Actor: আপনি কি জানেন ভারতে প্রথম কোন নায়ক ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন? রয়েছে তাঁর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও...

Last Updated:
Actor: অনেকেই হয়তো জানেন না যে, ভারতের প্রথম নায়ক কে, যিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন !
1/7
আজকাল সিনেমার জগতে এক কোটি টাকার পারিশ্রমিক খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ২০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক পাচ্ছেন। কিন্তু একসময় এক কোটি টাকা নেওয়া ছিল অনেক বড় ব্যাপার। অনেকেই হয়তো জানেন না যে, ভারতের প্রথম নায়ক কে, যিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন! এই নায়ক নিজের অভিনয়, স্ক্রিন প্রেজেন্স এবং নৃত্য দক্ষতার জন্য অতীব জনপ্রিয়।
আজকাল সিনেমার জগতে এক কোটি টাকার পারিশ্রমিক খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ২০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক পাচ্ছেন। কিন্তু একসময় এক কোটি টাকা নেওয়া ছিল অনেক বড় ব্যাপার। অনেকেই হয়তো জানেন না যে, ভারতের প্রথম নায়ক কে, যিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন! এই নায়ক নিজের অভিনয়, স্ক্রিন প্রেজেন্স এবং নৃত্য দক্ষতার জন্য অতীব জনপ্রিয়।
advertisement
2/7
১৯৭৮ সালে শুরু হওয়া তাঁর চলচ্চিত্র কেরিয়ার এখনও সমান তালে চলছে, এটি তাঁর কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং প্রতিভার প্রমাণ। এই কারণেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন, যা ভারতের কোনও নায়ক অর্জন করতে পারেননি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব তিনি। সেই নায়ক আর কেউ নন, মেগাস্টার চিরঞ্জীবী।
১৯৭৮ সালে শুরু হওয়া তাঁর চলচ্চিত্র কেরিয়ার এখনও সমান তালে চলছে, এটি তাঁর কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং প্রতিভার প্রমাণ। এই কারণেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন, যা ভারতের কোনও নায়ক অর্জন করতে পারেননি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব তিনি। সেই নায়ক আর কেউ নন, মেগাস্টার চিরঞ্জীবী।
advertisement
3/7
চিরঞ্জীবী এক কনস্টেবলের পরিবার থেকে এসে ধীরে ধীরে তিনি মেগাস্টারে পরিণত হন। তিনি অন্ধ্রপ্রদেশের মোগলথুরে জন্মগ্রহণ করেন। চিরঞ্জীবীর আসল নাম কোনিদেলা শিব শঙ্কর ভারপ্রসাদ। সিনেমার প্রতি আগ্রহ নিয়ে মাদ্রাজ মেলে চড়েছিলেন শিব শঙ্কর ভারপ্রসাদ, তাঁর মায়ের পরামর্শে নাম পরিবর্তন করে চিরঞ্জীবী রাখেন।
চিরঞ্জীবী এক কনস্টেবলের পরিবার থেকে এসে ধীরে ধীরে তিনি মেগাস্টারে পরিণত হন। তিনি অন্ধ্রপ্রদেশের মোগলথুরে জন্মগ্রহণ করেন। চিরঞ্জীবীর আসল নাম কোনিদেলা শিব শঙ্কর ভারপ্রসাদ। সিনেমার প্রতি আগ্রহ নিয়ে মাদ্রাজ মেলে চড়েছিলেন শিব শঙ্কর ভারপ্রসাদ, তাঁর মায়ের পরামর্শে নাম পরিবর্তন করে চিরঞ্জীবী রাখেন।
advertisement
4/7
পুন্ডিরাল্লু সিনেমা দিয়ে তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু হলেও ১৯৭৮ সালে তাঁর দ্বিতীয় ছবি 'প্রণাম খারিধু' দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে জয়যাত্রা শুরু করেন। এর পর চিরঞ্জীবী 'মানভুরি পান্ডাভুলু' ছবি দিয়ে পরিচিতি আর জনপ্রিয়তা পান। ১৯৮৩ সালে 'খাইদি' সিনেমা দিয়ে বক্স অফিস সাফল্যের পাশাপাশি তিনি তারকার খ্যাতি অর্জন করেন। প্রায় দুই দশক ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে চিরঞ্জীবী রাজত্ব করেছেন। একের পর এক হিট ছবি তাঁকে অবিস্মরণীয় সাফল্য এনে দেয়। ১৯৮০-এর দশকের শেষের দিকে তিনি এক বছরে ১৪টি হিট সিনেমার রেকর্ড গড়েন এবং ভারতীয় সিনেমায় 'দ্য নিউ মানি মেশিন' খেতাব অর্জন করেন।
