Divya Bharti Birth Anniversary: সেই মিষ্টি হাসি সঙ্গে দুর্দান্ত অভিনয়, অবশেষে সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছিলেন দিব্যা ভারতী

Last Updated:
ব্যাপক সৌন্দর্য ও দক্ষতার মিশেল ছিলেন দিব্যা ভারতী
1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী ৷ অতি অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন তিনি ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা বেশ কয়েকটি দুর্দান্ত ছবি ৷ ফাইল ছবি ৷
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী ৷ অতি অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন তিনি ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা বেশ কয়েকটি দুর্দান্ত ছবি ৷ ফাইল ছবি ৷
advertisement
2/10
বব্বিলি রাজা (১৯৯০): দিব্যা ভারতী এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন ৷ ছবিটি তেলুগু ভাষায় নির্মিত হয়েছিল ৷ পরিচালক বি গোপালের নির্দেশনায় ছবিটি নির্মিত হয়েছিল ৷ তেলুগু অভিনেতা ভেঙ্কটেশের সঙ্গে অভিনয় করেছিলেন ৷ ফাইল ছবি ৷
বব্বিলি রাজা (১৯৯০): দিব্যা ভারতী এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন ৷ ছবিটি তেলুগু ভাষায় নির্মিত হয়েছিল ৷ পরিচালক বি গোপালের নির্দেশনায় ছবিটি নির্মিত হয়েছিল ৷ তেলুগু অভিনেতা ভেঙ্কটেশের সঙ্গে অভিনয় করেছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/10
রাওড়ি আল্লুড়ু (১৯৯১): দিব্যা ভারতী তেলুগু অ্যাকশান কমেডি ছবি চিরঞ্জীবির সঙ্গে অভিনয় করেছিলেন ৷ এই ছবিতে পরিচালন করেছিলেন কে.রাঘবেন্দ্র রাও ৷ ফাইল ছবি ৷
রাওড়ি আল্লুড়ু (১৯৯১): দিব্যা ভারতী তেলুগু অ্যাকশান কমেডি ছবি চিরঞ্জীবির সঙ্গে অভিনয় করেছিলেন ৷ এই ছবিতে পরিচালন করেছিলেন কে.রাঘবেন্দ্র রাও ৷ ফাইল ছবি ৷
advertisement
4/10
বিশ্বআত্মা (১৯৯২): এই ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন ৷ সাত সমুন্দর পার এই গানটি দিব্যা ভারতীর জীবনের অন্যতম সুপারহিট গান ৷ ফাইল ছবি ৷
বিশ্বআত্মা (১৯৯২): এই ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন ৷ সাত সমুন্দর পার এই গানটি দিব্যা ভারতীর জীবনের অন্যতম সুপারহিট গান ৷ ফাইল ছবি ৷
advertisement
5/10
দিলকা ক্যায়া কসুর (১৯৯২): লরেন্স ডিস্যুজা নির্দেশনায় দিব্যা ভারতীর দ্বিতীয় হিন্দি ছবি ৷ অভিনেতা পৃথ্বীর বিরুদ্ধে অভিনয় করেছিলেন, এই ছবিতেই দেখতে পাওয়া গিয়েছে নায়ক-নায়িকাকে ৷ ফাইল ছবি ৷
দিলকা ক্যায়া কসুর (১৯৯২): লরেন্স ডিস্যুজা নির্দেশনায় দিব্যা ভারতীর দ্বিতীয় হিন্দি ছবি ৷ অভিনেতা পৃথ্বীর বিরুদ্ধে অভিনয় করেছিলেন, এই ছবিতেই দেখতে পাওয়া গিয়েছে নায়ক-নায়িকাকে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/10
শোলা অউর শবনম (১৯৯২): দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছিলেন গোবিন্দ, ডেবিড ধাওয়ানের নির্দেশনায় এই ছবি দিব্যা ভারতীর জীবনে এক মাইল স্টোন সেট করেছে ৷ ফাইল ছবি ৷
শোলা অউর শবনম (১৯৯২): দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছিলেন গোবিন্দ, ডেবিড ধাওয়ানের নির্দেশনায় এই ছবি দিব্যা ভারতীর জীবনে এক মাইল স্টোন সেট করেছে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/10
দিওয়ানা (১৯৯২): ঋষি কাপুর ও শাহরুখ খানের সঙ্গে দিওয়ানা ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল ৷ 'তেরি উম্মিদ তেরা ইন্তেজার করতে হ্যায়' মন ছুঁয়ে যাওয়া গানটি সেই সময়ে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ ফাইল ছবি ৷
দিওয়ানা (১৯৯২): ঋষি কাপুর ও শাহরুখ খানের সঙ্গে দিওয়ানা ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল ৷ 'তেরি উম্মিদ তেরা ইন্তেজার করতে হ্যায়' মন ছুঁয়ে যাওয়া গানটি সেই সময়ে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ ফাইল ছবি ৷
advertisement
8/10
বলওয়ান (১৯৯২): সুনীল শেট্টির সঙ্গে তাঁর প্রথম ছবি ৷ টিনু আনন্দ ও ড্যানি ড্যানজম্পাও এই ছবিতে অভিনয় করেছেন ৷ ফাইল ছবি ৷
বলওয়ান (১৯৯২): সুনীল শেট্টির সঙ্গে তাঁর প্রথম ছবি ৷ টিনু আনন্দ ও ড্যানি ড্যানজম্পাও এই ছবিতে অভিনয় করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
9/10
দিল আসনা হ্যায় (১৯৯২): পরিচালক হিসাবে হেমা মালিনীর নতুন ইনিংসের সূচনা হয়েছিল দিল আসনা হ্যায় ৷ ফাইল ছবি ৷
দিল আসনা হ্যায় (১৯৯২): পরিচালক হিসাবে হেমা মালিনীর নতুন ইনিংসের সূচনা হয়েছিল দিল আসনা হ্যায় ৷ ফাইল ছবি ৷
advertisement
10/10
ক্ষত্রিয় (১৯৯৩): দিব্যা ভারতীর মৃত্যুর ঠিক ১০ দিন আগে এই ছবিটি মুক্তি পেয়েছে ৷ ফাইল ছবি ৷
ক্ষত্রিয় (১৯৯৩): দিব্যা ভারতীর মৃত্যুর ঠিক ১০ দিন আগে এই ছবিটি মুক্তি পেয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement