Actress: চরম কষ্ট! দোকানে ঝাঁট দেওয়া, ঘর মোছার কাজ করেছেন সুন্দরী নায়িকা? শাশুড়ির অনুরোধে সুযোগ দেন শাহরুখ, এখন আয় ১৭০ কোটি

Last Updated:
Guess The Actress: তবে, অভিনয় যাত্রার শুরুর দিকে নানা ঘাত প্রতিঘাতের মধ‍্যে দিয়েই কেটেছে অভিনেত্রীর জীবন। শাহরুখের নায়িকাকে একসময় ঝাঁড়পোছের কাজ পর্যন্তও করতে হয়েছে।
1/8
অভিনয়ের স্বপ্ন অনেকেই দেখেন। চেষ্টাও করেন। কিন্তু সবাই অভিনেতা হয়ে উঠতে পারেন না। কখনও কখনও অভিনয় শিখেও অনেকে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন না। আবার এমন উদাহরণও প্রচুর যেখানে সম্পূর্ণ অন‍্য কোনও পেশা থেকে এসে নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
অভিনয়ের স্বপ্ন অনেকেই দেখেন। চেষ্টাও করেন। কিন্তু সবাই অভিনেতা হয়ে উঠতে পারেন না। কখনও কখনও অভিনয় শিখেও অনেকে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন না। আবার এমন উদাহরণও প্রচুর যেখানে সম্পূর্ণ অন‍্য কোনও পেশা থেকে এসে নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
advertisement
2/8
নামজাদা এই অভিনেত্রীর জীবনের শুরুর দিকটাও ছিল অস‍ংখ‍্য ঘাত প্রতিঘাতে ভরা। তাঁর অভিনয় এবং সৌন্দর্যের চর্চা সকলের মুখে মুখে।
নামজাদা এই অভিনেত্রীর জীবনের শুরুর দিকটাও ছিল অস‍ংখ‍্য ঘাত প্রতিঘাতে ভরা। তাঁর অভিনয় এবং সৌন্দর্যের চর্চা সকলের মুখে মুখে।
advertisement
3/8
তবে, অভিনয় যাত্রার শুরুর দিকে নান ঘাত প্রতিঘাতের মধ‍্যে দিয়েই কেটেছে অভিনেত্রীর জীবন। শাহরুখের নায়িকাকে একসময় ঝাঁড়পোছের কাজ পর্যন্তও করতে হয়েছে।
তবে, অভিনয় যাত্রার শুরুর দিকে নান ঘাত প্রতিঘাতের মধ‍্যে দিয়েই কেটেছে অভিনেত্রীর জীবন। শাহরুখের নায়িকাকে একসময় ঝাঁড়পোছের কাজ পর্যন্তও করতে হয়েছে।
advertisement
4/8
আজকের খ‍্যাতনামা এই স্টারের জীবন একসময় এতটাই কষ্টকর ছিল। আর্থিক সমস‍্যায় ছিল নায়িকার পরিবার। বর্তমানে তিনি নিজেই কোটি কোটি টাকার মালিক।
আজকের খ‍্যাতনামা এই স্টারের জীবন একসময় এতটাই কষ্টকর ছিল। আর্থিক সমস‍্যায় ছিল নায়িকার পরিবার। বর্তমানে তিনি নিজেই কোটি কোটি টাকার মালিক।
advertisement
5/8
প্রসঙ্গত, সুন্দরী নায়িকার শাহরুখের ছবিতে সুযোগ পাওয়ার পেছনে ছিল শাহরুখের শাশুড়ি সবিতা ছিব্বরের অবদান।
প্রসঙ্গত, সুন্দরী নায়িকার শাহরুখের ছবিতে সুযোগ পাওয়ার পেছনে ছিল শাহরুখের শাশুড়ি সবিতা ছিব্বরের অবদান।
advertisement
6/8
মিডিয়ায় প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী শাশুড়ির অনুরোধে এই পাকিস্তানি অভিনেত্রীর অডিশন নেওয়া হয় শাহরুখের ‘রইস’ ছবির জন‍্য।
মিডিয়ায় প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী শাশুড়ির অনুরোধে এই পাকিস্তানি অভিনেত্রীর অডিশন নেওয়া হয় শাহরুখের ‘রইস’ ছবির জন‍্য।
advertisement
7/8
এতক্ষণে নিশ্চই অনেকে বুঝতে পেরেছেন এই প্রতিবেদনে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কথা বলা হচ্ছে। অনেক কষ্ট করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাহিরা।
এতক্ষণে নিশ্চই অনেকে বুঝতে পেরেছেন এই প্রতিবেদনে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কথা বলা হচ্ছে। অনেক কষ্ট করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাহিরা।
advertisement
8/8
ক্যালিফোর্নিয়া থেকে উচ্চশিক্ষা শেষ করেন মাহিরা। তবে আর্থিক সঙ্কটের কারণে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে ক‍্যাশিয়ারের কাজ করতেন নায়িকা। সেই দোকানে তাঁকে ঝাঁড়ু দেওয়া, ঘর মোছার মতো কাজও করতে হয়েছে।
ক্যালিফোর্নিয়া থেকে উচ্চশিক্ষা শেষ করেন মাহিরা। তবে আর্থিক সঙ্কটের কারণে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে ক‍্যাশিয়ারের কাজ করতেন নায়িকা। সেই দোকানে তাঁকে ঝাঁড়ু দেওয়া, ঘর মোছার মতো কাজও করতে হয়েছে।
advertisement
advertisement
advertisement