Sridevi Death Anniversary: শ্রীদেবী আজও জীবন্ত ভক্তদের মনে! কেন তিনি ডিভা, ছবি দেখে বুঝুন...
- Published by:Pooja Basu
Last Updated:
আজকের দিনে দুবাইয়ে মৃত্যু হয় বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবীর। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে৷
•শ্রী (Sridevi) আর নেই, খবরটা পাওয়া মাত্রই যে ভাবে ভেঙে পড়েছিল বলিউড, ঠিক একই ভাবে তা মেনে নিতে নারাজ ছিলেন তাঁর ভক্তরাও। তিন বছর আগে আজকের দিনে দুবাইয়ে মৃত্যু হয় বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবীর। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন ও বিতর্ক থাকলেও সে নিয়ে খুব বেশি জলঘোলা হয়নি। বর্তমানে স্ত্রী'র স্মৃতি আঁকড়েই দুই মেয়েকে নিয়ে সংসার করছেন বনি কাপুর (Boney Kapoor)।
advertisement
advertisement
advertisement
advertisement
•মিস্টার ইন্ডিয়া (Mr.India)। বলিউডের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত ছবি। যা শ্রীদেবীকে তাঁর খ্যাতির প্রায় শীর্ষে পৌঁছে দিয়েছিল। যে কেনও লুকে অভিনেত্রীর অপূর্ব অভিনয় নজর কেড়েছিল দর্শক থেকে সমালোচক সকলের। হাওয়া হাওয়াই গান এখনও বহু মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে। এই ছবিতে তাঁর চার্লি চ্যাপলিনের ভূমিকার অভিনয় দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।
advertisement
•বনি কাপুরের সঙ্গে বিয়ে ও তার পর জীবনে দুই মেয়ে আসার পর অনেকটাই সংসারে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাই বলিউড থেকে অনেকটা সময় বিরতি নেন। পরে বেশ কয়েকটি ছবি তিনি শুরু করেন। যার মধ্যে মম (Mom) অন্যতম বিখ্যাত। এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। ছবিটির জন্য পান ন্যাশনাল অ্যাওয়ার্ডও।
advertisement
•ইংলিশ ভিংলিশ (English Vinglish)। পরিচালক গৌরি শিন্দে (Gauri Shinde)-র হাত ধরে এই ছবি দিয়েই কামব্যাক করেন অভিনেত্রী। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একদম ঘরোয়া গৃহবধুর চরিত্রে অভিনয় করেন। যিনি পরে উদ্যোগপতি হন। এক গৃহবধুর জার্নি তিনি এমন ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে ওই শাড়ি পরা মহিলা পরে অনেকের ঘরে ঘরেই পরিচিত হয়ে যান। তাঁর অভিনয় প্রশংসিত হয় সমস্ত স্তরে।
advertisement