Dharmendra's First Love: তাঁর দুই স্ত্রী প্রকাশ-হেমা নন! ধর্মেন্দ্রর প্রথম প্রেম এক অন্য নারী! প্রথম ভালবাসাকে ভুলতে পারেননি সুপারস্টার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dharmendra's First Love:জীবনের প্রথম প্রেমিকার প্রতি তাঁর বিশুদ্ধ অনুভূতির কথা খুলে বলেছিলেন সুপারস্টার। জীবনের পথে দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও কৈশোরের প্রথম প্রেম ভুলতে পারেননি শোলে-এর বীরু৷
advertisement
advertisement
advertisement
হামিদা ধর্মেন্দ্রর নিষ্পাপ ভালবাসা সম্পর্কে জানতেন না৷ কারণ ধর্মেন্দ্র তাঁর মনের প্রেম কখনও স্বীকার করার সাহস পাননি। তিনি তাঁর অনুভূতিগুলি হৃদয়ে চেপে রেখেছিলেন এবং পরে কবিতা আকারে লিখেছিলেন। সলমনের শো-এ বাবা-ছেলের উপস্থিতির সময়, ববি দেওল তাঁর বাবাকে কবিতাটির কথা মনে করিয়ে দিয়েছিলেন, এবং প্রবীণ তারকা উত্তর দিয়েছিলেন যে তিনি এটি বহু বছর আগে লিখেছিলেন, যখন তিনি ছাত্র ছিলেন এবং দেশভাগ তখনও ঘটেনি।
advertisement
advertisement
ধর্মেন্দ্রর বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি, তিনি তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে তাঁর অপ্রচলিত প্রেমের গল্পের জন্য সুপরিচিত। বলিউডে প্রবেশের আগে ধর্মেন্দ্র ১৯৫৪ সালে ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। তাঁদের চার সন্তান রয়েছে-ছেলে, সানি এবং ববি দেওল এবং মেয়ে, বিজেতা এবং অজিতা।
advertisement
স্ত্রী, একাধিক সন্তানকে নিয়ে ভরপুর সংসারী ধর্মেন্দ্রর সঙ্গে প্রেমের জোয়ারে ভেসে যান তাঁর সহ-নায়িকা সুন্দরী হেমা মালিনী৷ প্রকাশকে ডিভোর্স না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র৷ তাঁদের দুই মেয়ে এষা এবং অহনা৷ ধর্মেন্দ্রর দুই সংসার কোনও দিন সংঘাতের কেন্দ্রে আসেনি৷ সমান্তরাল পথে এগিয়ে গিয়েছে তাঁর রঙিন মনের বার্তা নিয়ে৷
