Happy Birhday Katrina Kaif: অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Happy Birthday Katrina Kaif: পায়ে পায়ে ৪০ সুন্দরী ক্যাটরিনা কাইফ, হ্যাপি বার্থডে
মুম্বই: ক্যাটরিনা কাইফ, লাস্য-সৌন্দর্য্যে যিনি আসমুদ্র হিমাচলকে মাতোয়ারা করেছেন তিনি এবার ৪০ হলেন৷ ২০০৩ সালে বুম দিয়ে তাঁর ফিল্ম কেরিয়ার শুরু, আর আজ তিনি বলিউডের এক সুপারস্টার৷ ক্যাটরিনা, ১৯৮৩ সালে ভিক্টোরিয়া হংকং-এ জন্মেছিলেন৷ কিন্তু বাবা পরিত্যক্ত পরিবারে ৬ ভাইবোনের সঙ্গে তাঁর দারুণ কষ্ট করে বড় হওয়া৷ তাঁর মা সুজান টারকোট কাজের জন্য নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। এই কারণেই ক্যাটরিনা কখনও স্কুলেও যেতে পারেননি।
advertisement
১৪ বছর বয়সে একটি সৌন্দর্য্য প্রতিযোগিতায় জেতার পর, তাঁর দিনগুলি ঘুরতে শুরু করে। তবে ভারতে আসার পরই তাঁর ভাগ্যে বড়সড় পরিবর্তন হয়৷ ক্যাটরিনার জন্ম হংকংয়ে এরপর তিনি চিন, জাপান, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম এবং ইংল্যান্ডেও কিছু কিছু সময় কাটিয়েছেন। নানারকম কাজ বদলে বদলে ক্যাটরিনা কাইফের মা সুজানকে ক্রমাগত শহর এবং দেশ ছাড়তে হত৷
advertisement
advertisement
ল্যাকমে ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার রোহিত বহেলের জন্য ওয়াক করে শিরোনাম ছিনিয়ে নেন৷ এরপরে, তিনি কিংফিশার ক্যালেন্ডার, কোকা-কোলা, এলজি, ফেভিকলের বিজ্ঞাপনেও চুটিয়ে কাজ করতে শুরু করেন। সেই সময়ে বলিউডে সিনেমা না পাওয়ায় ক্যাটরিনা তেলেগু সিনেমা মল্লিশ্বরী (২০০৪) অভিনয় করেন। এই ছবির জন্য মাত্র সাড়ে সাত লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন৷ যিনি পরে বলিউডের সর্বোচ্চ টাকা পাওয়া অভিনেত্রী হন৷
advertisement
advertisement
২৩০ কোটি টাকা সম্পত্তির মালিক ক্যাটরিনা কাইফ প্রতিটি ছবির জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনও করেন তিনি৷ একটি বিজ্ঞাপনের জন্য ৭ কোটি টাকা নেন তিনি। একসময়ে টাকার খোঁজে এদেশ ওদেশ ঘুরে বেড়ানো ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২৩০ কোটি টাকা ৷ এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷
advertisement
advertisement