Bollywood: 'চুমুর দৃশ্যে গা গুলিয়ে উঠল, মুখে কী পচা গন্ধ...', কোন নায়িকার কথা বললেন ববি দেওল? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নায়ক-নায়িকাদের চিত্রনাট্যের খাতিরে অনেক সময়েই কাছাকাছি আসতে হয়। এরকমই একটা মুহূর্তে বিপাকে পড়েছিলেন ববি দেওল। একটি গানের ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার সময় নায়িকার মুখের বাজে গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল ববির
নায়ক-নায়িকাদের চিত্রনাট্যের খাতিরে অনেক সময়েই কাছাকাছি আসতে হয়। এরকমই একটা মুহূর্তে বিপাকে পড়েছিলেন ববি দেওল। একটি গানের ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার সময় নায়িকার মুখের বাজে গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল ববির। ঠিক কী ঘটেছিল?
advertisement
তখন ১৯৯৭ সাল। ববি দেওল, কাজল ও মনীষা কৈরালা অভিনীত থ্রিলার ‘গুপ্ত: দ্য হিডন ট্রুথ’ সুপারডুপার হিট করেছে। বক্স-অফিসে বিপুল ব্যবসা দিয়েছে ছবিটি।
advertisement
'গুপ্ত'-এ ববি দেওল, কাজল আর মনীষার কেমিস্ট্রি পছন্দ করেছিল দর্শক। একটি সাক্ষাৎকারে ববি জানান, ছবির শুটিং-এ বেজায় বেকাদায় পড়েছিলেন তিনি। কারণ? মনীষা কৈরালা।
advertisement
ঠিক কী হয়েছিল? ববি জানান, সেদিন মনীষার সঙ্গে ‘বেচ্যানিয়া’ গানের শ্যুটিং চলছিল। মনীষার সঙ্গে ঘনিষ্ঠ হবেন ববি। মনীষা ববির গালে কামড় বসাবেন। সেইমতো দুজনে কাছাকাছি এসেছেন। কিন্তু যেই না মনীষা নিজের মুখ ববির কাছে এনেছেন, তাঁর তো গা গুলিয়ে বমি আসার যোগাড়। মনিষার মুখে নাকি উটকে ওঠা দুর্গন্ধ।
advertisement
ববি দেওল জানান, মনীষার মুখে নাকি তীব্র পেঁয়াজের গন্ধ ছিল যাতে তাঁর গা গুলিয়ে ওঠে। তাঁর কথায়, '' গানের দৃশ্য শুট করার আগেই মনীশা পেঁয়াজ দিয়ে চাট খায়। আমার মুখের কাছে এসে গালে কামড় দিতেই গন্ধটা পাই।''
advertisement