হেমা মালিনী এবার বাংলা ছবিতে! রয়েছেন ধর্মেন্দ্রও, জেনে নিন আসল চমক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ড: ধর্মেন্দ্রর ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চৈতী ঘোষাল।
advertisement
সিনেমার নাম হেমামালিনী। পারমিতা মুন্সী পরিচালিত এই সিনেমায় আসছে নতুন চমক। এই প্রথমবার সিনেমার পরিচালক "মানিকদা" ভূমিকায় অনস্ক্রিন অভিনয় করছেন বাংলা সিনেমার নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই গল্পে তার সহ অভিনেত্রী নিউ এজ এস্ট্রোলজার রোশনির ভূমিকায় অভিনয় করছেন প্রবাসী বাঙালি অভিনেত্রী রোশনি দত্ত।
advertisement
ধর্মেন্দ্র ডক্টর আর ভুয়ো হেমামালিনীর অন্যরকম ভালবাসার গল্পের পাশাপাশি, একটা প্যারালাল ট্র্যাকে মানিক মুখার্জি নামের এক ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার "হেমামালিনী " নামের এক ফিচার ফিল্ম করতে চাইছেন। একটু কনফিউজড এই পরিচালক সিনেমা তৈরির নানা অধ্যায়ে, নিউ এজ এস্ট্রোলজার রোশনির পরামর্শ নিতে যায়। এই এস্ট্রোলজার ও পরিচালকের গল্পের রসায়ন অম্লমধুর।
advertisement
advertisement
advertisement