Gadar 2: সাকিনাকে নিয়ে ফিরছেন তারা সিং ! 'গাড্ডি' নিয়ে তৈরি সানি-আমিশা ! শ্যুটিং শুরু 'গদর ২'-এর

Last Updated:
Gadar 2: ২০ বছর পর ফের শ্যুটিং শুরু 'গদর ২'-এর ! শ্যুটিং স্পট থেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন সানি দেওল ও আমিশা প্যাটেল !
1/6
২০০১ সাল! ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। সকলের মুখে মুখেই শোনা যেত 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' গানটি। 'গদর-এক প্রেম কথা' মুক্তি পেতেই সুপার ডুপার হিট হয়েছিল। photo source Instagram
২০০১ সাল! ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। সকলের মুখে মুখেই শোনা যেত 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' গানটি। 'গদর-এক প্রেম কথা' মুক্তি পেতেই সুপার ডুপার হিট হয়েছিল। photo source Instagram
advertisement
2/6
২০০১-এর পর কেটে গিয়েছে ২০ টা বছর। ২০২১-এ ফের একবার শ্যুটিংয়ে ব্যস্ত হলেন তারা সিং ওরফে সানি দেওল ও সাকিনা ওরফে আমিশা প্যাটেল। photo source Instagram
২০০১-এর পর কেটে গিয়েছে ২০ টা বছর। ২০২১-এ ফের একবার শ্যুটিংয়ে ব্যস্ত হলেন তারা সিং ওরফে সানি দেওল ও সাকিনা ওরফে আমিশা প্যাটেল। photo source Instagram
advertisement
3/6
হিমাচল প্রদেশের কাংগড়া জেলায় শুরু হয়েছে 'গদর ২'-র শ্যুটিং। প্রথম দিনেই শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন আমিশা প্যাটেল ও সানি দেওল। পরিচালক অনিল শর্মা ফের একবার ভালবাসার গল্প বলবেন। photo source Instagram
হিমাচল প্রদেশের কাংগড়া জেলায় শুরু হয়েছে 'গদর ২'-র শ্যুটিং। প্রথম দিনেই শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন আমিশা প্যাটেল ও সানি দেওল। পরিচালক অনিল শর্মা ফের একবার ভালবাসার গল্প বলবেন। photo source Instagram
advertisement
4/6
ভারতের ট্রাক ড্রাইভার তারা সিংয়ের সঙ্গে পাকিস্তানের সাকিনার বিয়ে। তাঁদের প্রেম কাহিনির মধ্যে দিয়েই উঠে এসেছিল ভারত-পাকিস্তান সীমান্ত লড়াই। ২০ বছর পর ফের একবার সেই গল্পেই মানুষকে টানতে আসছেন আমিশা-সানি। photo source Instagram
ভারতের ট্রাক ড্রাইভার তারা সিংয়ের সঙ্গে পাকিস্তানের সাকিনার বিয়ে। তাঁদের প্রেম কাহিনির মধ্যে দিয়েই উঠে এসেছিল ভারত-পাকিস্তান সীমান্ত লড়াই। ২০ বছর পর ফের একবার সেই গল্পেই মানুষকে টানতে আসছেন আমিশা-সানি। photo source Instagram
advertisement
5/6
২০ বছর আগে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মা এখন তরতাজা যুবক। তাঁকে এই ছবিতে দেখা যাবে কিনা জানা নেই। তবে আমিশা ও সানির কিন্তু ২০ বছরে খুব বেশি পরিবর্তন হয়নি। photo source Instagram
২০ বছর আগে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মা এখন তরতাজা যুবক। তাঁকে এই ছবিতে দেখা যাবে কিনা জানা নেই। তবে আমিশা ও সানির কিন্তু ২০ বছরে খুব বেশি পরিবর্তন হয়নি। photo source Instagram
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ায় নিজেদের শ্যুটিংয়ের প্রথম দিনের ছবি শেয়ার করেছেন আমিশা ও সানি। পরিচালক জানিয়েছেন এবারের 'গদর ২'-তে বেশিটা জুড়েই থাকবে তারা সিং ও সাকিনার প্রেম। photo source Instagram
সোশ্যাল মিডিয়ায় নিজেদের শ্যুটিংয়ের প্রথম দিনের ছবি শেয়ার করেছেন আমিশা ও সানি। পরিচালক জানিয়েছেন এবারের 'গদর ২'-তে বেশিটা জুড়েই থাকবে তারা সিং ও সাকিনার প্রেম। photo source Instagram
advertisement
advertisement
advertisement