Bollywood Actress: সলমন, অক্ষয়ের ছবির নায়িকা, একের পর এক হিট, এক সিদ্ধান্তে বদলে গেল নায়িকার জীবন! এখন অবস্থা জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
বলিউডে এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি বহু সফল সিনেমার নায়িকা হয়েও এখন সিনে জগত্‍ থেকে অনেক দূরে। বলিউডের এক প্রতিষ্ঠিত নায়িকার জীবনে এমনই ঘটনা ঘটেছে।
1/7
বলিউডে অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার অনেকাংশে নির্ভর করে সিনেমার হিট বা ফ্লপ হওয়ার উপর। যাঁর যত বেশি ছবি হিট, তিনি তত বড় মাপের তারকা হতে পারেন।
বলিউডে অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার অনেকাংশে নির্ভর করে সিনেমার হিট বা ফ্লপ হওয়ার উপর। যাঁর যত বেশি ছবি হিট, তিনি তত বড় মাপের তারকা হতে পারেন।
advertisement
2/7
কিন্তু বলিউডে এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি বহু সফল সিনেমার নায়িকা হয়েও এখন সিনে জগত্‍ থেকে অনেক দূরে। বলিউডের এক প্রতিষ্ঠিত নায়িকার জীবনে এমনই ঘটনা ঘটেছে। নায়িকা অভিনয় জীবন শুরু হয়েছিল দক্ষিণী সিনেমাতে অভিনয় করে।
কিন্তু বলিউডে এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি বহু সফল সিনেমার নায়িকা হয়েও এখন সিনে জগত্‍ থেকে অনেক দূরে। বলিউডের এক প্রতিষ্ঠিত নায়িকার জীবনে এমনই ঘটনা ঘটেছে। নায়িকা অভিনয় জীবন শুরু হয়েছিল দক্ষিণী সিনেমাতে অভিনয় করে।
advertisement
3/7
পরবর্তীকালে বলিউডে সুপারস্টারের বিপরীতে অভিনয় করে কেরিয়ার শুরু করেন। হিন্দি সিনেমায় নায়িকার প্রথম ছবির হিরো ছিলেন আমির খান।
পরবর্তীকালে বলিউডে সুপারস্টারের বিপরীতে অভিনয় করে কেরিয়ার শুরু করেন। হিন্দি সিনেমায় নায়িকার প্রথম ছবির হিরো ছিলেন আমির খান।
advertisement
4/7
পরবর্তীকালে সলমন খান, অক্ষয় কুমারের মতো বলিপাড়ার তাবড় তাবড় হিরোদের সঙ্গে কাজ করেন নায়িকা। তবুও চটজলদি অভিনয়কে বিদায় জানান তিনি।
পরবর্তীকালে সলমন খান, অক্ষয় কুমারের মতো বলিপাড়ার তাবড় তাবড় হিরোদের সঙ্গে কাজ করেন নায়িকা। তবুও চটজলদি অভিনয়কে বিদায় জানান তিনি।
advertisement
5/7
একসময় বলিউড এবং দক্ষিণী সিনেমার জগত্‍ কাঁপিয়েছেন অসিন। তবে কেরিয়ারের মধ‍্য গগনেই সিনেমা জগতকে বিদায় জানান তিনি। কারণ ছিল অসিনের প্রেম। মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেছেন অসিন। বিয়ের আগেই অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন তিনি।
একসময় বলিউড এবং দক্ষিণী সিনেমার জগত্‍ কাঁপিয়েছেন অসিন। তবে কেরিয়ারের মধ‍্য গগনেই সিনেমা জগতকে বিদায় জানান তিনি। কারণ ছিল অসিনের প্রেম। মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেছেন অসিন। বিয়ের আগেই অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন তিনি।
advertisement
6/7
২৬ অক্টোবর ১৯৮৫ সালে কেরালার কোচিনে জন্ম অসিনের। তাঁক বাবা জোসেফ একজন ব্যবসায়ী এবং মা সেলিন ডাক্তার। অসিন কোচিনেই তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন। এরপর তিনি সেন্ট থেরেসা কলেজ থেকে স্নাতক হন। পরে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন। প্রাথমিক পর্যায়ে অসিন কোলগেটের বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন তাঁকে অনেক পরিচিতি এনে দেয়
২৬ অক্টোবর ১৯৮৫ সালে কেরালার কোচিনে জন্ম অসিনের। তাঁক বাবা জোসেফ একজন ব্যবসায়ী এবং মা সেলিন ডাক্তার। অসিন কোচিনেই তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন। এরপর তিনি সেন্ট থেরেসা কলেজ থেকে স্নাতক হন। পরে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন। প্রাথমিক পর্যায়ে অসিন কোলগেটের বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন তাঁকে অনেক পরিচিতি এনে দেয়
advertisement
7/7
পরে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন। প্রাথমিক পর্যায়ে অসিন কোলগেটের বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন তাঁকে অনেক পরিচিতি এনে দেয়
পরে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন। প্রাথমিক পর্যায়ে অসিন কোলগেটের বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন তাঁকে অনেক পরিচিতি এনে দেয়
advertisement
advertisement
advertisement