সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুলের মাইনে কত? শুনলে হয়তো বিশ্বাস হবে না আপনার!

Last Updated:
Dona Ganguly- অনেকেই সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুলে নাচ শিখতে চান। তবে খরচ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আজ আমরা আপনাদের সেই বিষয়ে বলব।
1/6
নাচের স্কুলে বাগদেবীর আরাধনায় ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এদিন তাঁর মা ও মেয়ে সানাকে নিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নাচের স্কুলে বাগদেবীর আরাধনায় ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এদিন তাঁর মা ও মেয়ে সানাকে নিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/6
প্রত্যেক বছরের মতো এবারও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে সরস্বতী পুজো হয়। মা স্বপ্না রায় ও মেয়ে সানাকে নিয়ে ছবি তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। এখন বেশিরভাগ সময় সানা বিদেশেই থাকেন। তবে এখন তিনি আছেন বাড়িতেই।
প্রত্যেক বছরের মতো এবারও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে সরস্বতী পুজো হয়। মা স্বপ্না রায় ও মেয়ে সানাকে নিয়ে ছবি তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। এখন বেশিরভাগ সময় সানা বিদেশেই থাকেন। তবে এখন তিনি আছেন বাড়িতেই।
advertisement
3/6
সরব্সতী পুজোর দিন ডোনা পরেছিলেন সাদা শাড়ি-ব্লাউজ, আর তাঁর মা স্বপ্না রায়ের গায়ে ছিল বাসন্তী রঙের চাদর। আর সানা পরেছিলেন সোনালি রঙের সালোয়ার কামিজ। ছবিটি পোস্ট করে ডোনা লেখেন, ‘With Maa and Sana’(মা ও সানার সঙ্গে)।
সরস্বতী পুজোর দিন ডোনা পরেছিলেন সাদা শাড়ি-ব্লাউজ, আর তাঁর মা স্বপ্না রায়ের গায়ে ছিল বাসন্তী রঙের চাদর। আর সানা পরেছিলেন সোনালি রঙের সালোয়ার কামিজ। ছবিটি পোস্ট করে ডোনা লেখেন, ‘With Maa and Sana’(মা ও সানার সঙ্গে)।
advertisement
4/6
আলাদা করে হলুদ রঙের শাড়ি পরানো নাচের স্কুলের সরস্বতী মূর্তিটির ছবিও পোস্ট করেছেন ডোনা। মূর্তির চারপাশে সুন্দর করে দেওয়া আলপনার ছবিও পোস্ট করেছেন তিনি।
আলাদা করে হলুদ রঙের শাড়ি পরানো নাচের স্কুলের সরস্বতী মূর্তিটির ছবিও পোস্ট করেছেন ডোনা। মূর্তির চারপাশে সুন্দর করে দেওয়া আলপনার ছবিও পোস্ট করেছেন তিনি।
advertisement
5/6
অনেকেই সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুলে নাচ শিখতে চান। তবে খরচ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আজ আমরা আপনাদের সেই বিষয়ে বলব।
অনেকেই সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুলে নাচ শিখতে চান। তবে খরচ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আজ আমরা আপনাদের সেই বিষয়ে বলব।
advertisement
6/6
দীক্ষামঞ্জরির মাস মাইনে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। অফলাইন ক্লাসে ভর্তি হলে মাত্র ১০০০ টাকা দিতে হয়। মাসে বেতন ৬০০ টাকা। দীর্ঘদিন স্কুলের মাইনে ৬০০ টাকারও কম ছিল, বছর দুয়েক আগে সেই মাইনে কিছুটা বাড়ানো হয়। উল্লেখ্য, একটি ব্যাচে সর্বাধিক ২৫ জন থাকে। প্রাইভেট ক্লাস ও বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেতন কাঠামো আলাদা।
দীক্ষামঞ্জরির মাস মাইনে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। অফলাইন ক্লাসে ভর্তি হলে মাত্র ১০০০ টাকা দিতে হয়। মাসে বেতন ৬০০ টাকা। দীর্ঘদিন স্কুলের মাইনে ৬০০ টাকারও কম ছিল, বছর দুয়েক আগে সেই মাইনে কিছুটা বাড়ানো হয়। উল্লেখ্য, একটি ব্যাচে সর্বাধিক ২৫ জন থাকে। প্রাইভেট ক্লাস ও বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেতন কাঠামো আলাদা।
advertisement
advertisement
advertisement