‘কখনও নিজের ছেলে হিসাবে দেখেনি’, মহেশ ভাটের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রথম পক্ষের ছেলে রাহুল

Last Updated:
মহেশ ভাটের চার সন্তান । প্রথম পক্ষ অর্থাৎ কিরণ ভাটের সঙ্গে দুই সন্তান- এক ছেলে, এক মেয়ে । রাহুল ভাট ও পূজা ভাট ।
1/10
• সুশান্ত মৃত্যুর পর থেকে বারংবার উঠে এসেছে মহেশ ভাটের নাম । কখনও সুশান্তকে কাজ না দেওয়ার অভিযোগ, কখনও আবার রিয়ার সঙ্গে সম্পর্ক, কখনও রিয়া-সুশান্তের সম্পর্কের মধ্যে তাঁর অনধিকার প্রবেশ... ঘুরে ফিরে এসেছে এই নামটি ।
• সুশান্ত মৃত্যুর পর থেকে বারংবার উঠে এসেছে মহেশ ভাটের নাম । কখনও সুশান্তকে কাজ না দেওয়ার অভিযোগ, কখনও আবার রিয়ার সঙ্গে সম্পর্ক, কখনও রিয়া-সুশান্তের সম্পর্কের মধ্যে তাঁর অনধিকার প্রবেশ... ঘুরে ফিরে এসেছে এই নামটি ।
advertisement
2/10
• এ বার নিজের সন্তানের আক্রমণের মুখে পড়তে হল পরিচালক-প্রযোজনক মহেশ ভাটকে । মহেশের একমাত্র ছেলে রাহুল ভাট বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর বাবা মহেশ ভাটকে নিয়ে ।
• এ বার নিজের সন্তানের আক্রমণের মুখে পড়তে হল পরিচালক-প্রযোজনক মহেশ ভাটকে । মহেশের একমাত্র ছেলে রাহুল ভাট বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর বাবা মহেশ ভাটকে নিয়ে ।
advertisement
3/10
• মহেশ ভাটের চার সন্তান । প্রথম পক্ষ অর্থাৎ কিরণ ভাটের সঙ্গে দুই সন্তান- এক ছেলে, এক মেয়ে । রাহুল ভাট ও পূজা ভাট ।
• মহেশ ভাটের চার সন্তান । প্রথম পক্ষ অর্থাৎ কিরণ ভাটের সঙ্গে দুই সন্তান- এক ছেলে, এক মেয়ে । রাহুল ভাট ও পূজা ভাট ।
advertisement
4/10
• পরের পক্ষ, সোনি রাজদানের সঙ্গেও দুই সন্তান । দুই মেয়ের একজন হলেন আলিয়া ভাট, অন্যজন শাহিন ভাট ।
• পরের পক্ষ, সোনি রাজদানের সঙ্গেও দুই সন্তান । দুই মেয়ের একজন হলেন আলিয়া ভাট, অন্যজন শাহিন ভাট ।
advertisement
5/10
• মহেশের একমাত্র ছেলে রাহুল বেশ কিছু বছর আগে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন । পারিপার্শ্বিক পরিস্থিতিতে পুরোনো সেই সাক্ষাৎকার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ।
• মহেশের একমাত্র ছেলে রাহুল বেশ কিছু বছর আগে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন । পারিপার্শ্বিক পরিস্থিতিতে পুরোনো সেই সাক্ষাৎকার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ।
advertisement
6/10
• ওই সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন, তাঁর বাবা একটি শয়তান । তাঁকে কোনওদিন নিজের ছেলে হিসাবে দেখেননি তিনি ।
• ওই সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন, তাঁর বাবা একটি শয়তান । তাঁকে কোনওদিন নিজের ছেলে হিসাবে দেখেননি তিনি ।
advertisement
7/10
• মহেশ নাকি তাঁর ছেলের নাম দিতে চেয়েছিলেন মহম্মদ । এই নামেই ডাকতেন তিনি । কিন্তু রাহলের মা তাতে বাধা দেন । নিজেকে প্রকৃত মুসলমান প্রমাণ করতেই নাকি এমন করেছিলেন মহেশ ।
• মহেশ নাকি তাঁর ছেলের নাম দিতে চেয়েছিলেন মহম্মদ । এই নামেই ডাকতেন তিনি । কিন্তু রাহলের মা তাতে বাধা দেন । নিজেকে প্রকৃত মুসলমান প্রমাণ করতেই নাকি এমন করেছিলেন মহেশ ।
advertisement
8/10
• কোনওদিন নিজের ছেলে’কে ইন্ডাস্ট্রিতে কাজ দেননি মহেশ । নিজের কোনও ছবিতে তাঁকে সই করাননি । আর এর ফলে বলিউডে জায়গাও হয়নি রাহুলের ।
• কোনওদিন নিজের ছেলে’কে ইন্ডাস্ট্রিতে কাজ দেননি মহেশ । নিজের কোনও ছবিতে তাঁকে সই করাননি । আর এর ফলে বলিউডে জায়গাও হয়নি রাহুলের ।
advertisement
9/10
• কারণ অন্য পরিচালক-প্রযোজকরা তাঁকে দেখে বলতে শুরু করে, যখন নিজের বাবারই ছেলের উপর ভরসা নেই, তখন আমরা কী ভরসা করব ।
• কারণ অন্য পরিচালক-প্রযোজকরা তাঁকে দেখে বলতে শুরু করে, যখন নিজের বাবারই ছেলের উপর ভরসা নেই, তখন আমরা কী ভরসা করব ।
advertisement
10/10
• বিগ বস-৪ এর প্রতিযোগী ছিলেন রাহুল।
• বিগ বস-৪ এর প্রতিযোগী ছিলেন রাহুল।
advertisement
advertisement
advertisement