

*মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় ভক্তিগীতি গায়িকার একমাত্র সন্তান আদিত্য পরোয়াল। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সংগৃহীত ছবি।


*শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আদিত্য। বেশ কয়েকমাস ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বহু চিকিৎসার পরেও শেষরক্ষা হল না। সংগৃহীত ছবি।


*আদিত্য পরোয়াল মিউজিক অ্যারেঞ্জার এবং প্রডিউসর হিসেবে কাজ করছিলেন বলিউডে। এ দিন তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। অনেকেই শোক প্রকাশ করেছেন তরুণ এই মিউজিক কম্পোজারের অকাল মৃত্যুতে। সংগৃহীত ছবি।


*বছরের প্রথমদিকে একটি সাক্ষাৎকারে আদিত্য মা অনুরাধা পরোয়ালকে নিয়ে বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন। সেখানে বলেছিলেন, "মায়ের আরতি, মন্ত্র কীভাবে মানুষের মনকে সুন্দর রাখে ছোটবেলা থেকে দেখেছি। মায়ের জন্য ভবিষ্যতে অন্তত একটা মিউজিক কম্পোজ করতে চাই।" সংগৃহীত ছবি।