Happy Birthday Gulzar: গাড়ির মেকানিক থেকে অস্কারজয়ী গীতিকার হয়ে ওঠার কাহিনি
Last Updated:
ছেলের লেখালেখির ঝোঁক দেখে মোটেই খুশি ছিলেন না তাঁর বাবা ।গুলজার দীনভি ছদ্মনামের আড়ালে লেখালেখি চালিয়ে যেতেন, যা পরে হয়ে ওঠে গুলজার
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন । ১৯৬৮ সালে হৃষিকেশ মুখার্জী পরিচালিত আশীর্বাদ ছবির সংলাপ লেখেন তিনি । ১৯৬৯-এর খামোশি ছবির মাধ্যমে গীতিকার হিসেবে খ্যাতিলাভ করেন তিনি । কাজ করেছেন রাহুল দেব বর্মণ, শঙ্কর-জয়কীষণ, হেমন্ত মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল, মদন সহ ভারতের প্রখ্যাত সুরকারদের সঙ্গে । আনন্দ, মসম, মেরে অপনে, গুড্ডি, ঘর, গোলমাল, মাসুম, ইজাজত দিল সে-একের পর এক ব্লকবাস্টার ছবিতে তাঁর কথার যাদু বারবার বিস্মিত করেছে ভারতীয় শ্রোতাকে । গীতিকার হওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নি তিনি । গীতিকার হওয়ার পাশাপাশি তিনি কবি ও পরিচালকও । অচানক, আঁধি, মসম ছবিগুলির পরিচালক ছিলেন গুলজার ।
advertisement