কেসটা কী ! হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিজের মুখে Ex boyfriend-র নাম নিলেন Alia Bhatt
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুরনো চাল ভাতে বাড়ে...চিরন্তন প্রবাদ, একইরকম কি পুরনো প্রেমের ক্ষেত্রেও !
advertisement
সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত ছবি শেরশাহ (Shershaah) ৷ এই ছবিটির পাশাপাশি সিদ্ধার্থের অভিনয়ের খুবই প্রশংসা হচ্ছে৷ ছবির সমালোচক থেকে ছবির দর্শক সকলেরই এই ছবিটি খুবই ভালো লেগেছে৷ এঁরা ছাড়াও বিটাউনের নিজের লোকেরাও এই ছবিটিকে প্রশংসা করেছেন৷ এই ছবি নিয়ে আলিয়া ভাটও নিজের মন্তব্য করেছেন৷
advertisement
advertisement
তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেরশাহের দলের কাজের প্রশংসা করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই ছবি আমাকে হাসিয়েছে. কাঁদিয়েছে, বহু ভাবনায় ভাবিয়েছে৷ সিদ্ধার্থ মালহোত্রা এতে দারুণ৷ ভীষণ প্রভাবশালী, আর আমার সুন্দরী কিয়ারা আডবাণী বাস্তবে একেইভাবে চাকচিক্য হয়ে থাকেন৷ ফিল্মের পুরো কাস্ট দারুণ এটা একটা সুন্দর ছবি৷ ’’
advertisement
তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেরশাহের দলের কাজের প্রশংসা করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই ছবি আমাকে হাসিয়েছে. কাঁদিয়েছে, বহু ভাবনায় ভাবিয়েছে৷ সিদ্ধার্থ মালহোত্রা এতে দারুণ৷ ভীষণ প্রভাবশালী, আর আমার সুন্দরী কিয়ারা আডবাণী বাস্তবে একেইভাবে চাকচিক্য হয়ে থাকেন৷ ফিল্মের পুরো কাস্ট দারুণ এটা একটা সুন্দর ছবি৷ ’’
advertisement
করণ জোহরের কফি উইথ করণ শো-তে তিনি এই নিয়ে কথা বলেছিলেন৷ ২০১৬ থেকে সম্পর্কে থাকার পর ব্রেক আপ হয়৷ তিনি জানিয়েছিলেন তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই৷ তিক্ততা না থাকলেও একে অপরকে এড়িয়ে চলতেন দুজনেই৷ তাঁরা দুজনে ব্রেক আপের পর কেউ একে অপরের সঙ্গে দেখা করেননি৷ তবে আলিয়ার সঙ্গে কাটানো সময় দারুণ বলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা৷