৬০-এ পা দিতে চলেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, জানুন তাঁর বিতর্কিত প্রেম জীবন
Last Updated:
আগামী ১৬ অগাস্ট ৬০ বছরে পা দিতে চলেছেন ম্যাডোনা ৷ বয়সটা যেন তাঁর কাছে সংখ্যা মাত্র ৷ ৬০ টি বসন্ত পেরিয়েও এখনও ম্যাডোনা যেন সদ্য যৌবনা ৷ তাঁর রূপের জৌলুসে ঘায়েল গোটা বিশ্ব ৷ রূপের চমকের পাশাপাশি তাঁর জীবনটা বেশ রঙিন ৷ বিতর্ক-প্রেম, সব নিয়ে বেশ বর্ণময় এক চরিত্র হলেন ম্যাডোনা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
মার্কিন গ্রাফিতি শিল্পী জিন-মিশেল বাসকুয়েটের প্রেমে পড়েছিলেন ম্যাডোনা। সময়টা ১৯৮২ সাল। খুব বেশি দিন টেকেনি তাঁদের প্রেম। সে বছর ম্যাডোনা তাঁর প্রথম একক গান প্রকাশ করে প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রেমকে সময় দেওয়ার সময় কোথায়! জিন অতিরিক্ত মাদকাসক্তির কারণে ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
একজন পপ সাম্রাজ্যের সম্রাট। আরেকজন সম্রাজ্ঞী। দুজনের এক হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। নব্বইয়ের দশকের শুরুর দিকে একসঙ্গে কাজ করেছেন দুজনে। ‘আমি তাঁকে পাগলের মতো ভালবাসতাম’, নিজেই স্বীকার করেছিলেন ম্যাডোনা। কিন্তু প্রয়াত মাইকেল জ্যাকসন হয়তো শুধু বন্ধু হিসেবেই ভালোবেসেছিলেন তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
ম্যাডোনার জীবনে এল এক প্রেমের তারকা, শন পেন। ১৯৮৫ সাল। তখন সবচেয়ে আলোচিত ছিলেন পপসম্রাজ্ঞী আর এই হলিউড তারকার প্রেম। বিয়েও করে ফেললেন হুট করে। কিন্তু বাঁধনটা ছিঁড়েই গেল। ১৯৮৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। শন পেনের অভিযোগ ছিল, তাঁদের মধ্যে চার বছরের দাম্পত্য জীবনে কোনো কথা হয়নি, হয়েছে কেবল ঝগড়া। অপরদিকে ম্যাডোনার অভিযোগ ছিল, শন পেন তাঁকে মারধর করতেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement