Rishi Kaushik Real Name: বাংলায় এসে কেন বদলে ফেলেন নিজের নাম? ঋষি কৌশিকের আসল নাম কী? জানালেন নায়ক নিজেই!

Last Updated:
Rishi Kaushik Real Name: কলেজ পাশ করে কাজের সন্ধানে অসম থেকে কলকাতায় পাড়ি দেন ঋষি। সেই ২০০২ সালে। তার পর এই রাজ্যই তাঁর ঘরবাড়ি। কিন্তু এখনও তাঁর শিকড় পড়ে রয়েছে সেই অসমের মাটিতে।
1/6
ঋষি কৌশিক। এই নামেই পরিচিত ‘ইষ্টি কুটুম’-এর নায়ক অর্চিষ্মান মুখোপাধ্যায়। একের পর এক বাংলা ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকের ঘরের ছেলেটি হয়ে গিয়েছেন তিনি।
ঋষি কৌশিক। এই নামেই পরিচিত ‘ইষ্টি কুটুম’-এর নায়ক অর্চিষ্মান মুখোপাধ্যায়। একের পর এক বাংলা ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকের ঘরের ছেলেটি হয়ে গিয়েছেন তিনি।
advertisement
2/6
তবে জানেন কি, তিনি আসলে বাঙালি নন। তাঁর বাংলা শুনে অবশ্য সে কথা বোঝা প্রায় অসম্ভব। কিন্তু ঋষি আসলে অসমীয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। অসমের তেজপুরে তাঁর বাড়ি।
তবে জানেন কি, তিনি আসলে বাঙালি নন। তাঁর বাংলা শুনে অবশ্য সে কথা বোঝা প্রায় অসম্ভব। কিন্তু ঋষি আসলে অসমীয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। অসমের তেজপুরে তাঁর বাড়ি।
advertisement
3/6
কলেজ পাশ করে কাজের সন্ধানে অসম থেকে কলকাতায় পাড়ি দেন ঋষি। সেই ২০০২ সালে। তার পর এই রাজ্যই তাঁর ঘরবাড়ি। কিন্তু এখনও তাঁর শিকড় পড়ে রয়েছে সেই অসমের মাটিতে।
কলেজ পাশ করে কাজের সন্ধানে অসম থেকে কলকাতায় পাড়ি দেন ঋষি। সেই ২০০২ সালে। তার পর এই রাজ্যই তাঁর ঘরবাড়ি। কিন্তু এখনও তাঁর শিকড় পড়ে রয়েছে সেই অসমের মাটিতে।
advertisement
4/6
আর সেই অহমিয়া ছেলেটির ভাল নাম কিন্তু ঋষি নয়। আজ তিনি তাঁর ডাক নামেই পরিচিত বটে। কিন্তু তাঁর ভাল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। কিন্তু কেন এই নাম বদল?
আর সেই অহমিয়া ছেলেটির ভাল নাম কিন্তু ঋষি নয়। আজ তিনি তাঁর ডাক নামেই পরিচিত বটে। কিন্তু তাঁর ভাল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। কিন্তু কেন এই নাম বদল?
advertisement
5/6
ডাক নামই তাঁর ভাল নাম হয়ে গেল কেন? নিউজ18 বাংলাকে অভিনেতা বললেন, ‘‘আসলে বাড়ির ডাক নামেই লোকে বেশি ডাকত। তাই ওই নামটিই এখন ভাল নাম হয়ে গিয়েছে।’’
ডাক নামই তাঁর ভাল নাম হয়ে গেল কেন? নিউজ18 বাংলাকে অভিনেতা বললেন, ‘‘আসলে বাড়ির ডাক নামেই লোকে বেশি ডাকত। তাই ওই নামটিই এখন ভাল নাম হয়ে গিয়েছে।’’
advertisement
6/6
কামাখ্যা কিঙ্কর হোন বা ঋষি, তিনি সকলের প্রিয় অভিনেতা ছিলেন, থাকবেন। নামে কী বা আসে যায়!
কামাখ্যা কিঙ্কর হোন বা ঋষি, তিনি সকলের প্রিয় অভিনেতা ছিলেন, থাকবেন। নামে কী বা আসে যায়!
advertisement
advertisement
advertisement