৩৫ বছরেই প্রয়াত জনপ্রিয় গায়িকার একমাত্র সন্তান, ফের শোকের ছায়া বলিউডে

Last Updated:
শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আদিত্য। বেশ কয়েকমাস ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।
1/5
*মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় ভক্তিগীতি গায়িকা একমাত্র সন্তান আদিত্য পরোয়াল। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সংগৃহীত ছবি।
*মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় ভক্তিগীতি গায়িকা একমাত্র সন্তান আদিত্য পরোয়াল। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আদিত্য। বেশ কয়েকমাস ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বহু চিকিৎসার পরেও শেষরক্ষা হল না। সংগৃহীত ছবি।
*শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আদিত্য। বেশ কয়েকমাস ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বহু চিকিৎসার পরেও শেষরক্ষা হল না। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*আদিত্য পরোয়াল মিউজিক অ্যারেঞ্জার এবং প্রডিউসর হিসেবে কাজ করছিলেন বলিউডে। এ দিন তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। অনেকেই শোক প্রকাশহ করেছেন তরুণ েই মিউজিক কম্পোজারের অকাল মৃত্যুতে। সংগৃহীত ছবি।
*আদিত্য পরোয়াল মিউজিক অ্যারেঞ্জার এবং প্রডিউসর হিসেবে কাজ করছিলেন বলিউডে। এ দিন তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। অনেকেই শোক প্রকাশহ করেছেন তরুণ েই মিউজিক কম্পোজারের অকাল মৃত্যুতে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*বছরের প্রথমদিনে একটি সাক্ষাৎকারে তিনি মা অনুরাধা পরোয়ালকে নিয়ে বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন। সংগৃহীত ছবি। সেখানে বলেছিলেন, "মায়ের আরতি, মন্ত্র কীভাবে মানুষের মনকে সুন্দর রাখে ছোটবেলা থেকে দেখেছি। মায়ের জন্য ভবিষ্যতে অন্তত একটা মিউজিক কম্পোজ করতে চাই।" সংগৃহীত ছবি।
*বছরের প্রথমদিনে একটি সাক্ষাৎকারে তিনি মা অনুরাধা পরোয়ালকে নিয়ে বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন। সংগৃহীত ছবি। সেখানে বলেছিলেন, "মায়ের আরতি, মন্ত্র কীভাবে মানুষের মনকে সুন্দর রাখে ছোটবেলা থেকে দেখেছি। মায়ের জন্য ভবিষ্যতে অন্তত একটা মিউজিক কম্পোজ করতে চাই।" সংগৃহীত ছবি।
advertisement
5/5
*আদিত্য 'ঠাকরে' সিনেমায় কাজ করেছেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ওপর নির্মিত 'সাহেব তু' গানের কম্পোজার ছিলেন তিনি। গানটিতে প্রায় ৭২ ধরনের যন্ত্রের রেকর্ডিং হয়েছে একই স্টুডিওতে। যা রেকর্ড। সংগৃহীত ছবি।
*আদিত্য 'ঠাকরে' সিনেমায় কাজ করেছেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ওপর নির্মিত 'সাহেব তু' গানের কম্পোজার ছিলেন তিনি। গানটিতে প্রায় ৭২ ধরনের যন্ত্রের রেকর্ডিং হয়েছে একই স্টুডিওতে। যা রেকর্ড। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement