Alisha Chinai: ‘মেড ইন ইন্ডিয়া’র আলিশাকে মনে আছে? ৩০ বছর পর অনেক বদলে গিয়েছেন গায়িকা! দেখলে বিশ্বাসই হবে না, হঠাত্‍ করেই ফের ভাইরাল শিল্পীর ভিডিও

Last Updated:
Alisha Chinai: ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
1/8
৯০-এর দশকে সাড়া ফেলে দিয়েছিলেন গায়িকা আলিশা চিনয়। ‘মেড ইন ইন্ডিয়া’র তালে তখন মজে আসমুদ্র হিমাচল। একাধারে সুন্দরী, আবার সুকণ্ঠী, ভক্তদের হৃদয়ে একসময় আলোড়ন ফেলে দিয়েছিলেন আলিশা।
৯০-এর দশকে সাড়া ফেলে দিয়েছিলেন গায়িকা আলিশা চিনয়। ‘মেড ইন ইন্ডিয়া’র তালে তখন মজে আসমুদ্র হিমাচল। একাধারে সুন্দরী, আবার সুকণ্ঠী, ভক্তদের হৃদয়ে একসময় আলোড়ন ফেলে দিয়েছিলেন আলিশা।
advertisement
2/8
মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। আলিশার কেরিয়ারের সবচেয়ে বড় হিট। তারপর খুব স্বাভাবিক ভাবেই প্লে-ব‍্যাকের দরজা হাট করে খুলে গিয়েছিল আলিশার জন‍্য‍।
মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। আলিশার কেরিয়ারের সবচেয়ে বড় হিট। তারপর খুব স্বাভাবিক ভাবেই প্লে-ব‍্যাকের দরজা হাট করে খুলে গিয়েছিল আলিশার জন‍্য‍।
advertisement
3/8
হিন্দি ছবিতে একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন গায়িকা। তবে আলিশার মূল পরিচিত কিন্তু ইন্ডি-পপের হাত ধরেই। ৯০-এর দশকে তাঁকে হিন্দি পপের রানি (হিন্দি-পপ ক‍্যুইন) বলা হত।
হিন্দি ছবিতে একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন গায়িকা। তবে আলিশার মূল পরিচিত কিন্তু ইন্ডি-পপের হাত ধরেই। ৯০-এর দশকে তাঁকে হিন্দি পপের রানি (হিন্দি-পপ ক‍্যুইন) বলা হত।
advertisement
4/8
ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
ইন্ডি-পপের জমানা পেরিয়ে বয়ে গিয়েছে অনেকটা সময়। হিন্দি গানের জগতে উথ্বান-পতন হয়েছে একাধিক গায়ক-গায়িকার। কিছু শিল্পী প্রতিভা আর দক্ষতার গুণে এখনও রাজত্ব করে চলেছেন। তবে আলিশাকে বহুদিন দেখা যায়নি কোথাও।
advertisement
5/8
সম্প্রতি দেখা মিলেছে আলিশার। একটি ভিডিওতে ফের ৩০ বছর পর তাঁর গলাতেই শোনা গেল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। ভিডিওটি সামনে আসতেই হইচই ফেলে দেয় সোশ‍্যাল মিডিয়ায়।
সম্প্রতি দেখা মিলেছে আলিশার। একটি ভিডিওতে ফের ৩০ বছর পর তাঁর গলাতেই শোনা গেল ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি। ভিডিওটি সামনে আসতেই হইচই ফেলে দেয় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
6/8
ভিডিওতে আলিশার চেহারায় বয়সের ছাপ পড়লেই গলায় পড়েনি। তাঁর গলা আজও একইরকম মাধুর্যে ভরা। শুনতে শুনতে দিব‍্যি ফিরে যাওয়া যায় ৯০-এর দশকে।
ভিডিওতে আলিশার চেহারায় বয়সের ছাপ পড়লেও গলায় পড়েনি। তাঁর গলা আজও একইরকম মাধুর্যে ভরা। শুনতে শুনতে দিব‍্যি ফিরে যাওয়া যায় ৯০-এর দশকে।
advertisement
7/8
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ এতে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তবে আলিশার চিরপরিচিত চুলের স্টাইল এখনও একইরকম রয়েছে।
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ এতে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তবে আলিশার চিরপরিচিত চুলের স্টাইল এখনও একইরকম রয়েছে।
advertisement
8/8
১৮ মার্চ ১৯৬৫-এ গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করা আলিশা চিনয়। তাঁর আসল নাম সুজাতা। তিনি ১৯৮৫-এ অ্যালবাম জাদু দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে আকাশছোঁয়া পেয়েছিলেন ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি দিয়েই।
১৮ মার্চ ১৯৬৫-এ গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করা আলিশা চিনয়। তাঁর আসল নাম সুজাতা। তিনি ১৯৮৫-এ অ্যালবাম জাদু দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে আকাশছোঁয়া পেয়েছিলেন ‘মেড ইন ইন্ডিয়া’ গানটি দিয়েই।
advertisement
advertisement
advertisement