হোম » ছবি » বিনোদন » কন্যা সম্প্রদানহীন বৈদিক বিয়ে, বিয়ের ছবিতে দেবলীনা-গৌরবের প্রোফাইলে মধুমাস
Devlina Kumar : কন্যা সম্প্রদানের রীতিহীন বৈদিক মতে বিয়ে, সাতপাকে বাঁধা পড়ার একগুচ্ছ ছবিতে দেবলীনা-গৌরবের প্রোফাইলে অকাল মধুমাস
Bangla Digital Desk
1/ 12
মাত্র ৮ মাস হয়েছে ৷ এখনও যায়নি নতুন বিয়ের গন্ধ ৷ সেই আবহেই ফের বিয়ের ছবি শেয়ার করলেন দেবলীনা কুমার ৷
2/ 12
গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা উত্তমকুমারের নাতবৌ দেবলীনার প্রোফাইল জুড়ে এখন অকাল মধুমাস ৷
3/ 12
গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি ৷ তবে তাঁদের বিয়ে ছিল প্রচলিত ধারা থেকে একদম অন্যরকম ৷
4/ 12
তিন দিন তিন রকম মতে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেন গৌরব-দেবলীনা ৷
5/ 12
গত ৯ ডিসেম্বর বৈদিক মতে তাঁদের বিয়ে হয় ৷ এই বিয়েতে কন্যা সম্প্রদানের কোনও রীতি পালিত হয়নি ৷
6/ 12
১৩ ডিসেম্বর ইসলাম মতানুযায়ী ফের বিয়ে হয় তাঁদের। ১৫ ডিসেম্বর রিসেপশনের দিন আবার খ্রিস্টান মতে বিয়ে করেন গৌরব ও দেবলীনা।
7/ 12
রিসেপশনের তিন দিন পরই নবদম্পতি নিভৃতে সময় কাটাতে যান দার্জিলিঙে ৷ অতিমারির দ্বিতীয় তরঙ্গ স্তিমিত হওয়ার পর তাঁরা আবার গিয়েছিলেন গোয়ায় ৷
8/ 12
তিন বছরের প্রেম পর্ব কাটিয়ে দাম্পত্যে পা রাখেন গৌরব-দেবলীনা ৷ এক সাক্ষাৎকারে দেবলীনা জানান, তাঁদের সম্পর্কের সূত্রপাত প্রেমের মাধ্যমেই ৷
9/ 12
বরাবরই দেবলীনার ইচ্ছে ছিল তাঁর বিয়ের সময় কন্যা সম্প্রদান করা হবে না। কারণ তিনি মনে করেন, কন্যা কখনও দানসামগ্রী হতে পারে না।
10/ 12
অতিমারির কারণে খুব বেশি লোককে নিমন্ত্রণ জানানো যায়নি। কাছের আত্মীয়পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান। তবে খুশির রোশনাইয়ের কোনও অভাব ছিল না সেখানে।
11/ 12
বিয়ে, মধুচন্দ্রিমা থেকে শুরু করে এলাহি জামাইষষ্ঠী, সব ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন দেবলীনা ৷
12/ 12
চট্টোপাধ্যায় পরিবারের বাড়িতে পা রেখে কেমন ছিল প্রথম দিন নববধূ দেবলীনার সাজ? সম্প্রতি শেয়ার করেছেন সেই ছবিও ৷
Devlina Kumar : কন্যা সম্প্রদানের রীতিহীন বৈদিক মতে বিয়ে, সাতপাকে বাঁধা পড়ার একগুচ্ছ ছবিতে দেবলীনা-গৌরবের প্রোফাইলে অকাল মধুমাস
অতিমারির কারণে খুব বেশি লোককে নিমন্ত্রণ জানানো যায়নি। কাছের আত্মীয়পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান। তবে খুশির রোশনাইয়ের কোনও অভাব ছিল না সেখানে।