Cinema and Cricket: আগে অভিনেত্রী পরে ক্রিকেটারের বউ তো অনেক হল, এবার ক্রিকেটারের বউ পা রাখছেন সিলভার স্ক্রিনে

Last Updated:
Cinema and Cricket: তাবড় সুন্দরীদের তিনি গোল দিতেন বলে বলে এবার তিনি একেবারে সিনেমা দুনিয়াতেই পা রাখছেন..
1/6
ইনস্টাগ্রাম সুপারস্টারের অভিষেক হচ্ছে 'আকাশম দাতি ভাস্তভা' ছবির মাধ্যমে। নাচের উপরেই এই ছবির গল্প ঘোরাফেরা করছে৷ আর এই তেলগু ছবি দিয়ে জাতীয় দলের তারকা ক্রিকেটারের বউ এবার সিলভার স্ক্রিনে৷ এই ছবিতে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর। ছবিটি পরিচালনা করছেন শশী কুমার।
ইনস্টাগ্রাম সুপারস্টারের অভিষেক হচ্ছে 'আকাশম দাতি ভাস্তভা' ছবির মাধ্যমে। নাচের উপরেই এই ছবির গল্প ঘোরাফেরা করছে৷ আর এই তেলগু ছবি দিয়ে জাতীয় দলের তারকা ক্রিকেটারের বউ এবার সিলভার স্ক্রিনে৷ এই ছবিতে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর। ছবিটি পরিচালনা করছেন শশী কুমার।
advertisement
2/6
যুজবেন্দ্র চাহালের স্ত্রী: যুজবেন্দ্র চাহালের স্ত্রী এবং পেশাদার নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা আবারও শিরোনামে। ধনশ্রী শীঘ্রই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাঁর প্রথম ছবির নাম 'আকাশম দাতি ভাস্তভা', যেটি তৈরি হচ্ছে দিল রাজুর প্রযোজনায়।
যুজবেন্দ্র চাহালের স্ত্রী: যুজবেন্দ্র চাহালের স্ত্রী এবং পেশাদার নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা আবারও শিরোনামে। ধনশ্রী শীঘ্রই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাঁর প্রথম ছবির নাম 'আকাশম দাতি ভাস্তভা', যেটি তৈরি হচ্ছে দিল রাজুর প্রযোজনায়।
advertisement
3/6
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত কোরিওগ্রাফার যশ। এছাড়াও মালায়ালাম অভিনেত্রী কার্তিকা মুরালিধরনকেও এই ছবিতে দেখা যাবে, যিনি 'সাবা নায়াকান' এবং 'সিআইএ'-এর মতো ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত কোরিওগ্রাফার যশ। এছাড়াও মালায়ালাম অভিনেত্রী কার্তিকা মুরালিধরনকেও এই ছবিতে দেখা যাবে, যিনি 'সাবা নায়াকান' এবং 'সিআইএ'-এর মতো ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
advertisement
4/6
ধনশ্রীর গুরুত্বপূর্ণ ভূমিকাএই ছবিতে ধনশ্রী ভার্মার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। ছবির গল্পটি নাচের  উপর ভিত্তি করে তৈরি, আর ধনশ্রী খুব ভাল নাচ করেন৷ ফলে এই চরিত্র তাঁর  প্রতিভার প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করবে। ধনশ্রী তার নাচের দক্ষতা এবং দুর্দান্ত অভিনয়ের জন্য এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিল।
ধনশ্রীর গুরুত্বপূর্ণ ভূমিকাএই ছবিতে ধনশ্রী ভার্মার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। ছবির গল্পটি নাচের  উপর ভিত্তি করে তৈরি, আর ধনশ্রী খুব ভাল নাচ করেন৷ ফলে এই চরিত্র তাঁর  প্রতিভার প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করবে। ধনশ্রী তার নাচের দক্ষতা এবং দুর্দান্ত অভিনয়ের জন্য এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিল।
advertisement
5/6
ধনশ্রী যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিয়ে থেকেই শিরোনামে থাকেন৷ কখনও সেটা ডান্স ভিডিও হতে পারে আবার কখনও সেটা গসিপ৷ যেমন এক সময় একটি পার্টিতে শ্রেয়স আইয়ার ও তাঁকে একসঙ্গে দেখা গিয়েছিল যার পরে চাহালের ঘর ভাঙছে এরকম একটা গসিপ খবর বাজারে ছেয়েছিল৷
ধনশ্রী যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিয়ে থেকেই শিরোনামে থাকেন৷ কখনও সেটা ডান্স ভিডিও হতে পারে আবার কখনও সেটা গসিপ৷ যেমন এক সময় একটি পার্টিতে শ্রেয়স আইয়ার ও তাঁকে একসঙ্গে দেখা গিয়েছিল যার পরে চাহালের ঘর ভাঙছে এরকম একটা গসিপ খবর বাজারে ছেয়েছিল৷
advertisement
6/6
এবার ফের একবার নিজের কেরিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে শিরোনাম ছিনিয়ে নিলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী৷
এবার ফের একবার নিজের কেরিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে শিরোনাম ছিনিয়ে নিলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী৷
advertisement
advertisement
advertisement