Dev and Rukmini: সিগারেট ছাড়াই ব্যোমকেশ হয়ে উঠব, পর্দায় ধূমপান করবে না দেবের ব্যোমকেশ! নেপথ্যে রুক্মিণী

Last Updated:
দেব জানিয়েছিলেন তাঁকে বড় পর্দায় এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'দূর্গ রহস্য' অবলম্বনে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'। এই ব্যোমকেশ কাহিনিতে ব্যোমকেশকে সিগারেট খেতে দেখা যাবে না বলে জানালেন স্বয়ং দেব।
1/7
দেব জানিয়েছিলেন তাঁকে বড় পর্দায় এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'দূর্গ রহস্য' অবলম্বনে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'। এই ব্যোমকেশ কাহিনিতে ব্যোমকেশকে সিগারেট খেতে দেখা যাবে না বলে জানালেন স্বয়ং দেব।
দেব জানিয়েছিলেন তাঁকে বড় পর্দায় এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'দূর্গ রহস্য' অবলম্বনে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'। এই ব্যোমকেশ কাহিনিতে ব্যোমকেশকে সিগারেট খেতে দেখা যাবে না বলে জানালেন স্বয়ং দেব।
advertisement
2/7
দেব যখন প্রথম জানিয়েছিলেন তাঁকে ব্যোমকেশ রূপে দেখতে পাবে দর্শকরা। তখন থেকেই তাঁকে পড়তে হয়েছিল নানা সমালোচনার মুখে। টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাও বলেছিলেন ব্যোমকেশের চরিত্রের দেবকে মানাবে না। তাছাড়াও আরও নানা কটূক্তি ও ট্রোলের শিকার হতে হয় অভিনেতাকে।
দেব যখন প্রথম জানিয়েছিলেন তাঁকে ব্যোমকেশ রূপে দেখতে পাবে দর্শকরা। তখন থেকেই তাঁকে পড়তে হয়েছিল নানা সমালোচনার মুখে। টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাও বলেছিলেন ব্যোমকেশের চরিত্রের দেবকে মানাবে না। তাছাড়াও আরও নানা কটূক্তি ও ট্রোলের শিকার হতে হয় অভিনেতাকে।
advertisement
3/7
কিন্তু সবকিছুকে নস্যাৎ করে ১৪ জুলাই বিকেল পাঁচটায় মুক্তি পায় 'দুর্গরহস্য'-এর টিজার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ছবি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়। তবে নেটিজেনদের কাছে খুব প্রশংসিত হয় দেবের আসন্ন এই ছবির টিজার।
কিন্তু সবকিছুকে নস্যাৎ করে ১৪ জুলাই বিকেল পাঁচটায় মুক্তি পায় 'দুর্গরহস্য'-এর টিজার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ছবি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়। তবে নেটিজেনদের কাছে খুব প্রশংসিত হয় দেবের আসন্ন এই ছবির টিজার।
advertisement
4/7
এই ছবিতে ব্যোমকেশ রূপে দেব তো থাকছেনই তার পাশাপাশি অজিতের চরিত্রে থাকছেন অম্বরিশ ভট্টাচার্য এবং সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র। তাছাড়াও ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতাদের।
এই ছবিতে ব্যোমকেশ রূপে দেব তো থাকছেনই তার পাশাপাশি অজিতের চরিত্রে থাকছেন অম্বরিশ ভট্টাচার্য এবং সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র। তাছাড়াও ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতাদের।
advertisement
5/7
ছবি টিজার লঞ্চের দিন কিছু সংবাদমাধ্যমকে কথাপ্রসঙ্গে দেব জানান এই ছবিতে ব্যোমকেশকে ধূমপান করতে দেখা যাবে না। শুধু ব্যোমকেশ নয় অজিতকেও দেখা যাবে না সিগারেট খেতে।
ছবি টিজার লঞ্চের দিন কিছু সংবাদমাধ্যমকে কথাপ্রসঙ্গে দেব জানান এই ছবিতে ব্যোমকেশকে ধূমপান করতে দেখা যাবে না। শুধু ব্যোমকেশ নয় অজিতকেও দেখা যাবে না সিগারেট খেতে।
advertisement
6/7
তার কারণ হিসেবে দেব বলেন "বউ যদি অন্তঃসত্ত্বা হয় সেখানে ব্যোমকেশ বা অজিত কারওরই সিগারেট খাওয়া উচিত না। কারণ আমরাই আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করি। শুধু বউ না, বাড়িতে কেউ যদি প্রেগন্যান্ট থাকেন তাঁর কাছে ধূমপান করা একদম উচিত নয়। এটা সত্যি তাঁর জন্য ভীষণভাবে ক্ষতিকর। আমরা সেই বার্তাটাই দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি। গল্পটা ১৯৪২ সালের কিন্তু বর্তমান যুগেও যেন সেটা সমানভাবে প্রাসঙ্গিক হয় সেটাই আমাদের মূল চেষ্টা ছিল।"
তার কারণ হিসেবে দেব বলেন "বউ যদি অন্তঃসত্ত্বা হয় সেখানে ব্যোমকেশ বা অজিত কারওরই সিগারেট খাওয়া উচিত না। কারণ আমরাই আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করি। শুধু বউ না, বাড়িতে কেউ যদি প্রেগন্যান্ট থাকেন তাঁর কাছে ধূমপান করা একদম উচিত নয়। এটা সত্যি তাঁর জন্য ভীষণভাবে ক্ষতিকর। আমরা সেই বার্তাটাই দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি। গল্পটা ১৯৪২ সালের কিন্তু বর্তমান যুগেও যেন সেটা সমানভাবে প্রাসঙ্গিক হয় সেটাই আমাদের মূল চেষ্টা ছিল।"
advertisement
7/7
পাশাপাশি দেব বলেন " ব্যোমকেশের পর্দায় প্রথম দৃশ্যই হয় সিগারেট হাতে। সেখানে আমার চ্যানেল ছিল আমি সিগারেট ছাড়াই ব্যোমকেশ হয়ে উঠব।"
পাশাপাশি দেব বলেন " ব্যোমকেশের পর্দায় প্রথম দৃশ্যই হয় সিগারেট হাতে। সেখানে আমার চ্যানেল ছিল আমি সিগারেট ছাড়াই ব্যোমকেশ হয়ে উঠব।"
advertisement
advertisement
advertisement