উদ্ধত মেয়ে ভেবে সঞ্জনাকে পছন্দ করতেন না, তারপর কী করে হল প্রেম, খোলামেলা বুমরাহ

Last Updated:
প্রেম কাহিনীকে একেবার দারুণ, বিয়ের পাঁচ মাস বাদে প্রেম নিয়ে অকপট জসপ্রীত বুমরাহ৷
1/7
ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Burah) এঅ বছর মার্চ মাসে স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan) গোয়াতে বিয়ে করেছেন৷ তাঁরা যে জমিয়ে প্রেম করছেন এই খবর কেউই পাননি৷ তাই বুমরাহের বিয়ের খবরে একেবারে আকাশ থেকে পড়েছিলেন সকলেই৷ এমনকি বিয়ের আগেও মুখে কুলুপ ছিল দুজনেরই৷ নিজেদের বিয়ের ছবি শেয়ার করে বিষয়টিকে অফিসিয়াল করেন দুজনেই৷ বিয়েতে করোনার জন্য খুবই কম লোক শামিল হয়েছিলেন৷ তাঁর ও সঞঅজনার দুষ্টুমিষ্টি প্রেমের সম্পর্কের কথা দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বুমরাহ৷ (Jasprit Bumrah Instagram)
ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Burah) এঅ বছর মার্চ মাসে স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan) গোয়াতে বিয়ে করেছেন৷ তাঁরা যে জমিয়ে প্রেম করছেন এই খবর কেউই পাননি৷ তাই বুমরাহের বিয়ের খবরে একেবারে আকাশ থেকে পড়েছিলেন সকলেই৷ এমনকি বিয়ের আগেও মুখে কুলুপ ছিল দুজনেরই৷ নিজেদের বিয়ের ছবি শেয়ার করে বিষয়টিকে অফিসিয়াল করেন দুজনেই৷ বিয়েতে করোনার জন্য খুবই কম লোক শামিল হয়েছিলেন৷ তাঁর ও সঞঅজনার দুষ্টুমিষ্টি প্রেমের সম্পর্কের কথা দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বুমরাহ৷ (Jasprit Bumrah Instagram)
advertisement
2/7
advertisement
3/7
advertisement
4/7
advertisement
5/7
advertisement
6/7
advertisement
7/7
advertisement
advertisement
advertisement