বিকিনি পরে শ্যুটিংয়ের সময় শরীরের বিশেষ অংশ’ দিয়ে ধোঁকা দিয়েছিলেন,চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিনেত্রীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শরীরি জাদুতে মোহিত করেন দর্শকদের আর সেই শরীর সম্পর্কেই এরকম চাঞ্চল্যকর স্বীকারোক্তি খোদ বলি অভিনেত্রীর মুখে৷
টিভি অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma) নিজের বোল্ড অবতারের জন্য খবরে আসেন৷ নিয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে নিজের গ্ল্যামারাস ছবি দিয়ে মন জয় করে নেন৷ নিয়া শর্মা -র শো জামাই রাজা ২.০ (Jamai Raja 2.0) ওয়েব সিরিজ লঞ্চ হয়েছে৷ এই শো -তে বিভিন্ন সিনে বিকনিতে নজর কেড়েছেন৷ নিয়া নিজের বিকিনি লুকে (Bikini Look) ছবি শেয়ার করেছেন৷ এই শ্যুটের পর নিয়া এক চাঞ্চল্যকর তথ্য নিজের মুখে স্বীকার করে নিয়েছেন৷ Photo- File
advertisement
নিজের সাক্ষাৎকারে নিয়া শর্মা বলেছেন, আমি সিনের দু’দিন আগে থেকে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ কারণ শ্যুটিংয়ে বিকনি সিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যখন তিনি বিচে গিয়েছিলেন তখন পুরো আকাশ মেঘে ঢাকা ছিল৷ সিনের শ্যুটিং ওই দিনেই হতে হত৷ নিয়া জানিয়েছেন তিনি দু’দিন ধরে না খেয়ে থাকার পর শ্যুটিং করার জন্য সূর্য না উঠলে সব মাটি৷ এরপর তিনি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন আর তা ভাইরাল হয়ে গিয়েছিল৷ Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement