Dev and Rukmini: সিগারেট ছাড়াই ব্যোমকেশ হয়ে উঠব, পর্দায় ধূমপান করবে না দেবের ব্যোমকেশ! নেপথ্যে রুক্মিণী
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দেব জানিয়েছিলেন তাঁকে বড় পর্দায় এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'দূর্গ রহস্য' অবলম্বনে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'। এই ব্যোমকেশ কাহিনিতে ব্যোমকেশকে সিগারেট খেতে দেখা যাবে না বলে জানালেন স্বয়ং দেব।
দেব জানিয়েছিলেন তাঁকে বড় পর্দায় এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'দূর্গ রহস্য' অবলম্বনে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত 'দুর্গরহস্য'। এই ব্যোমকেশ কাহিনিতে ব্যোমকেশকে সিগারেট খেতে দেখা যাবে না বলে জানালেন স্বয়ং দেব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তার কারণ হিসেবে দেব বলেন "বউ যদি অন্তঃসত্ত্বা হয় সেখানে ব্যোমকেশ বা অজিত কারওরই সিগারেট খাওয়া উচিত না। কারণ আমরাই আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করি। শুধু বউ না, বাড়িতে কেউ যদি প্রেগন্যান্ট থাকেন তাঁর কাছে ধূমপান করা একদম উচিত নয়। এটা সত্যি তাঁর জন্য ভীষণভাবে ক্ষতিকর। আমরা সেই বার্তাটাই দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি। গল্পটা ১৯৪২ সালের কিন্তু বর্তমান যুগেও যেন সেটা সমানভাবে প্রাসঙ্গিক হয় সেটাই আমাদের মূল চেষ্টা ছিল।"
advertisement