'জাদু'কে মনে আছে? কোই মিল গয়্যা-র 'ভিনগ্রহী' আসলে কে? মুখোশের পিছনে চেনা মুখ!

Last Updated:
Koi Mil Gaya- হিন্দি, মারাঠি, গুজরাতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা যায়, কোই মিল গয়্যা-র শুটিং-এর সময় প্রায়ই তাঁকে অক্সিজেন নিতে হত।
1/8
বলিউডের অন্যতম সফল সিনেমা। কোই মিল গয়্যা। একটা সময় এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। হৃত্বিক রোশন, প্রীতি জিন্টা অভিনীত সেই সিনেমার মূল আকর্ষণ ছিল এক ভিনগ্রহী, যার নাম দেওয়া হয়েছিল জাদু।
বলিউডের অন্যতম সফল সিনেমা। কোই মিল গয়্যা। একটা সময় এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। হৃত্বিক রোশন, প্রীতি জিন্টা অভিনীত সেই সিনেমার মূল আকর্ষণ ছিল এক ভিনগ্রহী, যার নাম দেওয়া হয়েছিল জাদু।
advertisement
2/8
নীল রঙের অদ্ভুত দর্শন মুখোশের আড়ালে কিন্তু ছিল এক চেনা মুখ। সেই মুখোশ পরে যিনি জাদু-র ভূমিকায় অভিনয় করেন, তাঁর মুখ অনেকেরই চেনা। তবে সেই ব্যক্তি খুব একটা জনপ্রিয়তা পাননি। তবে তিনি বলিউড ও হলিউড মিলিয়ে প্রায় ৩০০ ছবিতে কাজ করেছেন।
নীল রঙের অদ্ভুত দর্শন মুখোশের আড়ালে কিন্তু ছিল এক চেনা মুখ। সেই মুখোশ পরে যিনি জাদু-র ভূমিকায় অভিনয় করেন, তাঁর মুখ অনেকেরই চেনা। তবে সেই ব্যক্তি খুব একটা জনপ্রিয়তা পাননি। তবে তিনি বলিউড ও হলিউড মিলিয়ে প্রায় ৩০০ ছবিতে কাজ করেছেন।
advertisement
3/8
২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পেয়েছিল কোই মিল গয়্যা। সেই সিনেমার থিম ছিল কল্পবিজ্ঞান। এক ভিনগ্রহী পৃথিবীতে চলে এসেছিল ভুল করে। তার পর তাকে ঘিরেই কাহিনি গড়াতে থাকে।
২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পেয়েছিল কোই মিল গয়্যা। সেই সিনেমার থিম ছিল কল্পবিজ্ঞান। এক ভিনগ্রহী পৃথিবীতে চলে এসেছিল ভুল করে। তার পর তাকে ঘিরেই কাহিনি গড়াতে থাকে।
advertisement
4/8
সেই সময় অনেকে ভেবেছিলেন, জাদু চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল কোনও প্রযুক্তির সাহায্যে বা ক্যামেরার কারসাজিতে। তবে আদতে ব্যাপারটা তা নয়। জাদুর মুখোশের আড়ালে ছিলেন এক ব্যক্তি।
সেই সময় অনেকে ভেবেছিলেন, জাদু চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল কোনও প্রযুক্তির সাহায্যে বা ক্যামেরার কারসাজিতে। তবে আদতে ব্যাপারটা তা নয়। জাদুর মুখোশের আড়ালে ছিলেন এক ব্যক্তি।
advertisement
5/8
জাদুর মুখোশের আড়ালে ছিলেন অভিনেতা ইন্দ্রবদন পুরোহিত। বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি হলিউডেও কাজ করেছেন। তবে কখনওই সেভাবে জনপ্রিয়তা পাননি। তিনি বরাবর চেনা মুখ হয়েই থেকেছেন।
জাদুর মুখোশের আড়ালে ছিলেন অভিনেতা ইন্দ্রবদন পুরোহিত। বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি হলিউডেও কাজ করেছেন। তবে কখনওই সেভাবে জনপ্রিয়তা পাননি। তিনি বরাবর চেনা মুখ হয়েই থেকেছেন।
advertisement
6/8
গোটা সিনেমায় একবারের জন্যও ইন্দ্রবদনের মুখ দেখা যায়নি। তিনি থেকে গিয়েছিলেন জাদুর মুখোশের আড়ালে। ফলে তাঁর পরিচিতি পাওয়ার প্রশ্নও ছিল না। তাঁর ছোটখাটো চেহারা জাদু চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য ছিল আদর্শ।
গোটা সিনেমায় একবারের জন্যও ইন্দ্রবদনের মুখ দেখা যায়নি। তিনি থেকে গিয়েছিলেন জাদুর মুখোশের আড়ালে। ফলে তাঁর পরিচিতি পাওয়ার প্রশ্নও ছিল না। তাঁর ছোটখাটো চেহারা জাদু চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য ছিল আদর্শ।
advertisement
7/8
জানা যায়, ৩ ফিট উচ্চতা ছিল ইন্দ্রবদনের। বলিউডের পরিচিত সার্কিট-এ তিনি ছোটে উস্তাদ নামেই বেশি পরিচিত ছিলেন। একাধিক হিন্দি ধারাবাহিতে কাজ করেছেন তিনি।
জানা যায়, ৩ ফিট উচ্চতা ছিল ইন্দ্রবদনের। বলিউডের পরিচিত সার্কিট-এ তিনি ছোটে উস্তাদ নামেই বেশি পরিচিত ছিলেন। একাধিক হিন্দি ধারাবাহিতে কাজ করেছেন তিনি।
advertisement
8/8
হিন্দি, মারাঠি, গুজরাতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা যায়, কোই মিল গয়্যা-র শুটিং-এর সময় প্রায়ই তাঁকে অক্সিজেন নিতে হত। কারণ মুখোশের আড়ালে থাকার সময় তাঁর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হত।
হিন্দি, মারাঠি, গুজরাতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা যায়, কোই মিল গয়্যা-র শুটিং-এর সময় প্রায়ই তাঁকে অক্সিজেন নিতে হত। কারণ মুখোশের আড়ালে থাকার সময় তাঁর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হত।
advertisement
advertisement
advertisement