Heroine Gossip: ৪ সুপারস্টারের সঙ্গে চুটিয়ে প্রেম, কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বাগদানের পরেও বিয়ে ভেস্তে গেল, সুন্দরীর কি বর জুটল না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Heroine Gossip: তাঁর রূপের আগুনে পুড়েছেন বহু সুপারস্টার, কিন্তু ঘর বসানোর স্বপ্ন আজও অধুরা সুন্দরী হিরোইনের
বিয়ের গুজব এবং সম্পর্কের গুজব এই সব নিয়ে সেলিব্রিটিদের জীবন৷ গসিপ তাঁদের জীবনে খুবই সাধারণ একটা বিষয়। একটা সময় ছিল যখন বলিউড সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের গসিপ জানার জন্য আগ্রহ নিয়ে মানুষ বসে থাকত৷ কিন্তু এখন দক্ষিণী বিনোদন দুনিয়ার গসিপও মানুষ চেটেপুটে উপভোগ করে৷ তাই টলিউডের গসিপ নিয়ে গরমাগরম খবর জেনে নিন৷
advertisement
যে হিরোইনের গসিপ নিয়ে তোলপাড় হচ্ছে তাঁর সৌন্দর্য্যে তিনি প্যান ইন্ডিয়া ফ্যানদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন৷ তিনি টলিউডের প্রায় সকল তারকা নায়কের সঙ্গেই ছবি করেছেন। তিনি একজন শীর্ষ নায়িকা হিসেবে ঘরে ঘরে পরিচিত নাম৷ রূপের আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি যেমন ফেমাস তেমনিই ‘ফুলে ফুলে মধু খেয়ে’ বেরানোতেও তাঁর নাম রয়েছে! এই সুন্দরী একসঙ্গে ৪ জন সুপারস্টারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। ৪২ বছর বয়সেও তিনি এখনও অবিবাহিত।
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর, সে সিদ্ধার্থের প্রেমে পড়ে, তেলেগু নায়ক রানার সঙ্গে কিছু সময়ের জন্য ডেট করেন, এছাড়াও তৃষা, থালাপতি বিজয়ের সঙ্গেও চুটিয়ে প্রেম করছে। ত্রিশাকে নিয়ে অনেক গুজব রটেছে। তবে তৃষার একাধিক সম্পর্কের কোনটিই সত্য কিনা কোনও প্রমাণ নেই৷ কারণ কোনও পক্ষই কখনও এই সম্পর্কগুলি নিয়ে মুখ খোলেনি৷ কিন্তু ত্রিশার চারজন সুপারস্টারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জোর গুজব রয়েছে।
advertisement
advertisement