শ্যুটিং চলাকালীন অভিনেত্রীর নিরাপত্তায় সেটে মোতায়েন ৫০ দেহরক্ষী ! রুপোলি দুনিয়ার এই নীল-নয়না সুন্দরীর রূপে আজও ডুবে রয়েছেন ভক্তরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বলিউডের চোখধাঁধানো সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বর্য অভিনীত ‘জোধা আকবর’। আর এই ছবি তাঁর কেরিয়ারের জন্য সৌভাগ্য বয়ে এনেছিল।
বলিউডের চোখধাঁধানো সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বর্য অভিনীত ‘জোধা আকবর’। আর এই ছবি তাঁর কেরিয়ারের জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। ঐশ্বর্যর পাশাপাশি ‘জোধা আকবর’ ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, সোনু সুদ এবং নিকিতিন ধীরের মতো তারকারা। তবে এই ব্লকবাস্টার ছবিতে ঐশ্বর্য এবং হৃতিকের রসায়ন সকলের মন জয় করে নিয়েছিল।
advertisement
ঐতিহাসিক ধারার এই ছবিতে ঐশ্বর্যকে জমকালো রাজকীয় পোশাকে দেখা গিয়েছিল। সেই সমস্ত পোশাকের ডিজাইন দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সিল্কের শাড়ি থেকে শুরু করে শিয়ার এম্বেলিশড লেহেঙ্গা এবং জমকালো ভারি গহনা যেন জোধা-রূপী ঐশ্বর্যর সৌন্দর্যে একটা আলাদাই মাত্রা যোগ করেছিল। বলাই বাহুল্য যে, এই ছবিতে অভিনেত্রীই হয়ে উঠেছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
অনেকেই হয়তো জানেন না যে, এই ছবির জন্য বচ্চন-বধূকে পরানো হয়েছিল ২০ কেজি খাঁটি সোনার গহনা। আর তাঁর নিরাপত্তার জন্য ফিল্ম সেটে মোতায়েন করা হয়েছিল ৫০ জন দেহরক্ষীকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়াড়িকর। বক্স অফিসে ব্যাপক সাফল্য কুড়িয়ে নিয়েছিল ছবিটি। বলা ভাল, সেই দশকের সবথেকে বড় ব্লকবাস্টার ছিল ‘জোধা আকবর’।
advertisement
ছবিতে অভিনয় এবং সাজসজ্জার-স্টাইলিংয়ের জোরে ভক্তদের মুগ্ধ করেছিলেন ঐশ্বর্য রাই। পুরো ছবিতে ২০০ কেজি ওজনের অলঙ্কার পরেছিলেন অভিনেত্রী। এর মধ্যে ২০ কেজি ছিল খাঁটি সোনার গয়না। আর রাইসুন্দরীর এই অলঙ্কারের পিছনে ছিল ৭০ জন শিল্পীর কঠোর পরিশ্রম। প্রায় প্রতিটি গয়নাই মুক্তো আর চুনী খচিত ছিল। অভিনেত্রীর এই এত পরিমাণ গয়নার জন্য শ্যুটিংয়ের সময় ৫০ জন নিরাপত্তা রক্ষীকে ভাড়া করতে হয়েছিল ছবির নির্মাতাদের। আর ঐশ্বর্যর সমস্ত গয়নাই ডিজাইন করেছিলেন তারকা ডিজাইনার নীতা লুল্লা।
advertisement
ব্লকবাস্টার ‘জোধা আকবর’ ২০০৮ সালের তৃতীয় সর্বোচ্চ আয় প্রদানকারী ছবি হয়ে উঠেছিল। এই ছবি নির্মাণের বাজেট ছিল ৪৫ কোটি টাকা। তবে বিশ্বব্যাপী বক্স অফিসে তা আয় করেছিল ১০৭ কোটি টাকা। বলে রাখা ভাল যে, এমনিতে নিজের কেরিয়ারে প্রচুর ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। এর মধ্যে বহু ছবিই হিট কিংবা সুপারহিট বলে প্রমাণিত হয়েছিল। ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে সুপারস্টার অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। তাঁদের পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বি-টাউনের আর এক সুপারস্টার সলমন খানকে। এই ছবিটিও বক্স অফিসে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল।