Darshana Banik-Sourav Das Wedding: আজ মা থাকলে কত খুশি হত, বিয়ের আগের দিন মন খারাপ মাতৃহারা দর্শনার, মায়ের দেওয়া দুল পরবেন কনে

Last Updated:
Darshana Banik-Sourav Das Wedding: দর্শনার মামা-মামি বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। এক সপ্তাহ আগে মামা দুর্ঘটনা কবলে। তাই তাঁরা ভাগ্নির বিয়ে দেখতে পারছেন না। খুবই মন খারাপ কনের। তবে দিদা কোনও ভাবে অল্প কিছু দিনের জন্য আসতে পেরেছেন।
1/9
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে দর্শনা বণিক এবং সৌরভ দাস। টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল। দেখতে দেখতে চলে এল সেই ডি-ডে।
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে দর্শনা বণিক এবং সৌরভ দাস। টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল। দেখতে দেখতে চলে এল সেই ডি-ডে।
advertisement
2/9
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
3/9
আজ, বৃহস্পতিবার সকালে, অধিবাস হল দর্শনার। বাবার সঙ্গে বসে নিয়ম পালন করলেন মেয়ে। দাদা এবং বৌদি ক্যালিফোর্নিয়া থেকে চলে এসেছেন সল্টলেকের বাড়ি।
আজ, বৃহস্পতিবার সকালে, অধিবাস হল দর্শনার। বাবার সঙ্গে বসে নিয়ম পালন করলেন মেয়ে। দাদা এবং বৌদি ক্যালিফোর্নিয়া থেকে চলে এসেছেন সল্টলেকের বাড়ি।
advertisement
4/9
দাদা-বৌদির সঙ্গে তাঁদের ছেলেও এসেছে পিসির বিয়ে দেখতে। বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা।
দাদা-বৌদির সঙ্গে তাঁদের ছেলেও এসেছে পিসির বিয়ে দেখতে। বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা।
advertisement
5/9
২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি। সেই থেকে মাতৃহারা মেয়ে বাবার সঙ্গেই থাকে। বাবার সঙ্গে দেশবিদেশ ঘুরতে যায়। বাবা-ই সব। আজ সেই বাবাকেও ছেড়ে যেতে হবে শ্বশুরবাড়ি।
২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি। সেই থেকে মাতৃহারা মেয়ে বাবার সঙ্গেই থাকে। বাবার সঙ্গে দেশবিদেশ ঘুরতে যায়। বাবা-ই সব। আজ সেই বাবাকেও ছেড়ে যেতে হবে শ্বশুরবাড়ি।
advertisement
6/9
আগামিকাল বিয়েতে মায়ের দেওয়া কানের দুল পরবেন দর্শনা। মা দিয়ে গিয়েছিলেন তাঁকে। দর্শনার কথায়, ‘‘মা বলে গিয়েছিল এটা যেন আমি আমার বিয়েতে পরি। অনেকেই বলছেন, এটা না পরে ওটা পর, সেটা পর, বেশি ভাল লাগবে। কিন্তু আমি ওটাই পরব।’’
আগামিকাল বিয়েতে মায়ের দেওয়া কানের দুল পরবেন দর্শনা। মা দিয়ে গিয়েছিলেন তাঁকে। দর্শনার কথায়, ‘‘মা বলে গিয়েছিল এটা যেন আমি আমার বিয়েতে পরি। অনেকেই বলছেন, এটা না পরে ওটা পর, সেটা পর, বেশি ভাল লাগবে। কিন্তু আমি ওটাই পরব।’’
advertisement
7/9
বিয়েতে বাকি যা গয়না পরছেন, তা নিজেরই। তবে এরকম কিছু গয়না আছে, যেগুলি আদপে তাঁর মায়েরই। বেশ কিছু বালা, চুড়ি যা তাঁর মা বেশি পরতে পারেননি, সেগুলি দিয়ে কাল সাজবেন দর্শনা।
বিয়েতে বাকি যা গয়না পরছেন, তা নিজেরই। তবে এরকম কিছু গয়না আছে, যেগুলি আদপে তাঁর মায়েরই। বেশ কিছু বালা, চুড়ি যা তাঁর মা বেশি পরতে পারেননি, সেগুলি দিয়ে কাল সাজবেন দর্শনা।
advertisement
8/9
তা ছাড়া দর্শনার মামা-মামি বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। এক সপ্তাহ আগে মামা দুর্ঘটনা কবলে। তাই তাঁরা ভাগ্নির বিয়ে দেখতে পারছেন না। খুবই মন খারাপ কনের। তবে দিদা কোনও ভাবে অল্প কিছু দিনের জন্য আসতে পেরেছেন।
তা ছাড়া দর্শনার মামা-মামি বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। এক সপ্তাহ আগে মামা দুর্ঘটনা কবলে। তাই তাঁরা ভাগ্নির বিয়ে দেখতে পারছেন না। খুবই মন খারাপ কনের। তবে দিদা কোনও ভাবে অল্প কিছু দিনের জন্য আসতে পেরেছেন।
advertisement
9/9
বাবাকে ছেড়ে যেতে মন খারাপ দর্শনার। তবে তাঁর কথায়, ‘‘আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে। এমনকি আমার অষ্টমঙ্গলার সময়ে বাবা সোলো ট্রিপে মিশর যাচ্ছে।’’ তবে বিয়ের পর বাপেরবাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে যাতায়াত থাকবে নায়িকার।
বাবাকে ছেড়ে যেতে মন খারাপ দর্শনার। তবে তাঁর কথায়, ‘‘আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে। এমনকি আমার অষ্টমঙ্গলার সময়ে বাবা সোলো ট্রিপে মিশর যাচ্ছে।’’ তবে বিয়ের পর বাপেরবাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে যাতায়াত থাকবে নায়িকার।
advertisement
advertisement
advertisement