Happy Birthday: ধর্ষণের সিনে অভিনয় দেখে মা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, আতঙ্কে থাকতেন মহিলারা

Last Updated:
Happy Birthday: রঞ্জিৎ নিজের ইন্টারভিউতে জানিয়েছেন তিনি কখনও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি৷ তিনি এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিলেন৷
1/9
৭০ ও ৮০-র দশকের ভিলেন রূপে তাঁর অভিনয়ে কেঁপে উঠেছিল স্ক্রিনের দর্শকরা৷ আর হবে নাই বা কেন যদি কেউ নিজের কেরিয়ারের মোট  ২০০ টি সিনেমার ১৫০ টি ছবিতে কোনও না কোনও সময়ে রেপ সিনে অভিনয় করেছিলেন৷ তিনি রঞ্জিৎ৷ Photo- Collected
৭০ ও ৮০-র দশকের ভিলেন রূপে তাঁর অভিনয়ে কেঁপে উঠেছিল স্ক্রিনের দর্শকরা৷ আর হবে নাই বা কেন যদি কেউ নিজের কেরিয়ারের মোট  ২০০ টি সিনেমার ১৫০ টি ছবিতে কোনও না কোনও সময়ে রেপ সিনে অভিনয় করেছিলেন৷ তিনি রঞ্জিৎ৷ Photo- Collected
advertisement
2/9
দুই দশকের সিলভার স্ক্রিন কাঁপানো রঞ্জিৎ একের পর এক হিট ছবিতে কাজ করেছেন৷  ২০০ টি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা  মাত্র ১০ টি সিনেমা দেখেছেন৷ এমনই মেগা ভিলেনের চরিত্রে তিনি অভিনয় করতেন যে একসময় মেয়েরা তাঁকে দেখলে ভয় পেয়ে যেত৷  তাঁর অভিনীত সিনেমার ডায়লগও ছিল দারুণ ফেমাস৷ তাঁর সংলাপও এক সময় লোকের ,মুখে মুখে ঘুরত৷ এদিকে এত বিখ্যাত থুড়ি কুখ্যাত ভিলেন রঞ্জিৎ নিজের ইন্টারভিউতে জানিয়েছেন তিনি কখনও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি৷ তিনি এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিলেন৷ Photo- Collected
দুই দশকের সিলভার স্ক্রিন কাঁপানো রঞ্জিৎ একের পর এক হিট ছবিতে কাজ করেছেন৷  ২০০ টি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা  মাত্র ১০ টি সিনেমা দেখেছেন৷ এমনই মেগা ভিলেনের চরিত্রে তিনি অভিনয় করতেন যে একসময় মেয়েরা তাঁকে দেখলে ভয় পেয়ে যেত৷  তাঁর অভিনীত সিনেমার ডায়লগও ছিল দারুণ ফেমাস৷ তাঁর সংলাপও এক সময় লোকের ,মুখে মুখে ঘুরত৷ এদিকে এত বিখ্যাত থুড়ি কুখ্যাত ভিলেন রঞ্জিৎ নিজের ইন্টারভিউতে জানিয়েছেন তিনি কখনও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি৷ তিনি এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিলেন৷ Photo- Collected
advertisement
3/9
১৯৪৬  সালে অমৃতসরের জান্দিয়ালা গুরু গ্রামে জন্মেছিলেন রঞ্জিৎ৷   ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ট্রেনিং নেওয়ার সময় তাঁর সঙ্গে এমন কিছু ঘটে যা তার জীবন বদলে দেয়। তিনি এয়ার ফোর্সে ট্রেনিংয়ের সময়  তাঁর প্রশিক্ষকের মেয়ের প্রেমে পড়েছিলেন। বিষয়টি এতটাই বাড়াবাড়ি হয়ে  যায় যে রঞ্জিতকে সেখান থেকে বের করে দেওয়া হয়। Photo- Collected
১৯৪৬  সালে অমৃতসরের জান্দিয়ালা গুরু গ্রামে জন্মেছিলেন রঞ্জিৎ৷   ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ট্রেনিং নেওয়ার সময় তাঁর সঙ্গে এমন কিছু ঘটে যা তার জীবন বদলে দেয়। তিনি এয়ার ফোর্সে ট্রেনিংয়ের সময়  তাঁর প্রশিক্ষকের মেয়ের প্রেমে পড়েছিলেন। বিষয়টি এতটাই বাড়াবাড়ি হয়ে  যায় যে রঞ্জিতকে সেখান থেকে বের করে দেওয়া হয়। Photo- Collected
advertisement
4/9
আপনার প্রথম চলচ্চিত্র কীভাবে পেলেন?রঞ্জিতের একসময় বেকার  ছিলেন৷ এমন পরিস্থিতিতে এক বন্ধু তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের পরামর্শ দেন। রঞ্জিৎ-ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার জন্য অনেক চেষ্টা শুরু করেন৷  অনেক চেষ্টার পর শর্মিলী ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। তারপর যখন এই ছবিটি মুক্তি পায় তখন এটি সুপারহিট সিনেমা হয়৷ সিনেমায় রঞ্জিৎ-র ভিলেনের ভূমিকায় অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করে৷ Photo- Collected
