবেন।
পঞ্চগনিতে একটি বিজ্ঞাপনী ছবিতে তিনি অভিনয় করছিলেন আমির খানের সঙ্গে। ছবির পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। তিনি হুমার কাজে এতটাই মুগ্ধ হন, কথা দেন পরের ছবিতে তিনি হুমাকে কাস্ট করবেন।
advertisement
6/8
কথা রেখেছিলেন অনুরাগ। তাঁর পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন হুমা। ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর দু’টি অংশ এবং ‘লভ শব তে চিকেন খুরানা’
কথা রেখেছিলেন অনুরাগ। তাঁর পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন হুমা। ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর দু’টি অংশ এবং ‘লভ শব তে চিকেন খুরানা’
advertisement
7/8
অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের পাশাপাশি শোনা যেতে থাকে তাঁদের সম্পর্কের গুঞ্জনও
অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের পাশাপাশি শোনা যেতে থাকে তাঁদের সম্পর্কের গুঞ্জনও
advertisement
8/8
২০১৩ সালে যখন অনুরাগ-কল্কির দাম্পত্য ভেঙে যায়, আঙুল উঠেছিল হুমার দিকেই।
২০১৩ সালে যখন অনুরাগ-কল্কির দাম্পত্য ভেঙে যায়, আঙুল উঠেছিল হুমার দিকেই।
advertisement
advertisement
advertisement