Gaurav-Ridhima Baby Boy Name: ছেলের নামকরণ সারলেন ঋদ্ধিমা-গৌরব, ‘ফেলুদা’র নাতির নামে বাঙালিয়ানা, কবিতা দিয়ে নামপ্রকাশ

Last Updated:
Gaurav-Ridhima Baby Boy Name: গতকাল, ১৬ সেপ্টেম্বর, শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন ঋদ্ধিমা। মা ও ছেলে একদম সুস্থ আছে। সে খবর আগেই মিলেছিল সূত্র মারফত। এবার প্রকাশ পেল নাম।
1/6
একদিন বয়স বেড়ে গেল সদ্যোজাতর। ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী অভিভাবক হয়েছেন সবেই। ‘ফেলুদা’র নাতিকে নিয়ে হইহই চারদিকে। ইতিমধ্যে মিষ্টি এক কবিতা দিয়ে ছেলের নামপ্রকাশ করলেন তারকা দম্পতি।
একদিন বয়স বেড়ে গেল সদ্যোজাতর। ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী অভিভাবক হয়েছেন সবেই। ‘ফেলুদা’র নাতিকে নিয়ে হইহই চারদিকে। ইতিমধ্যে মিষ্টি এক কবিতা দিয়ে ছেলের নামপ্রকাশ করলেন তারকা দম্পতি।
advertisement
2/6
গতকাল, ১৬ সেপ্টেম্বর, শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন ঋদ্ধিমা। মা ও ছেলে একদম সুস্থ আছে। সে খবর আগেই মিলেছিল সূত্র মারফত। এবার প্রকাশ পেল নাম।
গতকাল, ১৬ সেপ্টেম্বর, শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন ঋদ্ধিমা। মা ও ছেলে একদম সুস্থ আছে। সে খবর আগেই মিলেছিল সূত্র মারফত। এবার প্রকাশ পেল নাম।
advertisement
3/6
নতুন মা-বাবা ইনস্টাগ্রামে একটি কার্ড বানিয়ে কবিতা লিখে ছেলের নাম প্রকাশ করলেন। চক্রবর্তী পরিবারের নয়া সদস্যের নাম রাখা হল, ‘ধীর’। অর্থাৎ ধৈর্যশীল, নম্র।
নতুন মা-বাবা ইনস্টাগ্রামে একটি কার্ড বানিয়ে কবিতা লিখে ছেলের নাম প্রকাশ করলেন। চক্রবর্তী পরিবারের নয়া সদস্যের নাম রাখা হল, ‘ধীর’। অর্থাৎ ধৈর্যশীল, নম্র।
advertisement
4/6
ইংরেজি ভাষায় ছোট্ট কবিতার সারমর্ম এই যে, ঋদ্ধিমা-গৌরবের জীবনে নতুন আনন্দের ছোঁয়া লেগেছে। আর তার সমস্ত কৃতিত্ব তাঁরা দিলেন ছোট্ট ওই রোদের টুকরোকে। যার ছোট ছোট হাই তোলা, ঘুমন্ত নিশ্বাস, নার্সারির ছড়া আর ঘুমপাড়ানি গান বড়ই জীবনে বড়ই আনন্দ দিচ্ছে।
ইংরেজি ভাষায় ছোট্ট কবিতার সারমর্ম এই যে, ঋদ্ধিমা-গৌরবের জীবনে নতুন আনন্দের ছোঁয়া লেগেছে। আর তার সমস্ত কৃতিত্ব তাঁরা দিলেন ছোট্ট ওই রোদের টুকরোকে। যার ছোট ছোট হাই তোলা, ঘুমন্ত নিশ্বাস, নার্সারির ছড়া আর ঘুমপাড়ানি গান বড়ই জীবনে বড়ই আনন্দ দিচ্ছে।
advertisement
5/6
পোস্টের মন্তব্যে গৌরব লিখেছেন, ‘গতকাল, আমাদের জগতে নতুন আলোর ছটা এসেছে। এক পুত্রসন্তান, আর গুচ্ছ গুচ্ছ আনন্দ ও অসংখ্য সম্ভাবনা। তার জীবনপথ যেন জ্ঞান এবং ভালবাসায় ভরে ওঠে। সে নিজে যেন নিজের পথ খুঁজে পায়। নিজের গল্প যেন নিজেই লেখে। পৃথিবীতে একটা দাগ রেখে যায়। ধীর, আমরা তোমায় ভালবাসি।’
পোস্টের মন্তব্যে গৌরব লিখেছেন, ‘গতকাল, আমাদের জগতে নতুন আলোর ছটা এসেছে। এক পুত্রসন্তান, আর গুচ্ছ গুচ্ছ আনন্দ ও অসংখ্য সম্ভাবনা। তার জীবনপথ যেন জ্ঞান এবং ভালবাসায় ভরে ওঠে। সে নিজে যেন নিজের পথ খুঁজে পায়। নিজের গল্প যেন নিজেই লেখে। পৃথিবীতে একটা দাগ রেখে যায়। ধীর, আমরা তোমায় ভালবাসি।’
advertisement
6/6
পয়লা বৈশাখের শুভ দিনে অন্তঃসত্ত্বা হওয়ার সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
পয়লা বৈশাখের শুভ দিনে অন্তঃসত্ত্বা হওয়ার সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
advertisement
advertisement
advertisement