মাদক কাণ্ডে এবার ডেকে পাঠানো হল বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কাকে !

Last Updated:
বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি।
1/5
সান্ডালহুড মাদক মামলায় নতুন করে বিপাকে ওবেরয় পরিবার। এর আগে এই মামলায় নাম জড়ানোয় গ্রেফতার করা হয়েছিল রাগিনী দ্বিবেদিকে।  ওবেরয়দের মুম্বইয়ের বাড়িতে তল্লাসির পর এবার বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নোটিস পাঠাল সিসিবি। photo source collected
সান্ডালহুড মাদক মামলায় নতুন করে বিপাকে ওবেরয় পরিবার। এর আগে এই মামলায় নাম জড়ানোয় গ্রেফতার করা হয়েছিল রাগিনী দ্বিবেদিকে। ওবেরয়দের মুম্বইয়ের বাড়িতে তল্লাসির পর এবার বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নোটিস পাঠাল সিসিবি। photo source collected
advertisement
2/5
সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কার ভাই আদিত্য আলভার নাম জড়ানোর পর থেকেই শুরু হয় শোরগোল। photo source collected
সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কার ভাই আদিত্য আলভার নাম জড়ানোর পর থেকেই শুরু হয় শোরগোল। photo source collected
advertisement
3/5
আদিত্য আলভার খোঁজে বৃহস্পতিবার বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি। সেখানে আদিত্যর খোঁজ পাওয়া যায়নি। photo source collected
আদিত্য আলভার খোঁজে বৃহস্পতিবার বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি। সেখানে আদিত্যর খোঁজ পাওয়া যায়নি। photo source collected
advertisement
4/5
এরপরই আদিত্য আলভার নামে জারি করা হয় নোটিস। বৃহস্পতিবার ওবেরয়দের বাড়িতে তল্লাসির পর শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিসিবি।photo source collected
এরপরই আদিত্য আলভার নামে জারি করা হয় নোটিস। বৃহস্পতিবার ওবেরয়দের বাড়িতে তল্লাসির পর শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিসিবি।photo source collected
advertisement
5/5
যদিও বিবেক ওবেরয়দের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে তাঁর স্ত্রীকে নোটিস পাঠানোয় চিন্তা বাড়ছে। photo source collected
যদিও বিবেক ওবেরয়দের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে তাঁর স্ত্রীকে নোটিস পাঠানোয় চিন্তা বাড়ছে। photo source collected
advertisement
advertisement
advertisement