Happy Birthday Shah Rukh Khan: শাহরুখ খানের জন্মদিনে জানুন এসআরকের এমন এক তথ্য, যা অনেকের কাছেই অজানা

Last Updated:
Happy Birthday Shah Rukh Khan: ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কিং খান। জন্মদিনে জেনে নিন শাহরুখ খানের এমন একটি তথ্য যা অনেকেই কাছেই অজানা।
1/6
২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কিং খান। ফ্যান থেকে বলিউডের সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছেন এসআরকে-কে। মান্নতের বাইরে রাত থেকেই প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ফ্যানেদের ভিড়।
২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কিং খান। ফ্যান থেকে বলিউডের সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছেন এসআরকে-কে। মান্নতের বাইরে রাত থেকেই প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ফ্যানেদের ভিড়।
advertisement
2/6
চলতি বছরে 'পাঠান' ও 'জওয়ান' দুটি সুপার-ডুপার ব্লকবাস্টারের মাধ্যমে বলিউডে ফের শাহরুখ ঝড় তুলেছেন খান সাহেব। আগামাী ডিসেম্বরে 'ডাঙ্কি'-র অপেক্ষায় ফ্যানেরা। আর হ্যাটট্রিকের অপেক্ষায় বছর ৫৮-র তরুণ শাহরুখ। তাই এবারের জন্মদিনটা একটু বাড়তিই স্পেশাব শাহরুখের কাছে।
চলতি বছরে 'পাঠান' ও 'জওয়ান' দুটি সুপার-ডুপার ব্লকবাস্টারের মাধ্যমে বলিউডে ফের শাহরুখ ঝড় তুলেছেন খান সাহেব। আগামাী ডিসেম্বরে 'ডাঙ্কি'-র অপেক্ষায় ফ্যানেরা। আর হ্যাটট্রিকের অপেক্ষায় বছর ৫৮-র তরুণ শাহরুখ। তাই এবারের জন্মদিনটা একটু বাড়তিই স্পেশাব শাহরুখের কাছে।
advertisement
3/6
বিশেষ দিনে প্রিয় তারকার একাধিক ব্যক্তিগত বিষয় নিয়েও এখনও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। ৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কিন্তু এখনও এতটকু কমেনি। উল্টে তা বেড়েছে চলেছে।
বিশেষ দিনে প্রিয় তারকার একাধিক ব্যক্তিগত বিষয় নিয়েও এখনও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। ৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কিন্তু এখনও এতটকু কমেনি। উল্টে তা বেড়েছে চলেছে।
advertisement
4/6
এখন যদি বলি শাহরুখ খানের আসল নাম আদৌ শাহরুখ খান একটা সময় পর্যন্ত ছিল না। ছোট বেলা থেকে তাঁর নাম অন্য ছিল। বলিউডে আসার আগেই নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ খান। এই তথ্য আপনাদের অবাক করলেও সত্য।
এখন যদি বলি শাহরুখ খানের আসল নাম আদৌ শাহরুখ খান একটা সময় পর্যন্ত ছিল না। ছোট বেলা থেকে তাঁর নাম অন্য ছিল। বলিউডে আসার আগেই নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ খান। এই তথ্য আপনাদের অবাক করলেও সত্য।
advertisement
5/6
বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যানেদের কাছে শাহরুখ খান হিসাবে জনপ্রিয় কিন্তু তার ভক্তরা কি জানেন যে অভিনেতার জন্মের সময় অন্য কিছু নামকরণ করা হয়েছিল। জেনে অবাক হবেন তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম আব্দুল রশিদ খান।
বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যানেদের কাছে শাহরুখ খান হিসাবে জনপ্রিয় কিন্তু তার ভক্তরা কি জানেন যে অভিনেতার জন্মের সময় অন্য কিছু নামকরণ করা হয়েছিল। জেনে অবাক হবেন তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম আব্দুল রশিদ খান।
advertisement
6/6
এই নামটা দিদিমার দেওয়া। জন্মের পর থেকে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ। ছোট বেলায় এই নামেই পরিবার-পরিজনরা চিনত বলে জানা যায়। পরে যখন নিজের বাবা-মায়ের কাছে ফেরত আসেন আব্দুল রশিদ খান। পরে বাবা-মা তার নাম বদল করে শাহরুখ খান রাখেন।
এই নামটা দিদিমার দেওয়া। জন্মের পর থেকে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ। ছোট বেলায় এই নামেই পরিবার-পরিজনরা চিনত বলে জানা যায়। পরে যখন নিজের বাবা-মায়ের কাছে ফেরত আসেন আব্দুল রশিদ খান। পরে বাবা-মা তার নাম বদল করে শাহরুখ খান রাখেন।
advertisement
advertisement
advertisement