The Kapil Sharma Show: কাদের নিয়ে ফের শো শুরু করছেন কপিল শর্মা? প্রথম ছবি প্রকাশ

Last Updated:
অগস্ট থেকে শুরু হতে চলেছে এই শো৷ যদিও তারিখ এখনও ঠিক হয়নি৷
1/6
•কমেডি কিং কপিল শর্মা ফের ফিরছেন তাঁর জনপ্রিয় শো নিয়ে৷ এবছরের শুরুতে শো বন্ধ হয়ে যায়৷ হোস্ট এবং কমেডিয়ান কমিল স্থির করেন নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবেন৷ স্ত্রী গিন্নি এবং মেয়ে অনয়রার সঙ্গে এখন বাড়িতে রয়েছে নতুন সদস্য, কপিলের ছেলে ত্রিশান৷ তাদের সঙ্গে বাড়িতে থাকার পরিকল্পনা ছিল কপিলের৷ তবে আবার কপিল শুরু করেছেন তাঁর শো৷ তারই ছবি প্রকাশ করলেন তিনি৷
•কমেডি কিং কপিল শর্মা ফের ফিরছেন তাঁর জনপ্রিয় শো নিয়ে৷ এবছরের শুরুতে শো বন্ধ হয়ে যায়৷ হোস্ট এবং কমেডিয়ান কমিল স্থির করেন নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবেন৷ স্ত্রী গিন্নি এবং মেয়ে অনয়রার সঙ্গে এখন বাড়িতে রয়েছে নতুন সদস্য, কপিলের ছেলে ত্রিশান৷ তাদের সঙ্গে বাড়িতে থাকার পরিকল্পনা ছিল কপিলের৷ তবে আবার কপিল শুরু করেছেন তাঁর শো৷ তারই ছবি প্রকাশ করলেন তিনি৷
advertisement
2/6
•কপিশ শর্মা শো এতটাই জনপ্রিয় এবং হিট যে বলিউডের যে কোনও ছবি মুক্তির আগে তারকারা এই শোয়ে প্রচারে আসেন৷ হাসতে হাসতে পেটে খিল ধরার জোগার এই শোয়ে শুধু কপিল শর্মা নন, রয়েছেন আরও বহু শিল্পী, যাদের কৌতুকাভিনয়ে মন ভরে দর্শকদের৷
•কপিশ শর্মা শো এতটাই জনপ্রিয় এবং হিট যে বলিউডের যে কোনও ছবি মুক্তির আগে তারকারা এই শোয়ে প্রচারে আসেন৷ হাসতে হাসতে পেটে খিল ধরার জোগার এই শোয়ে শুধু কপিল শর্মা নন, রয়েছেন আরও বহু শিল্পী, যাদের কৌতুকাভিনয়ে মন ভরে দর্শকদের৷
advertisement
3/6
•অনেক সময় যদিও কোনও কোনও তারকা এই শো ছেড়ে যান৷ যেমন শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন ডাঃ মশুর গুলাটি ওরফে সুনীল গ্রোভার৷ তিনি এখন এই শোয়ে আর নেই৷ তবে রয়ে গিয়েছেন অন্য সকলে৷ নতুন যোগও হয়েছেন ভারতী সিং৷
•অনেক সময় যদিও কোনও কোনও তারকা এই শো ছেড়ে যান৷ যেমন শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন ডাঃ মশুর গুলাটি ওরফে সুনীল গ্রোভার৷ তিনি এখন এই শোয়ে আর নেই৷ তবে রয়ে গিয়েছেন অন্য সকলে৷ নতুন যোগও হয়েছেন ভারতী সিং৷
advertisement
4/6
•এবার এই শোয়ে কারা কারা থাকছেন? সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কপিল৷ তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন যে নতুন করে শুরু হচ্ছে পুরনো বন্ধুদের নিয়ে৷ সেখানে দেখা গিয়েছে সুদেশ লেহেরি, কুষ্ণা অভিষেক, কিকু শারদা, ভারতী সিং, চন্দন প্রভারকর এবং অবশ্যই কপিল নিজে৷
•এবার এই শোয়ে কারা কারা থাকছেন? সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন কপিল৷ তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন যে নতুন করে শুরু হচ্ছে পুরনো বন্ধুদের নিয়ে৷ সেখানে দেখা গিয়েছে সুদেশ লেহেরি, কুষ্ণা অভিষেক, কিকু শারদা, ভারতী সিং, চন্দন প্রভারকর এবং অবশ্যই কপিল নিজে৷
advertisement
5/6
•অগস্ট থেকে শুরু হতে চলেছে এই শো৷ যদিও তারিখ এখনও ঠিক হয়নি৷ আগের মতোই এই শোয়ের সহ প্রযোজক থাকবেন সলমন খান৷ চ্যানেলের পক্ষ থেকে শো সম্প্রচারের দিন জানিয়ে দেওয়া হবে৷
•অগস্ট থেকে শুরু হতে চলেছে এই শো৷ যদিও তারিখ এখনও ঠিক হয়নি৷ আগের মতোই এই শোয়ের সহ প্রযোজক থাকবেন সলমন খান৷ চ্যানেলের পক্ষ থেকে শো সম্প্রচারের দিন জানিয়ে দেওয়া হবে৷
advertisement
6/6
•মার্চ মাসে বেশ কিছু নতুন প্রতিভার অন্বেষণ করেন কপিল ও তাঁর টিম৷ ফলে এবার শোয়ের লেখক বা অন্য কলাকুশলীদের মধ্যে কিছু নতুন মুখ উঠে আসবে যা কপিল শর্মা শোয়ে বাড়তি মনোরঞ্জন যোগ করবে বলেই মনে করছে দর্শক৷
•মার্চ মাসে বেশ কিছু নতুন প্রতিভার অন্বেষণ করেন কপিল ও তাঁর টিম৷ ফলে এবার শোয়ের লেখক বা অন্য কলাকুশলীদের মধ্যে কিছু নতুন মুখ উঠে আসবে যা কপিল শর্মা শোয়ে বাড়তি মনোরঞ্জন যোগ করবে বলেই মনে করছে দর্শক৷
advertisement
advertisement
advertisement