আপনার প্রথম চলচ্চিত্র কীভাবে পেলেন?রঞ্জিতের একসময় বেকার  ছিলেন৷ এমন পরিস্থিতিতে এক বন্ধু তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের পরামর্শ দেন। রঞ্জিৎ-ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার জন্য অনেক চেষ্টা শুরু করেন৷  অনেক চেষ্টার পর শর্মিলী ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। তারপর যখন এই ছবিটি মুক্তি পায় তখন এটি সুপারহিট সিনেমা হয়৷ সিনেমায় রঞ্জিৎ-র ভিলেনের ভূমিকায় অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করে৷ Photo- Collected
advertisement
5/9
তবে এটি রঞ্জিতের কেরিয়ারের প্রথম ছবি ছিল না। আসলে, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে আসা রঞ্জিতকে তার প্রথম ছবি 'জিন্দেগি কি রাহে’ -র প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই ছবিটি কখনও তৈরি হয়নি। এরপর 'সাওয়ান ভাদো' ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন৷ Photo- Collected
তবে এটি রঞ্জিতের কেরিয়ারের প্রথম ছবি ছিল না। আসলে, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে আসা রঞ্জিতকে তার প্রথম ছবি 'জিন্দেগি কি রাহে’ -র প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই ছবিটি কখনও তৈরি হয়নি। এরপর 'সাওয়ান ভাদো' ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন৷ Photo- Collected
advertisement
6/9
'শর্মিলি' ছবিটি তাঁর কেরিয়ারের মাইলফলক প্রমাণিত হয়। এরপর একের পর এক সিনেমায় তাঁকে ভিলেন হিসেবে ব্যবহার করার জন্য প্রোডিউসার-ডিরেক্টরদের মধ্যে বেশ দড়ি টানাটানি শুরু হয়ে যায়৷ Photo- Collected
'শর্মিলি' ছবিটি তাঁর কেরিয়ারের মাইলফলক প্রমাণিত হয়। এরপর একের পর এক সিনেমায় তাঁকে ভিলেন হিসেবে ব্যবহার করার জন্য প্রোডিউসার-ডিরেক্টরদের মধ্যে বেশ দড়ি টানাটানি শুরু হয়ে যায়৷ Photo- Collected
advertisement
7/9
এদিকে এই সিনেমায় তাঁর অভিন দেখে পরিবারে চরম বিরূপ প্রতিক্রিয়া পান রঞ্জিৎ৷  বাবা যখন আমাকে বাড়ি থেকে বের করে দেন এবং মা তাকে সমর্থন করেননি৷  রঞ্জিতের সিনেমা দেখে বাড়ি ফিরে যাওয়ার পর ঘরে কান্নার রোল পড়ে যায়৷ Photo- Collected
এদিকে এই সিনেমায় তাঁর অভিন দেখে পরিবারে চরম বিরূপ প্রতিক্রিয়া পান রঞ্জিৎ৷  বাবা যখন আমাকে বাড়ি থেকে বের করে দেন এবং মা তাকে সমর্থন করেননি৷  রঞ্জিতের সিনেমা দেখে বাড়ি ফিরে যাওয়ার পর ঘরে কান্নার রোল পড়ে যায়৷ Photo- Collected
advertisement
8/9
রঞ্জিৎ জানিয়েছিলেন,  তাঁর মা তাঁর ভূমিকায় খুব রেগে গিয়েছিলেন৷ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন এটা  তাঁর কাজ। আরও  অভিযোগ করেন যে তিনি  মেয়েদের সঙ্গে অন্যায় করেন। এরপর তাঁকে ঘর থেকে বের করে দেন?  রঞ্জিতের বাবা বলেছিলেন, তিনি যদি চলচ্চিত্রে অভিনয় করতে চান তাহলে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চরিত্র অভিনয় করুন৷ তিনি সরাসরি অভিযোগ করেছিলেন  যে রঞ্জিৎ তাঁর  নাম নষ্ট করছে৷ Photo- Collected
রঞ্জিৎ জানিয়েছিলেন,  তাঁর মা তাঁর ভূমিকায় খুব রেগে গিয়েছিলেন৷ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন এটা  তাঁর কাজ। আরও  অভিযোগ করেন যে তিনি  মেয়েদের সঙ্গে অন্যায় করেন। এরপর তাঁকে ঘর থেকে বের করে দেন?  রঞ্জিতের বাবা বলেছিলেন, তিনি যদি চলচ্চিত্রে অভিনয় করতে চান তাহলে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চরিত্র অভিনয় করুন৷ তিনি সরাসরি অভিযোগ করেছিলেন  যে রঞ্জিৎ তাঁর  নাম নষ্ট করছে৷ Photo- Collected
advertisement
9/9
আসলে রিল লাইফে ভিলেনের ভূমিকায় অভিনয় করে সবাইকে ভয় দেখিয়েছেন রঞ্জিৎ ,  বাস্তব জীবনে লোকে তাঁকে একই ইমেজের ভাবত কিন্তু  সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি আমিষ খান না, এবং মদও খান না। এ ছাড়া তার স্বভাবও খুব লাজুক। Photo- Collected
আসলে রিল লাইফে ভিলেনের ভূমিকায় অভিনয় করে সবাইকে ভয় দেখিয়েছেন রঞ্জিৎ ,  বাস্তব জীবনে লোকে তাঁকে একই ইমেজের ভাবত কিন্তু  সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি আমিষ খান না, এবং মদও খান না। এ ছাড়া তার স্বভাবও খুব লাজুক। Photo- Collected
advertisement
advertisement
advertisement