এই ভিলেনই একমাত্র কিং খানের প্রতিদ্বন্দ্বী! পর্দায় এই খলনায়কের উপস্থিতি বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Guess The celebrity from SRK movie: SRK নয়, তাঁর জন্যই পড়েছে হাততালি! পর্দায় এই 'ভিলেন' বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে! কে সেই অভিনেতা? বলুন দেখি!
advertisement
advertisement
advertisement
শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ছবিতে কাজ করেছিলেন অর্জুন রামপাল। 2007 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। কিং খান এবং দীপিকার মধ্যে রসায়ন রূপালী পর্দায় হিট হয়েছিল। তবে অর্জুন রামপালের খলনায়কের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
'ওম শান্তি ওম'-এ অর্জুন রামপাল প্রযোজক মুকেশ মেহরার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার শক্তিশালী অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সিলভার স্ক্রিনে অর্জুন রামপালের ভিলেন দেখে মানুষ হতবাক। একভাবে বলা যায়, 'ওম শান্তি ওম' অর্জুন রামপালের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
advertisement
advertisement
'রা.ওয়ান' ছিল একটি সুপারহিরো ছবি যেখানে অর্জুন রামপাল একজন সুপারভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার লুক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। অর্জুন রামপালের রা চরিত্রের নামানুসারে ছবিটির নামকরণ করা হয়। এক. এই ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। 'রা ওয়ান'-এও অর্জুন রামপাল খলনায়ক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement