Sherlyn Chopra: যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ! রাজ-শিল্পার নামে FIR শার্লিন চোপড়ার...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sherlyn Chopra: আবারও আইনি গেরোয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পাল্টা চাপের মুখে শার্লিন চোপড়াও।
পর্ন ভিডিও মামলায় আবারও আইনি গেরোয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জানা গিয়েছে, শার্লিন চোপড়া(Sherlyn Chopra) শিল্পার স্বামী রাজের নামে FIR দায়ের করেছেন জুহু থানায়। সেই এফআইআরে নাম রয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রারও। তারকা দম্পতির প্রতি শার্লিনের অভিযোগ, তাঁর ওপর যৌন ও মানসিক নির্য়াতন করেছেন তাঁরা।
প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই ফের একবার বলিউডে মাদক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। সুনীল শেট্টি থেকে পূজা ভাট, সুজান খান, সুচিত্রা কৃষ্ণমূর্তি এবং বলিউডের অন্যান্য তারকাদের শাহরুখ এবং আরিয়ানকে সমর্থন করতে দেখা গেলেও সেইসময় শার্লিন চোপড়া একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিয়ো ট্যুইট করেন। সেখানে তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পার্টি সম্পর্কে উল্লেখ করেন।