মারকাটারি ফিগার! সঙ্গে দুরন্ত ক্রিকেট মস্তিষ্ক, বোল্ড বুমরাহ, দেখুন হবু বউমা-র অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় ক্রিকেটের ফের এক হট বউমাকে চিনে নিন, প্রতিটা ছবিই মারকাটারি৷
ভারতীয় ক্রিকেটের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সফর থেকে অব্যহতি চেয়েছেন৷ বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে (India vs England) -র পর থেকে ছুটিতে৷ তিনি পঞ্চম টেস্ট খেলেলেননি খেলবেন না টি টোয়েন্টি ম্যাচে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ব্যক্তিগত কারণটি হচ্ছে জসপ্রীত বুমরাহ বিয়ে করতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ি পাত্রী হচ্ছে স্পোর্টস সঞ্চালিকা সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan)৷ এই জুটিরই বিয়ে হওয়ার গসিপ (gossip) বসন্তের আকাশ বাতাসে৷ (Photo Credit: Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে সঞ্জনা নিজের হবু বর বুমরাহের সাক্ষাৎকার নিচ্ছেন৷ এদিকে সঞ্জনার আগেও বুমরাহের সঙ্গে নাম জড়িয়েছে অন্য মহিলার৷ তেলেগু ছবির অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে তাঁর গুপচুপ সম্পর্কের কথা শোনা গিয়েছিল৷ অনুপমা কয়েকদিন আগেও গুজরাতে গিয়েছিলেন৷ তার ফলে বুমরাহের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে এরকম একটা সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু অনুপমার মা সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷
advertisement
advertisement
advertisement