Heroine Gossip: ৪ সুপারস্টারের সঙ্গে চুটিয়ে প্রেম, কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বাগদানের পরেও বিয়ে ভেস্তে গেল, সুন্দরীর কি বর জুটল না

Last Updated:
Heroine Gossip: তাঁর রূপের আগুনে পুড়েছেন বহু সুপারস্টার, কিন্তু ঘর বসানোর স্বপ্ন আজও অধুরা সুন্দরী হিরোইনের
1/8
 বিয়ের গুজব এবং সম্পর্কের গুজব এই সব নিয়ে সেলিব্রিটিদের জীবন৷ গসিপ তাঁদের জীবনে খুবই সাধারণ একটা বিষয়। একটা সময় ছিল যখন বলিউড সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের গসিপ জানার জন্য আগ্রহ নিয়ে মানুষ বসে থাকত৷ কিন্তু এখন দক্ষিণী বিনোদন দুনিয়ার গসিপও মানুষ চেটেপুটে উপভোগ করে৷ তাই টলিউডের গসিপ নিয়ে গরমাগরম খবর জেনে নিন৷
বিয়ের গুজব এবং সম্পর্কের গুজব এই সব নিয়ে সেলিব্রিটিদের জীবন৷ গসিপ তাঁদের জীবনে খুবই সাধারণ একটা বিষয়। একটা সময় ছিল যখন বলিউড সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের গসিপ জানার জন্য আগ্রহ নিয়ে মানুষ বসে থাকত৷ কিন্তু এখন দক্ষিণী বিনোদন দুনিয়ার গসিপও মানুষ চেটেপুটে উপভোগ করে৷ তাই টলিউডের গসিপ নিয়ে গরমাগরম খবর জেনে নিন৷
advertisement
2/8
যে হিরোইনের গসিপ নিয়ে তোলপাড় হচ্ছে তাঁর সৌন্দর্য্যে তিনি প্যান ইন্ডিয়া ফ্যানদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন৷ তিনি টলিউডের প্রায় সকল তারকা নায়কের সঙ্গেই ছবি করেছেন। তিনি একজন শীর্ষ নায়িকা হিসেবে ঘরে ঘরে পরিচিত নাম৷  রূপের আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি যেমন ফেমাস তেমনিই ‘ফুলে ফুলে মধু খেয়ে’ বেরানোতেও তাঁর নাম রয়েছে!  এই সুন্দরী একসঙ্গে ৪ জন সুপারস্টারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। ৪২ বছর বয়সেও তিনি এখনও অবিবাহিত।
যে হিরোইনের গসিপ নিয়ে তোলপাড় হচ্ছে তাঁর সৌন্দর্য্যে তিনি প্যান ইন্ডিয়া ফ্যানদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন৷ তিনি টলিউডের প্রায় সকল তারকা নায়কের সঙ্গেই ছবি করেছেন। তিনি একজন শীর্ষ নায়িকা হিসেবে ঘরে ঘরে পরিচিত নাম৷  রূপের আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি যেমন ফেমাস তেমনিই ‘ফুলে ফুলে মধু খেয়ে’ বেরানোতেও তাঁর নাম রয়েছে!  এই সুন্দরী একসঙ্গে ৪ জন সুপারস্টারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। ৪২ বছর বয়সেও তিনি এখনও অবিবাহিত।
advertisement
3/8
সেই সুন্দরী কে? সে আর কেউ নয়... ত্রিশা। এমন কোন মেয়ে নেই যে ত্রিশার প্রতি ঈর্ষান্বিত হয় না কারণ... তার গ্ল্যামারের তাঁর বয়স বুঝতে দেয় না কোনওভাবেই৷  ৪২ বছর বয়সেও, তাঁর যৌবন ২২ বছর বয়সী মেয়েদেরকেও হার মানায়৷
সেই সুন্দরী কে? সে আর কেউ নয়... ত্রিশা। এমন কোন মেয়ে নেই যে ত্রিশার প্রতি ঈর্ষান্বিত হয় না কারণ... তার গ্ল্যামারের তাঁর বয়স বুঝতে দেয় না কোনওভাবেই৷  ৪২ বছর বয়সেও, তাঁর যৌবন ২২ বছর বয়সী মেয়েদেরকেও হার মানায়৷
advertisement
4/8
এই সুন্দরী তরুণের নায়ক চরিত্রে অভিনীত ‘নী মনসু নাকু কুলা’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। এরপর, তিনি প্রভাসের সঙ্গে ‘বর্ষম’ সিনেমায় অভিনয় করেন।
এই সুন্দরী তরুণের নায়ক চরিত্রে অভিনীত ‘নী মনসু নাকু কুলা’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। এরপর, তিনি প্রভাসের সঙ্গে ‘বর্ষম’ সিনেমায় অভিনয় করেন।
