মেয়ের বিয়ের কথা টের পাননি বাবাও, রহস্যে মোড়া দিব্যা ভারতীর জীবন! মৃত্যুর ২৮ বছর পরও তাঁকে নিয়ে চর্চা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বেঁচে থাকলে এখন দিব্যা বয়স হত ৪৭৷ ২৫ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন৷ মাত্র ১৬ বছরে তিনি ফিল্মে কাজ শুরু করেন এবং ১৯ বছরে বাড়ির বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় অভিনেত্রীর৷
•২৮ বছর তিনি নেই৷ কিন্তু বলিউডের অল টাইম বাবলি অভিনেত্রা দিব্যা ভারতীকে নিয়ে চর্চার শেষ নেই৷ বেঁচে থাকলে এখন দিব্যা বয়স হত ৪৭৷ ২৫ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন৷ মাত্র ১৬ বছরে তিনি ফিল্মে কাজ শুরু করেন এবং ১৯ বছরে বাড়ির বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় অভিনেত্রীর৷ দিব্যা বেঁচে থাকলে, কর্মক্ষেত্রে এবং বক্স অফিসে বলিউডের অনেক অভিনেত্রীকেই তিনি বেগ দিতেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না৷ মাত্র কয়েক বছরেই বলিউডে নিজের দাপট দেখিয়েছিলেন সুন্দরী৷ তবে ছোট থেকেই তাঁর জীবন মোড়া ছিল রহস্যে৷ মৃত্যুর সঙ্গেও যা রয়ে গেল৷ এখনও অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল না৷
advertisement
•তেলগু ছবি ববলি রাজা-র মাধ্যমে ফিল্মরে কাজ শুরু করেন দিব্যা৷ ভেঙ্কটেশ, চিরঞ্জীবী, মোহন বাবুর মত বড় স্টারদের সঙ্গে কাজ করেছেন তিনি৷ এর দু’বছর পরই বলিউডে পা রাখেন দিব্যা৷ প্রথম ছবি ছিল শোলা অউর শবনম৷ গোবিন্দার বিপরীতে সেই ছবি ছিল সুপারহিট৷ এরপর একে একে সানি দেওল, শাহরুখ খান, ঋষি কাপুর, অনিল কাপুরের মতো হিরোদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করে নেন৷
advertisement
advertisement
advertisement
•শোলা অউর শবনম ছবির সেটে সাজিদের সঙ্গে তাঁর আলাপ৷ প্রথম দেখাতেই প্রেম৷ তখনই সাজিদকে বিয়ের ব্যাপারে মনস্থির করেন অভিনেত্রী৷ সাজিদও বিয়ের ইচ্ছে প্রকাশ করেন৷ যদিও পাত্র হিসেবে সাজিদকে পছন্দ ছিল না দিব্যার বাবার৷ তাই লুকিয়ে ১৮এ পা দেওয়া মাত্রই সাজিদকে বিয়ে করেন নায়িকা৷ কিন্তু কাউকে কিছু বুঝতে দেননি৷
advertisement