পুন্ডিরাল্লু সিনেমা দিয়ে তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু হলেও ১৯৭৮ সালে তাঁর দ্বিতীয় ছবি 'প্রণাম খারিধু' দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে জয়যাত্রা শুরু করেন। এর পর চিরঞ্জীবী 'মানভুরি পান্ডাভুলু' ছবি দিয়ে পরিচিতি আর জনপ্রিয়তা পান। ১৯৮৩ সালে 'খাইদি' সিনেমা দিয়ে বক্স অফিস সাফল্যের পাশাপাশি তিনি তারকার খ্যাতি অর্জন করেন। প্রায় দুই দশক ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে চিরঞ্জীবী রাজত্ব করেছেন। একের পর এক হিট ছবি তাঁকে অবিস্মরণীয় সাফল্য এনে দেয়। ১৯৮০-এর দশকের শেষের দিকে তিনি এক বছরে ১৪টি হিট সিনেমার রেকর্ড গড়েন এবং ভারতীয় সিনেমায় 'দ্য নিউ মানি মেশিন' খেতাব অর্জন করেন।
advertisement
5/7
‘দ্য উইক’ অনুসারে চিরঞ্জীবীই ভারতের প্রথম অভিনেতা হিসেবে ১ কোটি টাকার পারিশ্রমিক নিয়ে রেকর্ড তৈরি করেন। ১৯৯০-এর দশকের শুরুতে প্রযোজককে সবচেয়ে বেশি লাভ দেওয়া নায়ক হিসেবে এই মেগাস্টার প্রতিটি ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তত দিন পর্যন্ত অমিতাভ বচ্চনও এত পারিশ্রমিক নেননি। চলচ্চিত্রে সেকেন্ড ইনিংসে অমিতাভ ১ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া দেশের দ্বিতীয় অভিনেতা হয়ে ওঠেন।
‘দ্য উইক’ অনুসারে চিরঞ্জীবীই ভারতের প্রথম অভিনেতা হিসেবে ১ কোটি টাকার পারিশ্রমিক নিয়ে রেকর্ড তৈরি করেন। ১৯৯০-এর দশকের শুরুতে প্রযোজককে সবচেয়ে বেশি লাভ দেওয়া নায়ক হিসেবে এই মেগাস্টার প্রতিটি ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তত দিন পর্যন্ত অমিতাভ বচ্চনও এত পারিশ্রমিক নেননি। চলচ্চিত্রে সেকেন্ড ইনিংসে অমিতাভ ১ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া দেশের দ্বিতীয় অভিনেতা হয়ে ওঠেন।
advertisement
6/7
চিরঞ্জীবী নৃত্যশিল্পেও অত্যন্ত দক্ষ। অনেক নৃত্যশিল্পীকে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়ার কৃতিত্বও তাঁর প্রাপ্য। তিনি তাঁর চলচ্চিত্রে নৃত্যকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং একে একটি গুরুত্বপূর্ণ বিভাগে রূপান্তরিত করেছিলেন। এভাবে, তিনি তাঁর কেরিয়ার জুড়ে ৫৩৭টি গানে ২৪ হাজারেরও বেশি নৃত্য প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছিলেন। এর মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস চিরঞ্জীবীকে ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’ হিসেবে প্রশংসা করেছে।
চিরঞ্জীবী নৃত্যশিল্পেও অত্যন্ত দক্ষ। অনেক নৃত্যশিল্পীকে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়ার কৃতিত্বও তাঁর প্রাপ্য। তিনি তাঁর চলচ্চিত্রে নৃত্যকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং একে একটি গুরুত্বপূর্ণ বিভাগে রূপান্তরিত করেছিলেন। এভাবে, তিনি তাঁর কেরিয়ার জুড়ে ৫৩৭টি গানে ২৪ হাজারেরও বেশি নৃত্য প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছিলেন। এর মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস চিরঞ্জীবীকে ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’ হিসেবে প্রশংসা করেছে।
advertisement
7/7
বর্তমানে, চিরঞ্জীবী একাধিক কাজ নিয়ে ব্যস্ত। বিশ্বম্ভর ছবির শ্যুটিংয়ের পর অনিল রবিপুদি পরিচালিত ‘মন শঙ্কর বরপ্রসাদ’ ছবির শ্যুটিং পুরোদমে চলছে। ২০২৬ সালের সংক্রান্তিতে এর মুক্তির তারিখ ঠিক রা হয়েছে। এই ছবির পরে তিনি দশেরা খ্যাত শ্রীকান্ত ওড়ের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলারে অভিনয় করবেন।
বর্তমানে, চিরঞ্জীবী একাধিক কাজ নিয়ে ব্যস্ত। বিশ্বম্ভর ছবির শ্যুটিংয়ের পর অনিল রবিপুদি পরিচালিত ‘মন শঙ্কর বরপ্রসাদ’ ছবির শ্যুটিং পুরোদমে চলছে। ২০২৬ সালের সংক্রান্তিতে এর মুক্তির তারিখ ঠিক রা হয়েছে। এই ছবির পরে তিনি দশেরা খ্যাত শ্রীকান্ত ওড়ের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলারে অভিনয় করবেন।
advertisement
advertisement
advertisement