advertisement
5/8
"যদি তুমি আমাকে চাও, আমি তোমার সঙ্গে আসব," এই ডায়লগের পর  পরপর হিট তাঁর সিনেমা। ত্রিশা দাপটের সঙ্গে দশক ধরে তেলেগু ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউডে অভিনয় করেছেন। এর পাশাপাশি ত্রিশার একাধিক সম্পর্ক ফাঁস হয়েছে। সিম্বুর সঙ্গে ত্রিশার আগের প্রেমের গল্পটি টলিউডে  আলোচনায় ছিল।
"যদি তুমি আমাকে চাও, আমি তোমার সঙ্গে আসব," এই ডায়লগের পর  পরপর হিট তাঁর সিনেমা। ত্রিশা দাপটের সঙ্গে দশক ধরে তেলেগু ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউডে অভিনয় করেছেন। এর পাশাপাশি ত্রিশার একাধিক সম্পর্ক ফাঁস হয়েছে। সিম্বুর সঙ্গে ত্রিশার আগের প্রেমের গল্পটি টলিউডে  আলোচনায় ছিল।
advertisement
6/8
এরপর, সে সিদ্ধার্থের প্রেমে পড়ে, তেলেগু নায়ক রানার সঙ্গে কিছু সময়ের জন্য ডেট করেন, এছাড়াও তৃষা, থালাপতি বিজয়ের সঙ্গেও চুটিয়ে প্রেম করছে। ত্রিশাকে নিয়ে অনেক গুজব রটেছে। তবে তৃষার একাধিক সম্পর্কের কোনটিই সত্য কিনা কোনও প্রমাণ নেই৷ কারণ কোনও পক্ষই কখনও এই সম্পর্কগুলি নিয়ে মুখ খোলেনি৷ কিন্তু ত্রিশার চারজন সুপারস্টারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জোর গুজব রয়েছে।
এরপর, সে সিদ্ধার্থের প্রেমে পড়ে, তেলেগু নায়ক রানার সঙ্গে কিছু সময়ের জন্য ডেট করেন, এছাড়াও তৃষা, থালাপতি বিজয়ের সঙ্গেও চুটিয়ে প্রেম করছে। ত্রিশাকে নিয়ে অনেক গুজব রটেছে। তবে তৃষার একাধিক সম্পর্কের কোনটিই সত্য কিনা কোনও প্রমাণ নেই৷ কারণ কোনও পক্ষই কখনও এই সম্পর্কগুলি নিয়ে মুখ খোলেনি৷ কিন্তু ত্রিশার চারজন সুপারস্টারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জোর গুজব রয়েছে।
advertisement
7/8
এদিকে, এই সুন্দরী বরুণ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করতেও প্রস্তুত। ত্রিশা তাঁর বাগদান জাঁকজমক করে করেন। বিয়ের কয়েকদিন আগেই তাঁদের বিচ্ছেদ ঘটে যায়। চলচ্চিত্রের ব্যস্ততার কারণে তৃষার বিয়ে বাতিল করা হয়েছে বলে খবর সামনে এসেছিল।
এদিকে, এই সুন্দরী বরুণ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করতেও প্রস্তুত। ত্রিশা তাঁর বাগদান জাঁকজমক করে করেন। বিয়ের কয়েকদিন আগেই তাঁদের বিচ্ছেদ ঘটে যায়। চলচ্চিত্রের ব্যস্ততার কারণে তৃষার বিয়ে বাতিল করা হয়েছে বলে খবর সামনে এসেছিল।
advertisement
8/8
এই সুন্দরী বর্তমানে চিরঞ্জীবীর সঙ্গে বিশ্বম্ভর ছবিতে অভিনয় করছেন। তৃষা তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্তমানের নায়ক-নায়িকাদের প্রায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন। ত্রিশার জন্মদিনে এই সুন্দরী সেলিব্রিটি এবং ফ্যান উভয়ের কাছ থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন৷
এই সুন্দরী বর্তমানে চিরঞ্জীবীর সঙ্গে বিশ্বম্ভর ছবিতে অভিনয় করছেন। তৃষা তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্তমানের নায়ক-নায়িকাদের প্রায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন। ত্রিশার জন্মদিনে এই সুন্দরী সেলিব্রিটি এবং ফ্যান উভয়ের কাছ থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন৷
advertisement
advertisement
advertisement