এই ভিলেনই একমাত্র কিং খানের প্রতিদ্বন্দ্বী! পর্দায় এই খলনায়কের উপস্থিতি বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে!

Last Updated:
Guess The celebrity from SRK movie: SRK নয়, তাঁর জন্যই পড়েছে হাততালি! পর্দায় এই 'ভিলেন' বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে! কে সেই অভিনেতা? বলুন দেখি!
1/9
এই ভিলেনই একমাত্র নায়ক কিং খানের প্রতিদ্বন্দ্বী! SRK নয়, তাঁর জন্যই পড়েছে হাততালি! পর্দায় এই 'ভিলেন' বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে! কে বলুন তো? ২৬ নভেম্বর সেই দুঁদে অভিনেতার জন্মদিন।
এই ভিলেনই একমাত্র নায়ক কিং খানের প্রতিদ্বন্দ্বী! SRK নয়, তাঁর জন্যই পড়েছে হাততালি! পর্দায় এই 'ভিলেন' বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাহরুখকে! কে বলুন তো? ২৬ নভেম্বর সেই দুঁদে অভিনেতার জন্মদিন।
advertisement
2/9
বলিউডের অন্যতম প্রতিভাবান তারকা তিনি।  200১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। যদিও পর্দায় তাঁর নায়কোচিত বীরত্ব ভাল ভাবে কাজ করেনি, তিনি প্রতিবারই খলনায়ক হিসেবে হিট হয়েছিলেন। শাহরুখ খানের প্রিয় ভিলেন ছিলেন তিনিই।
বলিউডের অন্যতম প্রতিভাবান তারকা তিনি। 200১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। যদিও পর্দায় তাঁর নায়কোচিত বীরত্ব ভাল ভাবে কাজ করেনি, তিনি প্রতিবারই খলনায়ক হিসেবে হিট হয়েছিলেন। শাহরুখ খানের প্রিয় ভিলেন ছিলেন তিনিই।
advertisement
3/9
বুঝেই গিয়েছেন, তিনি অর্জুন রামপাল। বলিউডে ২৩ বছর পূর্ণ  হল তাঁর। ফ্লপ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও প্রতিটি সিনেমাতেই অর্জুন রামপালের বলিষ্ঠ অভিনয় প্রশংসিত হয়। আজ ২৬ নভেম্বর অর্জুন রামপালের জন্মদিনে আপনাদের মনে করিয়ে দেওয়া যাক, কোন কোন ছবিতে কিং খানকেও টেক্কা দিয়েছেন অর্জুন।
বুঝেই গিয়েছেন, তিনি অর্জুন রামপাল। বলিউডে ২৩ বছর পূর্ণ হল তাঁর। ফ্লপ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও প্রতিটি সিনেমাতেই অর্জুন রামপালের বলিষ্ঠ অভিনয় প্রশংসিত হয়। আজ ২৬ নভেম্বর অর্জুন রামপালের জন্মদিনে আপনাদের মনে করিয়ে দেওয়া যাক, কোন কোন ছবিতে কিং খানকেও টেক্কা দিয়েছেন অর্জুন।
advertisement
4/9
শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ছবিতে কাজ করেছিলেন অর্জুন রামপাল। 2007 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। কিং খান এবং দীপিকার মধ্যে রসায়ন রূপালী পর্দায় হিট হয়েছিল। তবে অর্জুন রামপালের খলনায়কের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ছবিতে কাজ করেছিলেন অর্জুন রামপাল। 2007 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। কিং খান এবং দীপিকার মধ্যে রসায়ন রূপালী পর্দায় হিট হয়েছিল। তবে অর্জুন রামপালের খলনায়কের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
5/9
'ওম শান্তি ওম'-এ অর্জুন রামপাল প্রযোজক মুকেশ মেহরার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার শক্তিশালী অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সিলভার স্ক্রিনে অর্জুন রামপালের ভিলেন দেখে মানুষ হতবাক। একভাবে বলা যায়, 'ওম শান্তি ওম' অর্জুন রামপালের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
