Happy Birthday Gulzar: গাড়ির মেকানিক থেকে অস্কারজয়ী গীতিকার হয়ে ওঠার কাহিনি

Last Updated:
ছেলের লেখালেখির ঝোঁক দেখে মোটেই খুশি ছিলেন না তাঁর বাবা ।গুলজার দীনভি ছদ্মনামের আড়ালে লেখালেখি চালিয়ে যেতেন, যা পরে হয়ে ওঠে গুলজার
1/6
তাঁর শব্দের যাদুতে মুগ্ধ সারা দেশ । কাজ করেছেন ভারতের সকল প্রখ্যাত সুরকারদের সঙ্গে । ৭০-এর দশকে শুরু করে আজও চলছে তাঁর কলম । আজ গুলজার সাহেবের ৮৩ম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ । জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য ।
তাঁর শব্দের যাদুতে মুগ্ধ সারা দেশ । কাজ করেছেন ভারতের সকল প্রখ্যাত সুরকারদের সঙ্গে । ৭০-এর দশকে শুরু করে আজও চলছে তাঁর কলম । আজ গুলজার সাহেবের ৮৩ম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ । জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য ।
advertisement
2/6
আসল নাম সম্পুরণ সিং কালরা । বর্তমান  পাকিস্তানের ঝিলাম জেলায় জন্মগ্রহণ । দেশভাগের সময় তাঁর পরিবার চলে আসে ভারতে। জীবিকা নির্বাহের জন্য একসময় বম্বে শহরের বেলাসিস রোডে মোটর মেকানিকের কাজও করেছেন সকলের প্রিয় গুলজার সাহেব ।
আসল নাম সম্পুরণ সিং কালরা । বর্তমান পাকিস্তানের ঝিলাম জেলায় জন্মগ্রহণ । দেশভাগের সময় তাঁর পরিবার চলে আসে ভারতে। জীবিকা নির্বাহের জন্য একসময় বম্বে শহরের বেলাসিস রোডে মোটর মেকানিকের কাজও করেছেন সকলের প্রিয় গুলজার সাহেব ।
advertisement
3/6
ছেলের লেখালেখির ঝোঁক দেখে মোটেই খুশি ছিলেন না তাঁর বাবা ।  রবীন্দ্রনাথ ঠাকুরের বহু অনুদিত লেখা পড়তেন যা পরবর্তী কালে তাঁর সৃষ্টিশীল সত্ত্বাকে  সাহায্য করেছে নানাভাবে । গুলজার দীনভি ছদ্মনামের আড়ালে লেখালেখি চালিয়ে যেতেন, যা পরে হয়ে ওঠে গুলজার ।
ছেলের লেখালেখির ঝোঁক দেখে মোটেই খুশি ছিলেন না তাঁর বাবা । রবীন্দ্রনাথ ঠাকুরের বহু অনুদিত লেখা পড়তেন যা পরবর্তী কালে তাঁর সৃষ্টিশীল সত্ত্বাকে সাহায্য করেছে নানাভাবে । গুলজার দীনভি ছদ্মনামের আড়ালে লেখালেখি চালিয়ে যেতেন, যা পরে হয়ে ওঠে গুলজার ।
advertisement
4/6
গীতিকার হিসেবে প্রথমে কাজ করতে চান নি গুলজার । তাঁকে রাজি করিয়েছিলেন শচীনদেব বর্মণ । ১৯৬৩ সালে বিমল রায় পরিচালিত বন্দিনী ছবির জন্য 'মোরা গোরা অঙ্গ লাই লে' গানটিতে প্রথম গীতিকার হিসেবে কাজ করেছিলেন তিনি । এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । বন্দিনী ছবির সহকারী পরিচালকও ছিলেন গুলজার ।
গীতিকার হিসেবে প্রথমে কাজ করতে চান নি গুলজার । তাঁকে রাজি করিয়েছিলেন শচীনদেব বর্মণ । ১৯৬৩ সালে বিমল রায় পরিচালিত বন্দিনী ছবির জন্য 'মোরা গোরা অঙ্গ লাই লে' গানটিতে প্রথম গীতিকার হিসেবে কাজ করেছিলেন তিনি । এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । বন্দিনী ছবির সহকারী পরিচালকও ছিলেন গুলজার ।
advertisement
5/6
এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন । ১৯৬৮ সালে হৃষিকেশ মুখার্জী পরিচালিত আশীর্বাদ ছবির সংলাপ লেখেন তিনি । ১৯৬৯-এর খামোশি ছবির মাধ্যমে গীতিকার হিসেবে খ্যাতিলাভ করেন তিনি । কাজ করেছেন রাহুল দেব বর্মণ, শঙ্কর-জয়কীষণ, হেমন্ত মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল, মদন সহ ভারতের প্রখ্যাত সুরকারদের সঙ্গে । আনন্দ, মসম, মেরে অপনে, গুড্ডি, ঘর, গোলমাল, মাসুম, ইজাজত দিল সে-একের পর এক ব্লকবাস্টার ছবিতে তাঁর  কথার যাদু বারবার বিস্মিত করেছে ভারতীয় শ্রোতাকে । গীতিকার হওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নি তিনি । গীতিকার হওয়ার পাশাপাশি তিনি কবি ও পরিচালকও । অচানক, আঁধি, মসম ছবিগুলির পরিচালক ছিলেন গুলজার ।
এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন । ১৯৬৮ সালে হৃষিকেশ মুখার্জী পরিচালিত আশীর্বাদ ছবির সংলাপ লেখেন তিনি । ১৯৬৯-এর খামোশি ছবির মাধ্যমে গীতিকার হিসেবে খ্যাতিলাভ করেন তিনি । কাজ করেছেন রাহুল দেব বর্মণ, শঙ্কর-জয়কীষণ, হেমন্ত মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল, মদন সহ ভারতের প্রখ্যাত সুরকারদের সঙ্গে । আনন্দ, মসম, মেরে অপনে, গুড্ডি, ঘর, গোলমাল, মাসুম, ইজাজত দিল সে-একের পর এক ব্লকবাস্টার ছবিতে তাঁর কথার যাদু বারবার বিস্মিত করেছে ভারতীয় শ্রোতাকে । গীতিকার হওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নি তিনি । গীতিকার হওয়ার পাশাপাশি তিনি কবি ও পরিচালকও । অচানক, আঁধি, মসম ছবিগুলির পরিচালক ছিলেন গুলজার ।
advertisement
6/6
 প্রায় ২০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । স্লামডগ মিলিওনেয়ার ছবিতে 'জয় হো' ছবির গীতিকার হিসেবে পেয়েছেন অস্কারও । একজন অনন্য সাধারণ ও প্রতিভাবান শিল্পী গুলজার আজও একের পর এক গানে তাঁর শব্দের কারিগরিতে মাতিয়ে রেখেছেন ভারতীয় চলচ্চিত্রকে ।
প্রায় ২০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । স্লামডগ মিলিওনেয়ার ছবিতে 'জয় হো' ছবির গীতিকার হিসেবে পেয়েছেন অস্কারও । একজন অনন্য সাধারণ ও প্রতিভাবান শিল্পী গুলজার আজও একের পর এক গানে তাঁর শব্দের কারিগরিতে মাতিয়ে রেখেছেন ভারতীয় চলচ্চিত্রকে ।
advertisement
advertisement
advertisement