'ওম শান্তি ওম'-এ অর্জুন রামপাল প্রযোজক মুকেশ মেহরার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার শক্তিশালী অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সিলভার স্ক্রিনে অর্জুন রামপালের ভিলেন দেখে মানুষ হতবাক। একভাবে বলা যায়, 'ওম শান্তি ওম' অর্জুন রামপালের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছিল। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
6/9
অর্জুন রামপাল অভিনীত 'ওম শান্তি ওম' পরিচালনা করেছেন ফারাহ খান। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, ছবিটি সারা দেশে 108 কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ছিল 148.16 কোটি টাকা। (ছবি সৌজন্যে: IMDb)
অর্জুন রামপাল অভিনীত 'ওম শান্তি ওম' পরিচালনা করেছেন ফারাহ খান। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, ছবিটি সারা দেশে 108 কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ছিল 148.16 কোটি টাকা। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
7/9
 এরপর অর্জুন রামপাল শাহরুখ খানের সঙ্গে 'রা.ওয়ান' ছবিতে কাজ করেন। এই সিনেমাটি 2011 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখ খানের সঙ্গে এটি ছিল অর্জুন রামপালের দ্বিতীয় ছবি। আশ্চর্যের বিষয় হল এবার আবার কিং খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করলেন এই অভিনেতা। (ছবি সৌজন্যে: IMDb)
এরপর অর্জুন রামপাল শাহরুখ খানের সঙ্গে 'রা.ওয়ান' ছবিতে কাজ করেন। এই সিনেমাটি 2011 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখ খানের সঙ্গে এটি ছিল অর্জুন রামপালের দ্বিতীয় ছবি। আশ্চর্যের বিষয় হল এবার আবার কিং খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করলেন এই অভিনেতা। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
8/9
'রা.ওয়ান' ছিল একটি সুপারহিরো ছবি যেখানে অর্জুন রামপাল একজন সুপারভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার লুক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। অর্জুন রামপালের রা চরিত্রের নামানুসারে ছবিটির নামকরণ করা হয়। এক. এই ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। 'রা ওয়ান'-এও অর্জুন রামপাল খলনায়ক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। (ছবি সৌজন্যে: IMDb)
'রা.ওয়ান' ছিল একটি সুপারহিরো ছবি যেখানে অর্জুন রামপাল একজন সুপারভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার লুক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। অর্জুন রামপালের রা চরিত্রের নামানুসারে ছবিটির নামকরণ করা হয়। এক. এই ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। 'রা ওয়ান'-এও অর্জুন রামপাল খলনায়ক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
9/9
বলিউড হাঙ্গামার মতে, অর্জুন রামপাল এবং শাহরুখ খানের সুপারহিরো ছবি 'রা.ওয়ান' হিট  হয়েছিল। ছবিটি  বক্স অফিসে 108.57 কোটি টাকা  আয় করেছে। বিশ্বব্যাপী, ছবিটি মোট 148.16 কোটি টাকার ব্যবসা করেছে।  অর্জুন ভিলেন ছিলেন বলেই এ ছবির এমন টানটান আকর্ষণ ছিল বলে অনেকে মনে করেন। (ছবি সৌজন্যে: IMDb)
বলিউড হাঙ্গামার মতে, অর্জুন রামপাল এবং শাহরুখ খানের সুপারহিরো ছবি 'রা.ওয়ান' হিট হয়েছিল। ছবিটি বক্স অফিসে 108.57 কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী, ছবিটি মোট 148.16 কোটি টাকার ব্যবসা করেছে। অর্জুন ভিলেন ছিলেন বলেই এ ছবির এমন টানটান আকর্ষণ ছিল বলে অনেকে মনে করেন। (ছবি সৌজন্যে: IMDb)
advertisement
advertisement
advertisement